hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৩. কিতাবুল জিহাদ

مختصر صحيح البخاري

/ পরিচ্ছেদঃ ঈমানের স্বাদ

১২১৪

সহিহ হাদিস
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ . غَابَ عَمِّي أَنَسُ بْنُ النَّضْرِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ قِتَالِ بَدْرٍ ، فَقَالَ : يَا رَسُولَ اللهِ ، غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالٍ قاتَلْتَ المُشْرِكِينَ، لَيْنِ اللَّهُ أَشْهَدَنِي قِتَالَ الْمُشْرِكِينَ لَيَرَيَنَّ اللهُ مَا أَصْنَعُ فَلَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ، وَانْكَشَفَ المُسْلِمُونَ، قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلَاءِ، يَعْنِي أَصْحَابَهُ، وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلَاءِ، يَعْنِي المُشْرِكِينَ . ثُمَّ تَقَدَّمَ فَأَسْتَقْبَلَهُ سَعْدُ ابْنُ مُعَادٍ، فَقَالَ : يَا سَعْدُ بْنُ مُعَاذٍ الْجَنَّةَ وَرَبِّ النَّضْرِ، إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ ، قَالَ سَعْدٌ : فَمَا اسْتَطَعْتُ يَا رَسُولَ اللهِ مَا صَنَعَ قَالَ أَنَسٌ : فَوَجَدْنَا بِهِ بِضْعًا وَثَمَانِينَ : ضَرْبَةٌ بِالسَّيْفِ أَوْ طَعْنَةٌ بِرُمْحِ أَوْ رَمْيَةٌ بِسَهُم، وَوَجَدْنَاهُ قَدْ قُتِلَ وَقَدْ مَثْلَ بِهِ المُشْرِكُونَ، فَمَا عَرَفَهُ أَحَدٌ إلا أُخْتَهُ بِبَنَانِهِ. قَالَ أَنَسٌ : كُنَّا نَرَى، أَوْ نَظُنُّ : أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِيهِ وَفِي أَشْبَاهِهِ : مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ . إِلَى آخِرِ الآيَةِ. وَقَالَ : إِنَّ أُخْتَهُ، وَهِيَ الَّتِي تُسَمَّى الربيع، كَسَرَتْ ثَنِيَّةَ امْرَأَةٍ، فَأَمَرَ رَسُولُ الله بِالْقِصَاصِ، فَقَالَ أَنَسٌ : يَا رَسُولَ اللهِ ، وَالَّذِي بَعَثَكَ بالحَقِّ، لا تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَرَضُوا بِالْأَرْشِ وَتَرَكُوا الْقِصَاصَ، فَقَالَ رَسُولُ اللَّهِ (ﷺ) : (إِنَّ مِنْ عِبَادِ اللهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ).

আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমার চাচা আনাস বিন নযর বদর যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেন নি। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বললেনঃ হে আল্লাহর রাসূল! মুশরিকদের সাথে আপনি প্রথম যে যুদ্ধটি করলেন তাতে আমি শরীক হতে পারিনি। যদি কোন সময় আল্লাহ আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের সুযোগ দান করেন তবে দেখবেন আমি কিভাবে যুদ্ধ করি। অতঃপর যেদিন উহুদের যুদ্ধ সংঘটিত হল এবং কিছু মুসলিম ছত্রভঙ্গ হয়ে গেল তখন তিনি বললেনঃ হে আল্লাহ! মুসলিমদের কৃতকর্মের জন্য আমি আপনার কাছে অক্ষমতা প্রকাশ করছি আর মুশরিকদের কার্যকলাপের সাথে আমার কোন সম্পর্ক নেই। অতঃপর তিনি অগ্রসর হলে তার সাথে সা'দ বিন মুআযের সাক্ষাত হল। তিনি বললেনঃ হে সা'দ বিন মুহায! নযরের প্রভুর শপথ! জান্নাত অতি নিকটে। উহুদের দিক থেকে আমি জান্নাতে সুগন্ধি পাচ্ছি।

পরবর্তীতে সা'দ বললেনঃ হে আল্লাহর রাসূল! আনাস বিন নযর বীরত্ব দেখিয়েছে আমি তো তা করতে সক্ষম হইনি। আনাস বিন মালেক বলেনঃ যুদ্ধের পর আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর শরীরে ছিল তরবারি, বর্শা ও তীরের আশিটিরও বেশী আঘাত। মুশরিকরা তাঁর হাত, পা এবং নাক-কান কেটে তার লাশকে বিকৃত করে ফেলেছিল। এ কারণে তাঁর বোন ব্যতীত অন্য কেউ তাঁকে চিনতে পারেনি। সে তার আঙ্গুলের ডগা দেখে তাঁকে সনাক্ত করতে সক্ষম হয়েছিল। আনাস বিন মালেক বলেনঃ আমরা ধারণা করতাম যে, এ আয়াতটি তাঁর ব্যাপারে এবং তাঁর অনুরূপ লোকদের ব্যাপারে নাযিল হয়েছেঃ

(مِّنَ ٱلْمُؤْمِنِينَ رِجَالٌۭ صَدَقُوا۟ مَا عَـٰهَدُوا۟ ٱللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُۥ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا۟ تَبْدِيلًۭا)

“মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত ওয়াদা পূর্ণ করেছে, তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কিছু সংখ্যক প্রতিক্ষারত আছে। তারা তাদের অঙ্গীকার মোটেই পরিবর্তন করেনি”। (সূরা আহযাবঃ ২৩)

আনাস (রাঃ) আরও বলেনঃ রুবাই নামক তাঁর এক বোন কোন এক মহিলার সামনের দাঁত ভেঙে দিয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) এ ব্যাপারে কিসাসের আদেশ দিলে আনাস বললেনঃ হে আল্লাহর রাসূল! যেই মহান সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তাঁর শপথ! ওর সামনের দাঁত ভাঙতে দেয়া যাবেনা। পরবর্তীতে বাদীপক্ষ কিসাসের দাবী ত্যাগ করে ক্ষতিপূরণ নিতে রাজী হয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ আল্লাহর কিছু বান্দা এমন আছে যে, তাঁরা কোন ব্যাপারে আল্লাহর নামে শপথ করলে তিনি তা পূরণ করার ব্যবস্থা করেন৷ (আলোকিত প্রকাশনীঃ ১১৮৬)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন