hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/৪৪ পরিচ্ছেদঃ পেশাব ধৌত করা

১৬৯৫

সহিহ হাদিস
عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ: (الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ : ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ : ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ، الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ أَيُّ شَهْرٍ هذَا ؟ قُلْنَا : الله وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بَغَيْرِ اسْمِهِ، قال: (أَلَيْسَ ذَا الْحِجَّةِ؟). قُلْنَا : بَلَى، قَالَ: (فَأَيُّ بَلَدٍ هَذَا؟). قُلْنَا : الله وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ أَسْمِهِ، قَالَ: (أَلَيْسَ الْبَلْدَةَ؟). قُلْنَا : بَلَى، قَالَ: (فَأَيُّ يَوْمٍ هذَا؟ قُلْنَا : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قال: (أَلَيْسَ يَوْمَ النَّحْرِ ؟). قُلْنَا : بلى، قالَ: (فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ قال الراوي: وَأَحْسِبُهُ قَالَ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، في شَهْرِكُمْ هَذَا، وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ، أَلَا فَلَا تَرْجِعُوا بَعْدِي ضُلالا ، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، أَلَا لِيُبَلِّغ الشَّاهِدُ الْغَائِبَ، فَلَعَلَّ بَعْضَ مَنْ يُبَلِّغُهُ أَنْ يَكُونَ أَوْعَى لَهُ مِنْ بَعْضٍ مَنْ سَمِعَهُ، أَلاَ هَلْ بَلَّغْتُ). مَرَّتَيْنِ .

আবু বাকরা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ আল্লাহ্ যেদিন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যামানা সেদিন যেখানে অবস্থান করছিল, আবর্তন করতে করতে আজ আবার সেখানে এসে পৌঁছেছে। বারো মাসে একবছর। তার মধ্যে চারটি হচ্ছে হারাম মাস। তিনটি মাস ধারাবাহিকভাবে পরপর আসে। যুল-কাদ, যুল-হজ্জ এবং মুহাররাম। আর চতুর্থ মাসটি হচ্ছে রজব। এটি আসে জুমাদাউস্ সানী ও শা'বানের মাঝখানে। তারপর তিনি জিজ্ঞেস করলেন। এটা কোন্ মাস? আমরা বললাম। আল্লাহ্ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি চুপ রইলেন। এতে আমরা ধারণা করলাম যে, অচিরেই তিনি মাসটির নাম পালটিয়ে অন্য একটি নাম রাখবেন। তিনি বললেনঃ এটি কি যুল-হজ্জ মাস নয়? আমরা বললামঃ হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেনঃ এটি কোন্ শহর? আমরা বললামঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি চুপ রইলেন। এতে আমরা ধারণা করলাম যে, অচিরেই তিনি এ শহরটির নাম বদলিয়ে অন্য একটি নাম রাখবেন।

তিনি বললেনঃ এটি কি মক্কা শহর নয়? আমরা বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আজ কোন্ দিন? আমরা বললামঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি চুপ রইলেন। এতে আমরা ধারণা করলাম যে, হয়তোবা অচিরেই তিনি দিনটির নাম পালটিয়ে অন্য একটি নাম রাখবেন। তিনি বললেনঃ এটি কি কোরবানীর দিন নয়? আমরা বললামঃ হ্যাঁ। তিনি বলেনঃ তোমাদের রক্ত তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের সম্ভ্রম ঠিক তেমনভাবে হারাম যেমন এ মাসটি, এ শহরটি ও এ দিনটি হারাম। অচিরেই তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাত করবে। তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন। কাজেই আমার পর গোমরাহ হয়ে যেয়ো না এবং পরস্পর গলা কাটতে শুরু করো না। শোন, তোমরা যারা এখানে হাজির আছো, তারা কথাগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছে দিয়ো। কেননা কতক লোক এমন আছে, যাদের কাছে এসমস্ত কথা পৌঁছানো হয় তারা উপস্থিত হয়ে শ্রবণকারীদের চেয়ে সেগুলোকে বেশী স্মরণ রাখতে পারবে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) দুইবার বললেনঃ আমি কি আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছি? (আলোকিত প্রকাশনীঃ ১৬৫২)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন