hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

. কিতাবুস্ সালাত

مختصر صحيح البخاري

/৩৮ পরিচ্ছেদঃ দ্বীন নসীহত স্বরূপ

২৭৭

সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا : أَنَّ وَلِيدَةٌ كَانَتْ سَوْدَاءَ لِحَيَّ مِنَ الْعَرَبِ، فَأَعْتَقُوهَا فَكَانَتْ مَعَهُمْ، قَالَتْ : فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ، عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُبُورٍ، قَالَتْ: فَوَضَعَتْهُ، أَوْ وَقَعَ مِنْهَا، فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهُوَ مُلْقَى، فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطِفَتْهُ، قَالَتْ : فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ، قَالَتْ : فَاتَّهَمُونِي بِهِ، قَالَتْ : فَطَفِقُوا يُفَتِّشُونَ، حَتَّى فَتَّشُوا قُبُلَهَا، قَالَتْ : وَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ، إِذْ مَرَّتْ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ، قَالَتْ: فَوَقَعَ بَيْنَهُمْ، قَالَتْ : فَقُلْتُ : هَذَا الَّذِي أَتَّهَمْتُمُونِي بِهِ، زَعَمْتُمْ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ، وَهُوَ ذَا هُوَ، قَالَتْ : فَجَاءَتْ إِلَى رَسُولِ اللهِ (ﷺ) فَأَسْلَمَتْ، قَالَتْ عَائِشَةُ : فَكَانَ لَهَا حِبَاءُ فِي الْمَسْجِدِ أَوْ حِفْشُ، قَالَتْ : فَكَانَتْ تَأْتِينِي فَتَحَدَّثُ عِنْدِي، قَالَتْ: فَلَا تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا ، إِلَّا قَالَتْ : وَيَوْمُ الْوِشَاحَ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي قَالَتْ عَائِشَةُ : فَقُلْتُ لَهَا : مَا شَأْنُك، لا تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا إِلَّا قُلْتِ هَذَا؟ قَالَتْ : فَحَدَّثَتْنِي بِهَذَا الْحَدِيثِ .

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আরবের কোন এক গোত্রের এক কালো দাসী ছিল। তাকে মুক্ত করে দেয়ার পরও সে তাদের সাথেই ছিল। একদা সে গোত্রের একটি ছোট বালিকা বাইরে গেল। তার পরনে ছিল চামড়ার উপর মনিমুক্তা খচিত একটি হার। আয়েশা (রাঃ) বলেনঃ বালিকাটি তা খুলে রাখল অথবা তা হারিয়ে ফেলল। হারটি যেস্থানে পড়ে ছিল ঐ স্থান দিয়ে একটি ছোট চিল উড়ে যাওয়ার সময় গোশত মনে করে হারটিকে ছোঁ মেরে নিয়ে গেল। গোত্রের লোকেরা অনুসন্ধান করেও তা খুঁজে পেলনা। দাসী বললঃ তারা আমার উপর এটি চুরি করার অপবাদ দিল। আয়েশা (রাঃ) বলেনঃ তারা তার কাছে হারটির তল্লাশী শুরু করল। এমনকি তার লজ্জাস্থান পর্যন্ত তালাশ করে দেখল। মহিলা বললঃ আল্লাহর শপথ! আমি এ সময়ও তাদের সাথে দাঁড়িয়ে রইলাম। তখন উক্ত চিলটি পুনরায় তাদের উপর দিয়ে অতিক্রম করার সময় হারটি ফেলে দিল। মহিলা বললঃ হারটি তাদের মাঝখানে পতিত হল। আমি তাদেরকে বললামঃ তোমরা আমাকে এটি চুরি করার অভিযোগে অভিযুক্ত করেছ! অথচ এ থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এই তো সে হারটি। আয়েশা (রাঃ) বলেনঃ এ ঘটনার পর মহিলাটি কোন এক সময় রাসূল (ﷺ)-এর নিকট এসে ইসলাম গ্রহণ করল। আয়েশা (রাঃ) বলেনঃ মসজিদে উক্ত মহিলার জন্য একটি তাঁবু বা ছোট একটি ঘর ছিল। তিনি বলেনঃ মহিলাটি আমার কাছে এসে গল্প করত। যখনই সে আমার কাছে বসত তখনই সে বলতঃ

وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا + أَلَا إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي

“হারের দিনটি ছিল আমার প্রভুর পক্ষ থেকে একটি আশ্চর্যজনক ঘটনা এবং তিনি আমাকে মুক্ত করেছেন কুফরের রাজ্য থেকে। আয়েশা (রাঃ) বলেনঃ আমি তাকে বললামঃ তোমার অবস্থা কি? আমার কাছে বসেই তুমি এ কথাটি বল। এ প্রশ্নের প্রেক্ষিতেই সে আমাকে ঘটনাটি খুলে বলল। (আলোকিত প্রকাশনীঃ ২৭৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন