hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৩. কিতাবুল জিহাদ

مختصر صحيح البخاري

/ পরিচ্ছেদঃ নিজের জন্য যা পছন্দ করবে মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করা ঈমানের অন্তর্ভূক্ত

১২১১

সহিহ হাদিস
وعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : بَعَثَ النَّبِيُّ (ﷺ) أَقْوَامًا مِنْ بَنِي سُلَيْم إِلى بَنِي عَامِرٍ فِي سَبْعِينَ، فَلَمَّا قَدِمُوا : قَالَ لَهُمْ خَالِي : أَتَقَدَّمُكُمْ، فَإِنْ أَمَّنُونِي حَتَّى أُبَلِّغَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ ، وَإِلا كُنتُمْ مِنِّي قَرِيبًا، فَتَقَدَّمَ فَأَمَّنُوهُ، فَبَيْنَمَا يُحَدِّثُهُم عَن النَّبِيِّ (ﷺ) إِذْ أَوْمَؤُوا إِلَى رَجُلٍ مِنْهُمْ فَطَعَنَهُ بِرُمْحٍ فَأَنْقَذَهُ، فَقَالَ: اللهُ أَكْبَرُ، فُرْتُ وَرَبِّ الْكَعْبَةِ، ثُمَّ مَالُوا عَلَى بَقِيَّةِ أَصْحَابِهِ فَقَتَلُوهُمْ إِلَّا رَجُلًا أَعْرَجَ صَعِدَ الْجَبَلَ. فَأَخْبَرَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ النَّبِيَّ (ﷺ) : أَنَّهُمْ قَدْ لَقُوا رَبَّهُمْ، فَرَضِيَ اللَّهُ عَنْهُمْ وَأَرْضَاهُمْ، فَكُنَّا نَقْرَأُ : أَنْ بَلْغُوا قَوْمَنَا، أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا . ثُمَّ نُسِخَ بَعْدُ، فَدَعَا عَلَيْهِمْ أَرْبَعِينَ صَبَاحًا، عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَبَنِي لِحْيَانَ، وَبَنِي عُصَيَّةَ، الَّذِينَ عَصَوا الله تعالى وَرَسُولَهُ .

আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বনী সুলাইম গোত্রের ৭০জন লোকের একটা দলকে বনী আমের গোত্রের নিকট প্রেরণ করলেন। তারা যখন সেখানে পৌঁছলেন তখন তাদেরকে আমার মামা (আমর বিন মিলহান) বললেনঃ আমি তোমাদের পূর্বে গমণ করবো। তারা যদি আমাকে নিরাপত্তা দেয়, যাতে আমি তাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণী পৌঁছাতে পারি তবে তো ভাল। অন্যথায় তোমরা আমার নিকটেই অবস্থান করবে। সুতরাং তিনি অগ্রসর হলেন। তারা তাকে নিরাপত্তা দিল। তিনি তাদেরকে নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা শুনাচ্ছিলেন। এমন সময় তারা তাদের একজনকে ইঙ্গিত করে বলে দিলে সে তাঁকে (আমরকে) বর্শাবিদ্ধ করে এপিঠ ওপিঠ করে দিল। সে সময় তিনি বললেনঃ আল্লাহু আকবার! কাবার প্রভুর শপথ! আমি সফলকাম হয়ে গেছি। অতঃপর তারা তাঁর অন্যান্য সাথীদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদেরকে হত্যা করল। তারা মাত্র একজন খোঁড়া লোক ব্যতীত বাকী সবাইকে হত্যা করতে সক্ষম হল। খোঁড়া লোকটি পাহাড়ে আরোহন করল।

জিবরীল (আঃ) এ খবর নবী (ﷺ) কে জানালেন যে তারা সকলেই আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আছেন। আমরা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত কুরআন মযীদের এই আয়াতটি পাঠ করতামঃ তোমরা আমাদের গোত্রকে এ সংবাদ পৌছিয়ে দাও যে, আমরা আমাদের প্রভুর সান্নিধ্যে পৌছে গেছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট আছেন, আমাদেরকেও তিনি সন্তুষ্ট করেছেন”। পরবর্তীতে আয়াতটি মানসুখ (রহিত) হয়ে যায়। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) চল্লিশ দিন পর্যন্ত রি'ল, যাকওয়ান, বনী লিয়ান এবং আল্লাহ তাআলা ও রাসূলের অবাধ্যতার কারণে বনী আসিয়্যাহ গোত্রের উপর লা'নত করেছেন।" (আলোকিত প্রকাশনীঃ ১১৮৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন