hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/৪৫ পরিচ্ছেদঃ মসজিদে গ্রাম্য লোককে পেশাব করতে বাঁধা না দেয়া

১৬৯৭

সহিহ হাদিস
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : أَرْسَلَنِي أَصْحَابِي إِلَى رَسُولِ اللَّهِ أَسْأَلُهُ الحُمْلانَ لَهُمْ ، إِذْ هُمْ مَعَهُ فِي جَيْشِ الْعُسْرَةِ، وَهِيَ غَزْوَةُ تُبوك، فَقُلْتُ : يَا نَبِيَّ اللَّهِ، إِنَّ أَصْحَابِي أَرْسَلُونِي إِلَيْكَ لِتَحْمِلَهُمْ، فَقَالَ : (وَاللَّهِ لا أَحْمِلُكُمْ عَلَى شَيْءٍ). وَوَافَقْتُهُ وَهُوَ غَضْبَانُ وَلاَ أَشْعُرُ، وَرَجَعْتُ حَزِينًا مِنْ مَنْعِ النَّبِي ، وَمِنْ مَخَافَةِ أَنْ يَكُونَ النَّبِيُّ (ﷺ) وَجَدَ فِي نَفْسِهِ عَلَيَّ، فَرَجَعْتُ إِلَى أَصْحَابِي، فَأَخْبَرْتُهُمُ الَّذِي قَالَ النَّبِيُّ (ﷺ) فَلَمْ أَلْبَثْ إِلا سُوَيْعَةً إِذْ سَمِعْتُ بِلالا يُنَادِي : أَيْ عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ، فَأَجَبْتُهُ، فَقَالَ: أَجِبْ رَسُولَ اللَّهِ يَدْعُوكَ، فَلَمَّا أَتَيْتُهُ قَالَ: (خُذْ هَذَيْنِ الْقَرِينَيْنِ، وَهَذَيْنِ الْقَرِينَيْنِ - لِسِتَّةِ أَبْعِرَةٍ ابْتَاعَهُنَّ حِينَئِذٍ مِنْ سَعْدٍ - فَانْطَلِقْ بِهِنَّ إِلَى أَصْحَابِكَ، فَقُلْ : إِنَّ اللَّهَ ، أَوْ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) يَحْمِلُكُمْ عَلَى هُؤُلَاءِ فَارْكَبُوهُنَّ فَانْطَلَقْتُ إِلَيْهِمْ بِهِنَّ، فَقُلْتُ: إِنَّ النَّبِيَّ (ﷺ) يَحْمِلُكُمْ عَلَى هٰؤُلاَءِ، وَلكِنِّي وَاللَّهِ لَا أَدَعُكُمْ حَتَّى يَنْطَلِقَ مَعِي بَعْضُكُمْ إِلَى مَنْ سَمِعَ مَقَالَةَ رَسُولِ اللهِ (ﷺ) ، لَا تَظُنُّوا أَنِّي حَدَّثْتُكُمْ شَيْئًا لَمْ يَقُلْهُ رَسُولُ اللَّهِ ، فَقَالُوا لِي : وَاللَّهِ إِنَّكَ عِنْدَنَا لَمُصَدَّقٌ، وَلَنَفْعَلَنَّ مَا أَحْبَبْتَ ، فَانْطَلَقَ أَبُو مُوسَى بِنَفَرٍ مِنْهُمْ، حَتَّى أَتَوْا الَّذِينَ سَمِعُوا قَوْلَ رَسُولِ اللَّهِ مَنْعَهُ إِيَّاهُمْ، ثُمَّ إِعْطَاءَهُمْ بَعْدُ، فَحَدَّثُوهُمْ بِمِثْلِ مَا حَدَّثَهُمْ بِهِ أَبُو مُوسٰى.

আবু মুসা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমার সাথীগণ আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে পাঠালো। যাতে আমি তাদের জন্য তাঁর কাছে বাহন প্রার্থনা করি। তখন তারা তাঁর সাথে কষ্টের যুদ্ধে তথা তাবুক যুদ্ধে বের হচ্ছিলেন। আবু মুসা বলেনঃ আমি বললামঃ হে আল্লাহর নবী ! আমার সাথীগণ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন, যাতে আপনি তাদের জন্যে বাহনের ব্যবস্থা করেন। তিনি বললেনঃ আল্লাহর কসম! আমি তোমাদেরকে কোন বাহন দেবোনা। তখন তিনি ক্রোধান্বিত অবস্থায় ছিলেন। আর আমি তা বুঝতে পারি নি। সুতরাং আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসলাম। দুঃখ এ জন্যে যে, একদিকে তো নবী (ﷺ) আমাদেরকে সওয়ারী দিলেন না আবার অন্য দিকে আমার ভয় হচ্ছিল, নবী (ﷺ) আমার উপর অসন্তুষ্ট হয়েছেন কি না। যাই হোক আমি আমার সাথীদের নিকট ফিরে আসলাম এবং তাদেরকে নবী (ﷺ)-এর জবাব জানিয়ে দিলাম। সামান্য সময় যেতে না যেতেই শুনতে পেলাম বেলাল (রাঃ) এই বলে আহবান করছেন, আব্দুল্লাহ্ ইবনে কায়েস কোথায়? আমি তার ডাকের জবাব দিলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে চলুন। তিনি আপনাকে ডাকছেন। আমি যখন তাঁর কাছে গেলাম, তখন তিনি ছয়টি উটের দিকে ইঙ্গিত করে বললেনঃ এ দু'টি উট এবং এ দু'টি উট নিয়ে নাও। এগুলো তখনই তিনি সা'দ বিন উবাদার নিকট থেকে ক্রয় করেছিলেন। তিনি আরো বললেনঃ এগুলো নিয়ে তুমি তোমার সাথীদের কাছে যাও এবং তাদেরকে বলঃ আল্লাহ্ বা আল্লাহর রাসূল এগুলো তোমাদেরকে আরোহনের জন্যে দান করেছেন। সুতরাং তোমরা এগুলোতে আরোহন করো। আমি সেগুলো নিয়ে তাদের কাছে গেলাম এবং বললামঃ নবী (ﷺ) এগুলো তোমাদেরকে আরোহনের জন্য দান করেছেন। কিন্তু আল্লাহর শপথ! তোমাদের মধ্য থেকে যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রথম কথা শুনেছ, তাদের কাছে নিয়ে যাবো। আর তোমরা এ ধারনা করো না যে, আমি তোমাদের কাছে এমন কথা বলেছি, যা রাসূলুল্লাহ (ﷺ) বলেন নি। তারা আমাকে বললঃ আল্লাহর কসম! আমরা তোমাকে সত্যবাদী বলেই জানি। তবুও যদি আমাদেরকে যেতে বল, তাহলে তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং কয়েকজন লোক নিয়ে আবু মুসা সমস্ত লোকদের কাছে গেলেন, যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রথম কথা এবং বাহন না দেয়ার কথা শুনেছিল। কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ (ﷺ) বাহনের ব্যবস্থা করেছিলেন। সুতরাং তারা ফেরত এসে সে কথাই বলল যে কথা আবু মুসা তাদের সাথে বলেছিল। (আলোকিত প্রকাশনীঃ ১৬৫৪)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন