hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

. কিতাবুস্ সালাত

مختصر صحيح البخاري

/৩২ পরিচ্ছেদঃ জানাযায় শরীক হওয়া ঈমানের অংশ

২৭০

সহিহ হাদিস
عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيع الأَنْصارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ عِنْبَانَ ابْنَ مالِكِ، وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ مِمَّن شَهِدَ بَدْرًا مِنَ الْأَنْصَارِ : أَتَى رَسُولَ اللهِ (ﷺ) فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ قَدْ أَنْكَرْتُ بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، فَإِذَا كَانَتِ الأَمْطَارُ، سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّي لهم، وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ، أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّي فِي بَيْتِي، فَأَتَّخِذَهُ مُصَلَّى ، قَالَ : فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ (ﷺ) : (سَأَفْعَلُ إِنْ شَاءَ الله). قَالَ عِتْبَانُ : فَغَدَا عَلَيَّ رَسُولُ اللهِ (ﷺ) وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ (ﷺ) فَأَذِنْتُ لَهُ ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ، ثُمَّ قَالَ : أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ). قَالَ : فَأَشَرْتُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللهِ (ﷺ) فَكَبَّرَ، فَقُمْنَا فَصَفَفْنَا، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، قَالَ : وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ، قَالَ : فَتَابَ فِي الْبَيْتِ رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ ذَوُو عَدَدٍ، فَاجْتَمَعُوا ، فَقَالَ قَائِلٌ مِنْهُمْ : أَيْنَ مَالِكُ ابْنُ الدُّخَيْشِنِ أَوِ ابْنُ الدُّحْشُنِ؟ فَقَالَ بَعْضُهُمْ ذَلِكَ مُنَافِقٌ لا يُحِبُّ الله وَرَسُولَهُ، فَقَالَ رَسُولُ اللهِ (ﷺ): (لا تَقُلْ ذَلِكَ، أَلاَ تَرَاهُ قَدْ قَالَ لا إلهَ إلا الله ، يُرِيدُ بِذلِكَ وَجْهَ اللَّهِ . قَالَ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ إِلَى الْمُنَافِقِينَ، قَالَ رَسُولُ اللَّهِ : (فَإِنَّ اللهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لا إله إلا الله، يَبْتَغِي بِذلِكَ وَجْهَ اللَّهِ .

মাহমূদ বিন রাবী আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ ইতবান বিন মালেক নবী (ﷺ)-এর ঐ সমস্ত আনসারী সাহাবীদের অন্তর্ভূক্ত ছিলেন যারা বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। তিনি একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আগমণ করে বললেনঃ হে আল্লাহর রাসূল! আমার দৃষ্টি শক্তি কমে গেছে। আর আমি আমার গোত্রের লোকদের ইমামতি করি। বৃষ্টি হলে আমার বাড়ীর ও আমার গোত্রের লোকদের মধ্যকার উপত্যকা পানিতে ভরে যায়। কাজেই তাদের মসজিদে এসে ইমামতি করতে পারিনা। কাজেই আমার ইচ্ছা হয় আপনি আমার বাড়ীতে এসে একটি জায়গায় নামায পড়বেন। আমি সে স্থানটিকে মুসাল্লা হিসাবে গ্রহণ করব।

বর্ণনাকারী বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে বললেনঃ ইনশা-আল্লাহ! আমি অচিরেই এরূপ করব। ইতবান বলেনঃ পরদিন কিছু বেলা হলে নবী (ﷺ) এবং আবু বকর আমার বাড়ীতে এসে অনুমতি চাইলেন। আমি তাঁকে অনুমতি দিলাম। ঘরে প্রবেশের পূর্বে তিনি বসলেন না। ঘরে প্রবেশ করেই তিনি বললেনঃ ঘরের কোন্ স্থানে নামায পড়া তুমি পছন্দ কর। ইতবান বলেনঃ আমি ঘরের একটি কিনারার দিকে ইঙ্গিত করলাম। নবী (ﷺ) দাঁড়িয়ে তাকবীর দিলেন। আমরাও দাঁড়িয়ে কাতারবন্ধী হয়ে গেলাম। তিনি দু'রাকআত নামায পড়ে সালাম ফিরালেন।

বর্ণনাকারী বলেনঃ আমরা তাঁর জন্য খাযীরাহ নামক এক প্রকার খাদ্য তৈরী করলাম। তা খাওয়ার জন্য তাঁকে আমরা থামিয়ে রাখলাম। বর্ণনাকারী বলেনঃ এ সময় আশেপাশের কিছু লোক আমাদের কাছে এসে উপস্থিত হল। তাদের কেউ বললঃ মালেক বিন দুখাইশীন কোথায়?

অথবা মালেক বিন দুখশুন কোথায়? আবার কেউ বললঃ সে মুনাফেক। আল্লাহ এবং রাসূলকে ভালবাসেনা। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা এরূপ বলনা। তোমরা কি দেখনা সে লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং এর দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি চায়? তখন সে লোকটি বললঃ আল্লাহ এবং তাঁর রাসূলই এ ব্যাপারে ভাল জানেন। তবে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি মুনাফেকদের প্রতিই তার টান বেশী। এ কথা শুনে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তাঁর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। (আলোকিত প্রকাশনীঃ ২৬৬)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন