hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৩৪. কিতাবুল বুয়ূ (ক্রয়-বিক্রয়)

مختصر صحيح البخاري

/৫২ পরিচ্ছেদঃ ঘি এবং পানিতে অপবিত্র জিনিষ পতিত হলে

১০৪৩

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ النَّبِيُّ (ﷺ): (هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلامُ بِسَارَّةَ ، فَدَخَلَ بِهَا قَرْيَةٌ فِيهَا مَلِكٌ مِنَ المُلُوكِ، أَوْ جَبَّارٌ مِنَ الجَبَابِرَةِ، فَقِيلَ : دَخَلَ إِبْرَاهِيمُ بِأَمْرَأَةٍ هِيَ مِنْ أَحْسَنِ النِّسَاءِ، فَأَرْسَلَ إِلَيْهِ : أَنْ يَا إِبْرَاهِيمُ مَنْ هَذِهِ الَّتِي مَعَكَ؟ قَالَ: أُخْتِي، ثُمَّ رَجَعَ إِلَيْهَا فَقَالَ : لَا تُكَذِّبِي حَدِيثِي، فَإِنِّي أَخْبَرْتُهُمْ أَنَّكِ أُخْتِي، وَاللَّهِ إِنْ عَلَى وَجْهِ الْأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرُكِ، فَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَامَ إِلَيْهَا، فَقَامَتْ تَوَضَّأُ وَتُصَلِّي، فَقَالَتْ : اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ الْكَافِرَ ، فَغُطَ حَتَّى رَكَضَ بِرجْلِهِ ) . قَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ : (قَالَتْ : اللَّهُمَّ إِنْ يَمُتْ يُقَالُ : قَتَلَتْهُ، فَأُرْسِلَ، ثُمَّ قَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ وتُصَلِّي وَتَقولُ : اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي، فَلَا تُسَلِّطْ عَلَيَّ هَذَا الْكَافِرَ، فَغُطَ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ) . قَالَ أَبُو هُرَيْرَةَ: (فَقَالَتْ : اللَّهُمَّ إِنْ يَمُتْ فَيُقَالُ: هِيَ قَتَلَتْهُ، فَأُرْسِلَ فِي الثَّانِيَةِ، أَوْ فِى الثَّالِثَةِ، فَقَالَ : واللَّهِ مَا أَرْسَلْتُمْ إِلَيَّ إِلَّا شَيْطَانًا ، ارْجِعُوهَا إِلَى إِبْرَاهِيمَ، وَأَعْطُوهَا آجَرَ، فَرَجَعَتْ إِلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلامُ، فَقَالَتْ : أَشَعَرْتَ أَنَّ اللهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةٌ) .

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ ইবরাহীম (আঃ) তাঁর স্ত্রী ‘সারা’কে নিয়ে হিজরত করেছিলেন। তাঁকে নিয়ে তিনি একটি জনপদে প্রবেশ করলেন। সেখানে ছিল একজন অত্যাচারী বাদশাহ। তাকে বলা হলঃ ইবরাহীম একজন নারীসহ আগমণ করেছেন। সে নারীদের মধ্যে সর্বাধিক সুন্দরী। তাই সে ইবরাহীমের কাছে লোক পাঠিয়ে জানতে চেয়েছিল যে, তোমার সাথে এই মহিলাটি কে? ইবরাহীম (আঃ) বললেনঃ আমার বোন। অতঃপর সারার নিকট গিয়ে বললেনঃ আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করোনা। কারণ আমি তাদেরকে বলেছি যে, তুমি আমার বোন। আল্লাহর শপথ! আমি এবং তুমি ব্যতীত পৃথিবীতে অন্য কোন মু'মিন নেই। অতঃপর তিনি সারাকে তার নিকট পাঠালেন। বাদশাহ তাঁর নিকট গেলে তিনি দাঁড়িয়ে অযু করে নামায পড়তে লাগলেন। অতঃপর তিনি এই বলে দু'আ করতে লাগলেনঃ হে আল্লাহ! আমি যদি আপনার প্রতি, আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি আর আমার স্বামী ব্যতীত অন্য সব মানুষ হতে আমার সতীত্ব হেফাজত করে থাকি তাহলে এই কাফেরকে আমার উপর সক্ষম করোনা। তৎক্ষণাৎ বাদশা দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল এবং সে দ্রুত পেছনে সরে যেতে লাগল।

আবু হুরায়রা (রাঃ) বলেনঃ অতঃপর সারা বললেনঃ হে আল্লাহ! সে যদি এখন মৃত্যু বরণ করে তাহলে বলা হবেঃ মহিলাটিই তাকে হত্যা করেছে। সুতরাং বাদশাহ্ উক্ত অবস্থা বিদূরিত হয়ে গেল। সে আবার তাঁর দিকে অগ্রসর হলে তিনি দাঁড়িয়ে অযু করে নামায পড়তে লাগলেন। অতঃপর তিনি এই বলে দু'আ করতে লাগলেনঃ হে আল্লাহ! আমি যদি আপনার প্রতি, আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি আর আমার স্বামী ব্যতীত অন্য সব মানুষ হতে আমার সতীত্ব হেফাজত করে থাকি তাহলে এই কাফেরকে আমার উপর সক্ষম করোনা। তৎক্ষণাৎ বাদশার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল এবং সে দ্রুত পেছনে সরে যেতে লাগল।

আবু হুরায়রা (রাঃ) বলেনঃ অতঃপর সারা বললেনঃ হে আল্লাহ! সে যদি এখন মৃত্যু বরণ করে তাহলে বলা হবেঃ মহিলাটিই তাকে হত্যা করেছে। সুতরাং দ্বিতীয়বার অথবা তৃতীয়বারও বাদশার উক্ত অবস্থা বিদূরিত হল। বাদশাহ তখন বললঃ আল্লাহর শপথ! তোমরা আমার নিকট একটি শয়তান (যাদুকর) ব্যতীত অন্য কিছু প্রেরণ কর নাই। তাকে ইবরাহীমের নিকট ফেরত দিয়ে আস এবং আজার (হাজেরাকে) তাকে প্রদান কর। তিনি ইবরাহীমের কাছে ফেরত এসে বললেনঃ আপনি কি উপলদ্ধি করতে পেরেছেন যে, আল্লাহ তা'আলা কাফেরকে নিরাশ ও লাঞ্ছিত করেছেন এবং একজন সেবিকা প্রদান করতে বাধ্য করেছেন। (আলোকিত প্রকাশনীঃ ১০২১)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন