hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৮. কিতাবুত্ তাফসীর

مختصر صحيح البخاري

/২০ পরিচ্ছেদঃ কোন কোন জুলুম অন্য জুলুম থেকে কম পর্যায়ের হয়ে থাকে

১৭৩২

সহিহ হাদিস
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : أَتى نَاسُ النَّبِيَّ (ﷺ) قالُوا : يَا رَسُولَ اللهِ ، هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ؟ فَذَكَرَ حَديث الرُّؤْيَةِ وَقَدْ تَقَدَّمَ بِكَامِلِهِ ثُمَّ قالَ : (إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَذَّنَ مُؤَذِّنٌ : تتبع كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ، فَلا يَبْقَى مَنْ كانَ يَعْبُدُ غَيْرَ اللَّهِ مِنَ الأَصْنَامِ وَالأَنْصَابِ إِلا يَتَسَاقَطُونَ فِي النَّارِ. حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ، مِنْ بَر أَوْ فَاجِرٍ، وَغُبَرَاتُ أَهْلِ الْكِتَابِ، فَيُدْعَى الْيَهُودُ، فَيُقَالُ لَهُمْ: مَا كُنتُمْ تَعْبُدُونَ؟ قَالُوا : كُنَّا نَعْبُدُ عُزَيْرًا أَبْنَ اللَّهِ ، فَيُقَالُ لَهُمْ: كَذَبْتُمْ، مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلاَ وَلَدٍ، فَمَاذَا تَبْغُونَ؟ فَقَالُوا : عَطِشْنَا رَبَّنَا فَأَسْقِنَا، فَيُشَارُ : أَلَا تَرِدُونَ؟ فَيُحْشَرُونَ إِلَى النَّارِ، كَأَنَّهَا سَرَابٌ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا، فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ. ثُمَّ يُدْعَى النَّصَارَى فَيُقَالُ لَهُمْ : مَا تَعْبُدُونَ؟ قَالُوا : كُنَّا نَعْبُدُ المَسِيحَ ابْنَ اللَّهِ، فَيُقَالُ لَهُمْ: كَذَبْتُمْ، مَا اتَّخَذَ الله مِنْ صَاحِبَةٍ وَلَا وَلَدٍ، فَيُقَالُ لَهُمْ : مَاذَا تَبْغُونَ؟ فَكَذَلِكَ مِثْلُ الْأَوَّلِ. حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَر أَوْ فَاجِرٍ ، أَتَاهُمْ رَبُّ الْعَالَمِينَ فِي أَدْنَى صُورَةٍ مِنَ الَّتِي رَأَوْهُ فِيهَا ، فَيُقَالُ: مَاذَا تَنتَظِرُونَ، تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ، قالُوا : فَارَقْنَا النَّاسَ فِي الدُّنْيَا عَلَى أَفْقَرِ مَا كُنَّا إِلَيْهِمْ وَلَمْ نُصَاحِبْهُمْ، وَنَحْنُ نَنْتَظِرُ رَبَّنَا الَّذِي كُنَّا نَعْبُدُ، فَيَقُولُ : أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ : لَا نَشْرِكُ بِاللَّهِ شَيْئًا) . مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا. .

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ কয়েকজন লোক নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললঃ হে আল্লাহর রাসূল! আমরা কি কিয়ামতের দিন আমাদের প্রভুকে দেখতে পাবো? এ ব্যাপারে তিনি আল্লাকে দেখার হাদীছটি বর্ণনা করলেন, যা পূর্বে বর্ণিত হয়েছে। অতঃপর যখন কিয়ামতের দিন আসবে, তখন একজন ঘোষক ঘোষণা করবে, প্রত্যেক জাতি দুনিয়াতে যার এবাদত করতো, তারা যেন ঐ ব্যক্তির দলভুক্ত হয়ে যায়৷ সুতরাং যারা আল্লাহ্ ব্যতীত অন্যান্য মূর্তি বা পাথরের এবাদত করত, তারা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যারা আল্লাহর এবাদত করতো, কেবল তারাই বাকী থাকবে। তাদের মধ্যে থাকবে ভাল, খারাপ এবং আহলে কিতাবদেরও কিছু লোক। অতঃপর ইহুদীদেরকে ডেকে বলা হবেঃ তোমরা কার এবাদত করতে? তারা বলবেঃ আমরা আল্লাহর পুত্র উযাইরের এবাদত করতাম।

তাদেরকে বলা হবেঃ তোমরা মিথ্যাবাদী। আল্লাহ্ কাউকে স্ত্রী বা পুত্র হিসাবে গ্রহণ করেন নি। তোমরা এখন কি চাও? তারা বলবেঃ হে আমাদের প্রতিপালক! আমরা পিপাসিত হয়ে গেছি। আমাদেরকে পানি পান করান। তখন তাদেরকে মরীচিকার ন্যায় একটি প্রান্তর দেখিয়ে বলা হবেঃ সেখানে যাও। আসলে সেখানে কোন পানি থাকবে না; বরং সেটি হচ্ছে জাহান্নাম, যার এক অংশ অন্য অংশকে আক্রমণ করছে। অতঃপর নাসারাদেরকে ডেকে বলা হবেঃ তোমরা কার এবাদত করতে? তারা বলবেঃ আমরা আল্লাহর পুত্র ঈসা মাসীহর এবাদত করতাম। তাদেরকে বলা হবেঃ তোমরা মিথ্যাবাদী। আল্লাহ্ কাউকে স্ত্রী বা পুত্র হিসাবে গ্রহণ করেন নি। তোমরা এখন কি চাও? তারা ইহুদীর মতই প্রথমোক্ত কথা বলবে এবং তাদের পরিণতি ইহুদীদের মতই হবে। শুধু আল্লাহর এবাদতকারীগণই বাকী থাকবে। তাদের মধ্যে ভালমন্দ তাওহীদপন্থী সকল প্রকার লোকই থাকবে। তখন সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ্ তাআ'লা তাদের কাছে এমন সূরতে আসবেন, যা ইতিপূর্বে তারা আল্লাহ্ কে যে সূরতে দেখেছে, তা থেকে ভিন্ন।

তাদেরকে বলা হবেঃ তোমরা কিসের অপেক্ষা করছো? প্রত্যেক জাতিই তো নিজ নিজ মা'বুদের অনুসরণ করে চলছে। তারা বলবেঃ দুনিয়াতে যখন মানুষদের প্রতি আমাদের সর্বাপেক্ষা প্রয়োজন ছিল তখন আমরা তাদেরকে বর্জন করেছি, তাদের সাথে যাই নি। (এখন কেন তাদের সাথে যাবো?) আমরা যে প্রতিপালকের এবাদত করতাম, তাঁর জন্য অপেক্ষা করছি। অতঃপর তিনি বলবেনঃ আমি তোমাদের প্রভু। তারা বলবেঃ আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করবো না। কথাটি তারা দু'বার অথবা তিনবার বলবে। (আলোকিত প্রকাশনীঃ ১৬৮৯)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন