hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৩. কিতাবুল জিহাদ

مختصر صحيح البخاري

১০/৯৬ পরিচ্ছেদঃ রাতে ও অন্ধকারে মহিলাদের মসজিদে গমণ

১৩৩২

সহিহ হাদিস
وَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ نَاسًا مِنَ الأَنْصَارِ، قَالُوا لِرَسُولِ اللهِ ، حِينَ أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ (ﷺ) مِنْ أَمْوَالِ هَوَازِنَ ما أَفاءَ، فَطَفِقَ يُعْطِي رِجالًا مِنْ قُرَيْشِ الْمِائَةَ مِنَ الْإِبِلِ، فَقَالُوا : يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ ، يُعْطِي قُرَيْشًا وَيَدَعُنَا، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ . قَالَ أَنَسٌ : فَحُدِّثَ رَسُولُ اللَّهِ بِمَقَالَتِهِمْ، فَأَرْسَلَ إِلَى الْأَنْصَارِ فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، وَلَمْ يَدْعُ مَعَهُمْ أَحَدًا غَيْرَهُمْ، فَلَمَّا اجْتَمَعُوا جَاءَهُمْ رَسُولُ اللهِ (ﷺ) فَقَالَ: (مَا كَانَ حَدِيثُ بَلَغَنِي عَنْكُمْ؟). قَالَ لَهُ فُقَهَاؤُهُمْ : أَمَّا ذَوُو آرَائِنَا يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يَقُولُوا شَيْئًا، وَقَدْ تَقَدَّمَ الحَدِيث بِطُولِهِ .

আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহ তাআলা তাঁর রাসূলকে হাওয়াযেন গোত্রের সম্পদ থেকে গণীমত হিসাবে যে মাল প্রদান করেছেন, তা থেকে কুরাইশদের কতিপয় লোককে একশ করে উট দিতে থাকলে আনসারগণ রাসূলুল্লাহ (ﷺ) কে বললেনঃ আল্লাহ তাঁর রাসূলকে ক্ষমা করুন! তিনি আমাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে দান করছেন। অথচ আমাদের তরবারি থেকে এখনও কাফেরদের রক্ত ঝরছে। আনাস (রাঃ) বলেনঃ তাদের কথা রাসূলুল্লাহ (ﷺ) কে জানিয়ে দেয়া হল। তিনি তাদেরকে ডেকে পাঠিয়ে চামড়া দ্বারা নির্মিত একটি তাঁবুর মধ্যে একত্রিত করলেন। আনসার গোত্রের লোক ব্যতীত তিনি তথায় অন্য কাউকে আহবান করেন নি। তাঁরা একত্রিত হলে নবী (ﷺ) তাদের নিকট গিয়ে বললেনঃ তোমাদের পক্ষ থেকে আমি এ কেমন কথা শুনতে পাচ্ছি। তাদের জ্ঞানী লোকেরা বললঃ হে আল্লাহর রাসূল! আমাদের জ্ঞানী লোকেরা এমন কথা বলেনি। (কিছু সংক্ষক অল্প বয়স্ক লোক বলছে) হাদীছের বাকী অংশ পূর্বে অতিক্রান্ত হয়েছে। (আলোকিত প্রকাশনীঃ ১৩০৩)
টিকাঃ হাদীছের শেষাংশে এসেছে তারা বললেনঃ আল্লাহ তাঁর রাসূলকে ক্ষমা করুন! তিনি আমাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে দান করছেন। অথচ আমাদের তরবারি থেকে এখনও কাফেরদের রক্ত ঝরছে। অতঃপর নবী (ﷺ) বলেনঃ আমি কুরাইশদের মন জয় করার জন্য (অতিরিক্ত) দান করি। কারণ তারা সবেমাত্র জাহেলিয়াত (কুফর) ত্যাগ করেছে। তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, লোকেরা ফেরত যাক ধন-সম্পদ নিয়ে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে বাড়ি ফিরে যাও? আল্লাহর শপথ! তোমরা যা নিয়ে ফিরে যাচ্ছ ঐ জিনিষ তার চেয়ে অধিক উত্তম, যা নিয়ে তারা ফেরত যাচ্ছে। আনসাররা সবাই বললঃ হ্যাঁ। হে আল্লাহর রাসূল! আমরা এতেই সন্তুষ্ট আছি। অতঃপর তিনি বললেনঃ তোমরা অচিরেই আমার পরে মারাত্মক ধরণের স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব দেখতে পাবে। তখন তোমরা সবর করবে। যে পর্যন্ত না তোমরা হাওযের ধারে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে সাক্ষাৎ করবে। আনাস বলেনঃ আমরা কিন্তু সবর করতে পারি নি।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন