hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

২৬. কিতাবুল হজ্জ

مختصر صحيح البخاري

/৫৪ পরিচ্ছেদঃ নামাযরত ব্যক্তির পিঠে আবর্জনা কিংবা মৃত জন্তুর ভূড়ি নিক্ষেপ করা হলে নামায নষ্ট হবেনা

৮৩৬

সহিহ হাদিস
عَنْ عَبْدِاللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّهُ قَدِمَ جَمْعاً فَصَلَّى الصَّلاتَيْنِ، كُلَّ صَلَاةٍ وَحْدَهَا بِأَذَانِ وَإِقَامَةٍ، وَالْعِشَاءُ بَيْنَهُمَا، ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ طَلَعَ الفَجْرُ، قَائِلٌ يَقُولُ طَلَعَ الْفَجْرُ، وَقائِلٌ يَقُولُ لَمْ يَلُع الْفَجْرُ، ثُمَّ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) قَالَ: (إِنَّ هَاتَيْنِ الصَّلاتَيْنِ حُوِّلَنَا عَن وَقْتِهِمَا ، فِي هذَا المَكانِ المَغْرِبَ وَالعِشَاءَ، فَلاَ يَقْدَمُ النَّاسُ جَمْعًا حَتَّى يُعْتِمُوا، وَصَلَاةَ الْفَجْرِ هذه السَّاعَةَ). ثُمَّ وَقَفَ حَتَّى أَسْفَرَ، ثُمَّ قَالَ : لَوْ أَنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ أَفَاضَ الآنَ أَصَابَ السُّنَّةَ فَمَا أَدْرِي : أَقَوْلُهُ كَانَ أَسْرَعَ أَمْ دَفْعُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَلَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ .

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি মুযদালিফায় আগমণ করে দুই নামায একত্রে আদায় করলেন। প্রত্যেক নামাযের জন্য আলাদা আলাদা আযান ও ইকামত দিলেন। দুই নামাযের মাঝখানে রাতের খানা খেলেন। অতঃপর ফজরের নামাযের সময় হলে ফজরের নামায আদায় করলেন। তখন কেউ বললঃ ফজর হয়ে গেছে। আবার কেউ বললঃ এখনও ফজর হয়নি। নামায শেষে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এই দু'টি নামায তথা মাগরিব ও ইশার নামাযকে এই স্থানে স্বাভাবিক সময় থেকে সরিয়ে দেয়া হয়েছে। সুতরাং মানুষের উচিৎ ইশার নামাযের সময় হওয়ার পূর্বে কেউ যেন মুযদালিফায় প্রবেশ না করে। আর ফজরের নামায এই সময়েই আদায় করবে। অতঃপর আব্দুল্লাহ বিন মাসউদ ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করলেন এবং ফর্সা হওয়ার পর বললেনঃ আমীরুল মুমিনীন যদি এখনই মিনায় ফেরত যান তাহলে সুন্নাত মোতাবেক কাজ করবেন। বর্ণনাকারী বলেনঃ আমি জানিনা, ইবনে মাসউদ (রাঃ এই কথা প্রথমে বলেছিলেন? না উছমান (রাঃ) এর আগেই যাত্রা শুরু করেছিলেন? কোরবানীর দিন কংকর নিক্ষেপ করার পূর্ব পর্যন্ত ইবনে মাসউদ অবিরত তালবীয়া পাঠ করছিলেন। (আলোকিত প্রকাশনীঃ ৮২৪)
টিকাঃ সহীহ বুখারীতে জাবের (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীছে এসেছে নবী (ﷺ) এক আযান ও দুই একামতে মাগরিব ও ইশার নামায আদায় করেছেন। দশ তারিখের করণীয় কাজ গুলোর প্রথমটি শুরু করা পর্যন্ত তালবীয়া পাঠ করতে থাকা সুন্নাত।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন