hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৫. নবীদের অবস্থার বিবরণ

مختصر صحيح البخاري

/৩৫ পরিচ্ছেদঃ যে ব্যক্তি তার দ্বীনকে সন্দেহ মুক্ত করে নিল

১৫০৬

সহিহ হাদিস
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : كانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ (ﷺ) عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٌّ، فَجَاءَنَا اللهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٌّ؟ قالَ: (نَعَمْ). قُلْتُ: وَهَلْ بَعْدَ ذلِكَ الشَّرِّ مِنْ خَيْرِ؟ قَالَ: (نَعَمْ، وَفِيهِ دَخَنُهُ؟ قَالَ: (قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ ) . قُلْتُ : فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٌّ؟ قالَ : (نَعَمْ، دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ، مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا). قُلْتُ: يَا رَسُولَ اللهِ، صِفْهُمْ لَنَا ؟ فَقَالَ: (هُمْ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا) . قُلْتُ : فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ؟. قالَ : تَلْزَمُ جَمَاعَةَ المُسْلِمِينَ وَإِمَامَهُمْ، قُلْتُ: فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ ؟ قَالَ : (فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ، حَتَّى يُدْرِكَكَ المَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ).

হুযায়ফা বিন ইয়ামান (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) কে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত। আর আমি তাকে অকল্যাণ ও অমঙ্গল সম্পর্কে জিজ্ঞেস করতাম। এই আশঙ্কায় যে, আমাকেই তা পেয়ে বসে কি না। আমি বললামঃ হে আল্লাহর রাসূল। আমরা তো অজ্ঞতা এবং অকল্যাণের মধ্যে ছিলাম। অতঃপর আল্লাহ্ আমাদেরকে এই কল্যাণ দান করলেন। এই কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে? তিনি বললেনঃ হ্যাঁ, আসবে। আমি বললামঃ সেই অকল্যাণের পর কি আবার কোন কল্যাণ আসবে? তিনি বললেনঃ হ্যাঁ, তবে তা হবে ভেজালযুক্ত।

আমি বললামঃ সেই ভেজালটি কি? তিনি বললেনঃ একদল লোক আমার প্রদর্শিত পথ ছাড়া অন্য পথে লোকদেরকে চালিত করবে। তাদের কোন কোন কাজ তুমি সমর্থন করবে আর কিছু কিছু আমল তুমি অপছন্দ করবে। আমি বললামঃ সেই কল্যাণের পরও কি কোন অকল্যাণ আসবে। তিনি বললেনঃ হ্যাঁ, অবশ্যই আসবে। জাহান্নামের দরজার দিকে আহবানকারী একদল লোক বের হবে। যে ব্যক্তি এই ডাকে সাড়া দিবে তারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে।

আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আপনি আমাদের কাছে তাদের পরিচয় বর্ণনা করুন। তিনি বললেনঃ তারা হবে আমাদেরই সমগোত্রীয় এবং আমাদের ভাষাতেই তারা কথা বলবে। আমি বললামঃ তাদের যুগ পেয়ে গেলে আপনি আমাকে কী করার আদেশ দিচ্ছেন? তিনি বললেনঃ “তুমি মুসলিমদের জামাআত ও তাদের ইমামের অনুসরণ করবে। হুযায়ফা বলেনঃ আমি বললামঃ তখন যদি মুসলিমদের কোন জামাআত ও ইমাম না থাকে? তিনি বললেনঃ তাহলে তোমাকে যদি দাঁত দিয়ে গাছের শিকড় কামড়িয়ে ধরেও থাকতে হয়, তবুও তুমি এ সকল ফির্কা পরিত্যাগ করবে। মৃত্যু পর্যন্ত তুমি এ অবস্থায় থাকবে। (আলোকিত প্রকাশনীঃ ১৪৬৮)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন