hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

২৪. কিতাবুয্ যাকাত

مختصر صحيح البخاري

/৪৬ পরিচ্ছেদঃ শিশুদের পেশাব প্রসঙ্গে

৭৬২

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : عَنِ النَّبِيِّ (ﷺ): (أَنَّ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ بِأَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَدَفَعَهَا إِلَيْهِ، فَخَرَجَ فِي الْبَحْرِ فَلَمْ يَجِدْ مَرْكَبًا، فَأَخَذَ خَشَبَةٌ فَنَقَرَهَا ، فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ، فَرَمى بِهَا فِي الْبَحْرِ، فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ، فَإِذَا بِالْخَشَبَةِ، فَأَخَذَهَا لِأَهْلِهِ حَطَبًا - فَذَكَرَ الحَدِيثَ - فَلَمَّا نَشَرَهَا وَجَدَ المَالَ) .

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ বনী ইসরাঈলের জনৈক ব্যক্তি অন্য এক ব্যক্তির নিকট একহাজার দীনার (স্বর্ণমুদ্রা) ঋণ চাইল। সে তা দিলো। অতঃপর দেনাদার ব্যক্তি সমুদ্র পথে ভ্রমণে বের হল। (এদিকে দেনা পরিশোধের সময় এসে গেল) কিন্তু ফেরত আসার পথে সে কোন যানবাহন পেলনা। সে একটি কাঠ নিয়ে তাতে ছিদ্র করল এবং তাতে এক হাজার দীনার ভরে সমুদ্রে ভাসিয়ে দিল। (এদিকে ঋণ দানকারী লোকটি নির্ধারিত দিন সমুদ্রের তীরে এসে দেনাদারের আগমণের অপেক্ষা করতে থাকল, কিন্তু নির্দিষ্ট সময়ে লোকটি আসলনা) হঠাৎ সে ঐ কাঠের খণ্ডটি দেখতে পেয়ে পরিবারের জ্বালানি হিসাবে বাড়ীতে নিয়ে গেল। সে যখন কাঠটি চিরলো তখন তার ভিতরে তার মাল (একহাজার দীনার) পেয়ে গেল। (আলোকিত প্রকাশনীঃ ৭৫০)
টিকাঃ ঘটনার পূর্ণ বিবরণ এই যে, আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী (ﷺ) বনী ইসরাঈল সম্প্রদায়ের এমন একজন লোকের ঘটনা বর্ণনা করলেন যিনি একই সম্প্রদায়ের অন্য একজন লোকের নিকট এক হাজার দীনার (স্বর্ণ মুদ্রা) ঋণ চাইল। সে বললঃ সাক্ষী নিয়ে আস। লোকটি বললঃ সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সে পুনরায় বললঃ তাহলে একজন যিম্মাদার নিয়ে আস। লোকটি বললঃ যিম্মাদার হিসাবে আল্লাহই যথেষ্ট। সে বললঃ আপনি ঠিকই বলেছেন। অতঃপর তাকে নির্ধারিত সময়ের জন্য এক হাজার দীনার দিয়ে দিল। এক হাজার দীনার নিয়ে লোকটি সমুদ্র পথে ভ্রমণে বের হল। ভ্রমণ শেষে নির্ধারিত তারিখে ফেরত এসে পাওনা পরিশোধ করার জন্য যান বাহনের অনুসন্ধান করল। কিন্তু সে কোন যান বাহন খুঁজে পেলনা। সে একটি কাঠ হাতে নিয়ে তা ছিদ্র করে তাতে এক হাজার দীনার ভরে দিল এবং পাওনাদার বরাবর একটি চিঠি লিখে দিল। অতঃপর ছিদ্রটি বন্ধ করে সাগরের তীরে এসে বললঃ হে আল্লাহ! আপনি তো জানেন আমি অমুকের নিকট থেকে একহাজার দীনার ঋণ নিয়েছি। সে একজন যিম্মাদার চেয়েছিল। আমি বললামঃ যিম্মাদার হিসাবে আল্লাহই যথেষ্ট। এতে সে সন্তুষ্ট হয়েছে। সে একজন সাক্ষী চেয়েছিল। আমি বললামঃ সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সে এতেও সন্তুষ্ট হয়েছে। আর আমি যানবাহন অনুসন্ধান করেছি যাতে আমি তার পাওনা দীনার পরিশোধ করতে পারি। কিন্তু আমি কোন যানবাহন পেলামনা। তাই আমি আপনার যিম্মায় উহা রেখে দিচ্ছি। এ কথা বলে সে কাঠটি সাগরে নিক্ষেপ করল। কাঠটি সাগরে ডুবে গেল। অতঃপর লোকটি ফিরে গেল। এরপরও সে দেশে ফেরার জন্য যানবাহনের অনুসন্ধান করতে থাকল। এ দিকে যার কাছ থেকে ঋণ নিয়েছিল নির্ধারিত দিনে সে সাগরের তীরে অপেক্ষা করছিল। হয়তবা কোন নৌযান তার মুদ্রাগুলো নিয়ে আসবে। সে হঠাৎ সেই কাঠটি দেখতে পেল যাতে ছিল তার স্বর্ণমুদ্রাগুলো। পরিবারের জন্য জ্বালানি হিসাবে সে কাঠটি নিয়ে গেল। কাঠটি চিরে তার ভিতরে একহাজার দীনার ও চিঠি খানা পেয়ে গেল। অতঃপর সেই লোকটি দেশে ফিরে আরো এক হাজার দীনার নিয়ে ঋণদাতার নিকট গিয়ে বললঃ আল্লাহর শপথ! আমি তোমার সম্পদ ফেরত দিতে আসার জন্য যথাসময়ে নৌযানের অনুসন্ধান করতে কোন ত্রুটি করিনি। কিন্তু যে নৌযানে আরোহন করে আসলাম তা ব্যতীত অন্য কোন নৌযান পাইনি। সে বললঃ তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? এ কথার পর সে বললঃ তুমি কাঠের মধ্যে যে মুদ্রাগুলো পাঠিয়েছিলে আল্লাহ তা'আলা তা আমার নিকট পৌছিয়ে দিয়েছেন। তুমি তোমার এক হাজার দীনার ফেরত নিয়ে যাও৷

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন