hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৬০. কিতাবুন্ নিকাহ

مختصر صحيح البخاري

/৩০ পরিচ্ছেদঃ ঈমান কম বেশী হয়

১৮৬৬

সহিহ হাদিস
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَتْ : تَزَوَّجَنِي الزُّبَيْرُ وَمَا لَهُ فِي الْأَرْضِ مِنْ مَالٍ وَلَا مَمْلُوكِ، وَلَا شَيْءٍ غَيْرَ نَاضِحِ وَغَيْرَ فَرَسِهِ، فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَسْتَقِي المَاءَ، وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ، وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِرُ، وَكَانَ يَخْبِرُ جَارَاتٌ لِي مِنَ الْأَنْصَارِ، وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ، وَكُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ عَلَى رَأْسِي، وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ فَرْسَخِ فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي، فَلَقِيتُ رَسُولَ اللَّهِ (ﷺ) وَمَعَهُ نَفَرٌ مِنَ الْأَنْصَارِ، فَدَعَانِي ثُمَّ قَالَ : (إِخْ اخ). لِيَحْمِلَنِي خَلْفَهُ، فَاسْتَحْيَيْتُ أَنْ أَسِيرَ مَعَ الرّجالِ، وَذَكَرْتُ الزُّبَيْرَ وَغَيْرَتَهُ وَكَانَ أَغْيَرَ النَّاسِ، فَعَرَفَ رَسُولُ اللَّهِ (ﷺ) أَنِّي قَدِ اسْتَحْيَيْتُ فَمَضَى، فَجِئْتُ الزُّبَيْرَ فَقُلْتُ : لَقِيَنِي رَسُولُ اللَّهِ (ﷺ) وَعَلَى رَأْسِي النَّوَى، وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، فَأَنَاخَ لِأَرْكَبَ، فَأَسْتَحْيَيْتُ مِنْهُ وَعَرَفْتُ غَيْرَتَكَ، فَقَالَ : وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى كَانَ أَشَدَّ عَلَيَّ مِنْ رُكُوبِكِ مَعَهُ، قَالَتْ : حَتَّى أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرِ بَعْدَ ذلِكَ بِخَادِم يَكْفِينِي سِيَاسَةَ الْفَرَسِ، فَكَأَنَّمَا أَعْتَقَنِي.

আসমা বিনতে আবু বকর (রাঃ) থেকে বর্ণিতঃ

জুবাইর আমাকে বিয়ে করলেন। তার কাছে তখন না ছিল কোন টাকা-পয়সা না ছিল দাস-দাসী। কুয়া থেকে পানি উঠানোর জন্য একটি উট ও একটি ঘোড়া ব্যতীত তার কাছে আর কিছুই ছিলনা। আমি তার ঘোড়াকে ঘাস খাওয়াতাম ও পানি পান করাতাম। পানির ঢোল ছিঁড়ে গেলে তা আমি সেলাই করতাম। আটা পিষতাম। কিন্তু আমি ভাল রুটি বানাতে জানতাম না। তাই আনসারী প্রতিবেশিনীরা আমার রুটি বানিয়ে দিত। তারা ছিল খুব পুণ্যবতী মহিলা। রাসূলুল্লাহ (ﷺ) জুবাইরকে যে সম্পত্তি দিয়েছিলেন, আমি সেখান থেকে মাথায় করে খেজুরের বোঝা বহন করে আনতাম। আর এ জমির দূরত্ব ছিল আমার বাড়ি থেকে প্রায় দুই মাইল। একদা আমি খেজুরের বোঝা মাথায় বহন করে আনছিলাম। তখন আমি রাসূল (ﷺ)-এর সাথে সাক্ষাত করলাম। তার সাথে একদল আনসারীও ছিল। তিনি আমাকে ডাকলেন এবং তিনি আমাকে তাঁর উটের পিছনে বসাবার জন্য ইখ্ ইখ্ (উট বসানোর আওয়াজ) বললেন। আমি পুরুষদের সাথে একত্রে যেতে লজ্জাবোধ করলাম এবং জুবাইরের গাইরাতের (আত্মমর্যাদার) কথা স্মরণ করলাম। আর তিনি ছিলেন লোকদের মধ্যে সবচেয়ে বেশী আত্মমর্যাদাবোধ সম্পন্ন। আল্লাহর রাসূল লক্ষ্য করলেন যে, আমি লজ্জাবোধ করছি। সুতরাং তিনি চলে গেলেন। আমি জুবাইরের কাছে এসে বললামঃ আমি খেজুরের বোঝা মাথায় নিয়ে আসছিলাম। পথিমধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ হলো এবং তাঁর সাথে কতিপয় সাহাবীও ছিল। তিনি আমাকে আরোহন করানোর জন্য তাঁর উট বসালেন। কিন্তু আমি তাঁর থেকে লজ্জাবোধ করলাম এবং আপনার আত্মমর্যাবোধের কথা স্মরণ করলাম। তিনি বললেনঃ আল্লাহর কসম! খেজুরের বোঝা মাথায় তোমাকে দেখা তাঁর সাথে উটে আরোহন করার চেয়ে আমার নিকট বেশী লজ্জাজনক। অবশেষে আবু বকর সিদ্দীক (রাঃ) ঘোড়ার দেখা-শুনার জন্য আমার সাহায্যার্থে একজন খাদেম পাঠালেন। খাদেম পাঠানোর মাধ্যমে তিনি যেন আমাকে আযাদ করে দিলেন। (আলোকিত প্রকাশনীঃ ১৮১৮)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন