hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/৩১ পরিচ্ছেদঃ যাকাত ইসলামের একটি রুকন

১৬৬৭

সহিহ হাদিস
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : لَمَّا فَرَغَ النَّبِيُّ (ﷺ) مِنْ حُنَيْنٍ بَعَثَ أبا عَامِرٍ عَلَى جَيْشِ إِلَى أَوْطَاسٍ فَانْتَهَيَ إِلَيْهِمْ ، فَلَقِيَ دُرَيْدَ بْنَ الصَّمَّةِ، فَقُتِلَ دُرَيْدٌ وَهَزَمَ اللهُ أَصْحَابَهُ ، قَالَ أَبُو مُوسَى : وَبَعَثَنِي مع أبي عَامِرٍ، فَرُمِيَ أَبُو عَامِرٍ فِي رُكْبَتِهِ، رَمَاهُ جُشَمِيٌّ بِسَهُم فَأَثْبَتَهُ فِي في رُكْبَتِهِ، فَانْتَهَيْتُ إِلَيْهِ فَقُلْتُ : يَا عَمِّ مَنْ رَمَاكَ؟ فَأَشَارَ إِلَى أَبِي مُوسى فَقَالَ : ذَاكَ قَاتِلِي الَّذِي رَمَانِي، فَقَصَدْتُ لَهُ فَلَحِقْتُهُ، فَلَمَّا رَآنِي وَلَّى، فَاتَّبَعْتُهُ وَجَعَلْتُ أَقُولُ لَهُ : أَلا تَسْتَحِي، أَلا تَنْبُتُ، فَكَفَّ، فَاخْتَلَفْنَا ضَرْبَتَيْنِ بِالسَّيْفِ فَقَتَلْتُهُ، ثُمَّ قُلْتُ لأبي لِأَبِي عَامِرٍ : قَتَلَ الله صَاحِبَكَ، قَالَ : فَأَنْزِعُ هذَا السَّهْمَ، فَتَزَعْتُهُ فَتَرَا مِنْهُ المَاءُ، قَالَ يَا ابْنَ أَخِي : أَقْرِيءِ النَّبِيَّ (ﷺ) السَّلَامَ، وَقُلْ لَهُ : اسْتَغْفِرْ لِي وَاسْتَخْلَفَنِي أَبُو عَامِرٍ عَلَى النَّاسِ، فَمَكَثَ يَسِيرًا ثُمَّ مَاتَ، فَرَجَعْتُ فَدَخَلْتُ عَلَى النَّبِيِّ (ﷺ) فِي بَيْتِهِ عَلَى سَرِيرٍ مُرْمَلٍ وَعَلَيْهِ فِرَاسٌ، قَدْ أَثَرَ رِمَالُ السَّرِيرِ بِظَهْرِهِ وَجَنْبَيْهِ، فَأَخْبَرْتُهُ بَخَبَرِنَا وَخَبَرِ أَبِي عَامِرٍ، وَقَالَ: قُلْ لَهُ اسْتَغْفِرْ لِي، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ: (اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ. وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ، ثُمَّ قَالَ: (اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنَ النَّاسِ). فَقُلْتُ: وَلِي فَاسْتَغْفِرْ، فَقَالَ: (اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِ اللَّهِ ابْنِ قَيْسٍ ذَنْبَهُ، وَأَدْخِلْهُ يَوْمَ الْقِيَامَةِ مُدْخَلًا كَرِيمًا ) .

আবু মুসা (রাহ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ হুনাইন যুদ্ধ শেষে নবী (ﷺ) আবু আমেরকে একটি সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব দিয়ে আওতাস গোত্রের প্রতি পাঠালেন। তিনি সেখানে দুরাইদ বিন সিম্মাহ এর সাথে মোকাবেলা করেন। দুরাইদ নিহত হল এবং আল্লাহ্ তাআলা তার সার্থীদেরকে পরাজিত করলেন। আবু মুসা (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আবু আমেরের সাথে আমাকেও পাঠালেন। আবু আমেরের হাঁটুতে একটি তীর বিদ্ধ হল। জুশাম গোত্রের এক ব্যক্তি তীরটি নিক্ষেপ করেছিল। তীরটি তার হাঁটুর মধ্যে প্রবেশ করেছিল। আবু মুসা আশআরী (রাঃ) বলেনঃ আমি আবু আমেরের কাছে গিয়ে জিজ্ঞেস করলামঃ চাচাজান! কে আপনাকে তীর মেরেছে? তিনি আবু মুসা (রাঃ) কে ইঙ্গিতের মাধ্যমে দেখিয়ে দিয়ে বললেনঃ ঐ ব্যক্তি আমাকে তীর মেরে হত্যা করেছে। আবু মুসা বলেনঃ তার উদ্দেশ্যে অগ্রসর হয়ে আমি তার কাছে গেলাম। সে আমাকে দেখে পালিয়ে যেতে লাগল। আমি এ কথা বলতে বলতে তার পেছনে ধাওয়া করলাম যে, ওরে বেহায়া! থামিস না কেন? সে থেমে গেল। আমরা দু'জন তলোয়ার নিয়ে পরস্পরকে আক্রমণ করলাম। পরিশেষে আমি তাকে হত্যা করে ফেললাম। অতঃপর আমি আবু আমেরকে বললামঃ আল্লাহ্ আপনার হত্যাকারীকে মেরে ফেলেছেন। তিনি বললেনঃ আমার হাঁটু থেকে তীরটি আগে বের করে দাও। আমি তীরটি টেনে বের করে আনলাম। তা থেকে (আহত স্থান থেকে) পানি বের হল।

তিনি বললেনঃ হে আমার ভাতিজা! নবী (ﷺ) কে আমার সালাম জানাবে এবং তাকে আমার মাগফিরাতের জন্য দু'আ করতে বলবে। আর আবু আমের আমাকে তাঁর স্থলে সেনাপতি নিযুক্ত করলেন। এরপর তিনি কিছুক্ষণ বেঁচে রইলেন। অতঃপর মারা গেলেন। আমি ফিরে এলাম এবং নবী (ﷺ)-এর খেদমতে হাযির হলাম। এ সময় তিনি নিজের গৃহে খেজুর গাছের ডাল দিয়ে পাকানো রশি দ্বারা নির্মিত একটি খাঁটের উপর শুয়ে ছিলেন। খাঁটের উপর একটি হালকা বিছানা ছিল। তাঁর পিঠে ও পার্শ্বদেশে খাঁটের রশির দাগ পড়ে গিয়েছিল। আমরা তাঁকে আমাদের ও আবু আমেরের সব খবর জানালাম এবং তাকে এ কথাও জানালাম যে, আবু আমের আপনাকে তার জন্য দুআ করতে বলেছেন। তিনি পানি আনিয়ে অযু করলেন তারপর দু'হাত তুলে বললেনঃ হে আল্লাহ্! আবু আমের উবাইদকে ক্ষমা কর। তিনি এই পরিমাণ হাত উঠালেন যে, আমি তাঁর বগলের শুভ্রতা দেখতে পেলাম। অতঃপর তিনি বললেনঃ হে আল্লাহ্! কিয়ামতের দিন তাঁকে তোমার সৃষ্টি মানব জাতির অধিকাংশের উপর শ্রেষ্ঠত্ব দান করো। আবু মুসা বলেনঃ আমি বললামঃ আমার জন্যও মাগফিরাতের দু'আ করুন। তিনি বললেনঃ হে আল্লাহ্! আব্দুল্লাহ্ ইবনে কায়েসের (আবু মুসার) গুনাহ মাফ করে দাও এবং কিয়ামতের দিন তাঁকে সম্মানিত স্থানে প্রবেশ করাও। (আলোকিত প্রকাশনীঃ ১৬২৬)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন