hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

২৩. কিতাবুল জানায়েয (জানাযার বিবরণ)

مختصر صحيح البخاري

/৩৮ পরিচ্ছেদঃ দ্বীন নসীহত স্বরূপ

৬৭৮

সহিহ হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ انْطَلَقَ مَعَ النَّبِيِّ (ﷺ) فِي رَهْطٍ قِبَلَ ابْنِ صَيَّادِ، حَتَّى وَجَدُوهُ يَلْعَبُ مَعَ الصَّبْيَانِ، عِنْدَ أُطُمِ بَنِي مَعْالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادِ الحُلُمَ ، فَلَمْ يَشْعُرُ حَتَّى ضَرَبَ النَّبِيُّ (ﷺ) بِيَدِهِ، ثُمَّ قَالَ لابْنِ صَيَّادٍ : (تَشْهَدُ أَنِّي رَسُولُ اللهِ . فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ فَقَالَ : أَشْهَدْ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ. فَقَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ : أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟ فَرَفَضَهُ وَقَالَ : (آمَنْتُ بِاللهِ وَبِرُسُلِهِ) . فَقَالَ لَهُ : مَاذَا تَرَى؟ . قَالَ ابْنُ صَيَّادٍ : يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ . فَقَالَ النَّبِيُّ (ﷺ) : خُلْطَ عَلَيْكَ الأَمْرُ). ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ (ﷺ) : (إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبِينًا). فَقَالَ ابْنُ صَيَّادٍ : هُوَ الدُّخُ. فَقَالَ: (أَخْسَأَ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ). فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ : دَعْنِي يَا رَسُولَ اللهِ أَضْرِبْ عُنُقَهُ . فَقَالَ النَّبِيُّ (ﷺ): (إِنْ يَكُنْهُ فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْهُ فَلَا خَيْرَ لَكَ فِي قَتْلِهِ) . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ - رَضِيَ الله عَنْهُمَا - : انْطَلَقَ بَعْدَ ذلِكَ رَسُولُ اللَّهِ وَأَبَيُّ بْنُ كَعْبٍ، إِلَى النَّخْلِ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ، وَهُوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنَ ابْنِ صَيَّادٍ شَيْئًا، قَبْلَ أَنْ يَرَاهُ ابْنُ صَيَّادِ ، فَرَآهُ النَّبِيُّ (ﷺ) وَهُوَ مُضْطَجِعٌ، في قَطِيفَةٍ، لَهُ فِيهَا رَمْزَةٌ أَوْ زَمْرَةٌ، فَرَاتْ أُمُّ صَيَّادٍ رَسُولَ اللَّهِ ، وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لَابْنِ صَيَّادٍ : يَا صَافِ، وَهُوَ اسْمُ ابْنِ صَيَّادٍ، هَذَا مُحَمَّدٌ ، فَثَارَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ النَّبِيُّ (ﷺ): لَوْ تَرَكْتُهُ بَيَّنَ).

আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (ﷺ) কে সাথে নিয়ে একদল লোকসহ ইবনে সাইয়াদের নিকট গমণ করলেন। তাঁরা গিয়ে দেখলেন যে, বনী মাগালার টিলার নিকট সে অন্যান্য বালকদের সাথে খেলা করছে। সে সময় ইবনে সাইয়াদ প্রাপ্ত বয়স্ক হওয়ার কাছাকাছি পৌছে গিয়েছিল। তার কাঁধে হাত রাখার পূর্বে সে নবী (ﷺ)-এর আগমণ সম্পর্কে অবগত হতে পারেনি। অতঃপর নবী (ﷺ) তাঁর কাছে গিয়ে বললেনঃ তুমি সাক্ষ্য প্রদান কর যে, আমি আল্লাহর রাসূল? ইবনে সাইয়্যাদ নবী (ﷺ)-এর দিকে তাকিয়ে বললেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি উম্মীদের নবী।

ইবনে সাইয়াদ নবী (ﷺ) কে বললঃ তুমি কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? এ কথা শুনে নবী (ﷺ) তাঁকে ছেড়ে দিয়ে বললেনঃ আমি আল্লাহর প্রতি এবং রাসূলদের প্রতি ঈমান আনয়ন করলাম। ইবনে সাইয়াদকে বললেনঃ তুমি কি দেখে থাক? ইবনে সাইয়াদ বললঃ আমার নিকট সত্য ও মিথ্যা উভয় খবরই আগমণ করে। নবী (ﷺ) তখন বললেনঃ তোমার নিকট প্রকৃত ব্যাপার অস্পষ্ট হয়ে আছে বা এলোমেলো হয়ে গিয়েছে। অতঃপর নবী (ﷺ) তাকে বললেনঃ আমি তোমার জন্য একটি বিষয় গোপন করে রেখেছি। পারলে বলে দাও। ইবনে সাইয়াদ বললঃ সেটি হল ধূয়া। এ কথা শুনে নবী (ﷺ) বললেনঃ তুমি লাঞ্চিত হও। তুমি নিজের ক্ষমতা বা সীমার বাইরে যেতে পারবেনা। উমার (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আমাকে অনুমতি দিন তার গর্দান কেটে ফেলি। নবী (ﷺ) তখন বললেনঃ এ যদি সে-ই হয় (মসীহে দাজ্জাল হয়) তাহলে তুমি তাকে কাবু করতে পারবেনা। আর সে যদি দাজ্জাল না হয়ে থাকে তাহলে তাকে হত্যা করার ভিতরে তোমার কোন লাভ নেই।

আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেনঃ পরবর্তীতে রাসূলুল্লাহ (ﷺ) এবং উবাই ইবনে কা'ব সেই খেজুর বাগানে গেলেন যেখানে ইবনে সাইয়াদ ছিল। নবী (ﷺ) চেয়েছিলেন, ইবনে সাইয়াদ তাঁকে দেখার পূর্বেই তিনি তার কিছু কথা শুনবেন। নবী (ﷺ) তাকে দেখলেন যে, সে একটি চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে এবং গুনগুন শব্দ করছে। ইবনে সাইয়াদের মা নবী (ﷺ) কে দেখতে পেল যে, নবী (ﷺ) খেজুর শাখায় নিজেকে আড়াল করে অগ্রসর হচ্ছেন। সে ইবনে সাইয়াদকে বললঃ হে সাফ! (এটি ইবনে সাইয়াদের নাম) দেখছ না? এই তো মুহাম্মাদ এসে গেছেন। এ কথা শুনে ইবনে সাইয়াদ দ্রুত উঠে বসল। অতঃপর নবী (ﷺ) বললেনঃ মহিলাটি যদি ইবনে সাইয়াদকে অমনি থাকতে দিত, তাহলে ইবনে সাইয়াদ নিজের অবস্থা বর্ণনা করে দিত৷ (আলোকিত প্রকাশনীঃ ৬৬৮)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন