HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

দাঈ ভাইদের প্রতি

লেখকঃ চৌধুরী আবুল কালাম আজাদ

বিজ্ঞানের উন্নতি ও যুগের চ্যালেঞ্জ :
নিত্য নতুন তথ্য প্রযুক্তির আবিষ্কার ও উন্নতি নবুয়্যতে মুহাম্মদির সত্যতার একটি উজ্জল নিদর্শন। এটি তাঁর রেসালতের প্রচার-প্রসারের এক বড় মাধ্যম। তবে এটি দাঈদের জন্য এক কঠিন চ্যালেঞ্জও বটে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে সারা বিশ্ব পরিণত হয়েছে একটি শহরে- যেখানে পূর্বেকার যুগে একজন রাসূল প্রেরণ করা হত। আর এরই মাধ্যমে বুঝা যাচ্ছে যে, মহান সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এলাকা ও একটি গোষ্ঠীর জন্য খাস না করে সর্বযুগের সকল মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন। তিনি ভালো করেই জানতেন, অচিরেই সারা পৃথিবী হয়ে যাবে ছোট্ট একটি গ্রামের মত। ফলে একাধিক নবীর প্রয়োজন হবে না, দরকার হবে না এ রাসূলের পর আর কোনো নবী-রাসূলের। নবী মুহাম্মদের আগমনের সাথে সাথেই সারা পৃথিবীর শহরগুলো কাছাকাছি হতে শুরু হয়েছে। এরপর যোগাযোগের উন্নতি অগ্রগতির সাথে সাথে বিশ্ব বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে।

প্রিন্টিং জগতের উন্নতির ফলে বর্তমানে যত দ্রুতগতিতে বই-পুস্তক প্রকাশ করা যায় অতীতে তা কল্পনাও করা যেত না। এখন আর লেখার বিষয়টি কাগজ-কলমের মধ্যে সীমাবদ্ধ নয়। কম্পিউটারে বসে কোটি কোটি পৃষ্ঠায় একই সাথে টাইপ-কপি-পেস্ট করা সম্ভব। আবার লিখিত বিষয়গুলো খুব সহজেই পড়া, মুখস্থ করা ও অন্যের নিকট পৌঁছানো যায়। লাখ লাখ কিতাব একটি সিডি ও ডিভিডি আকারে সংরক্ষণ করা অতি সহজ। বয়ান-বক্তৃতা শুনা ও দেখার জন্য বক্তার সামনে উপস্থিত থাকার প্রয়োজন হয় না। বরং সারা বিশ্বের যেপ্রান্তে বসে বক্তৃতা দেয় হোক না কেন মুহূর্তের মধ্যে তা সারা বিশ্বে ছড়িয়ে দেয়া সম্ভব। সরাসরি দেখাও সম্ভব। ফ্যাক্স, ইন্টারনেটের মাধ্যমে অতি অল্প সময়ে যে কোনো তথ্যের আদান প্রদান করা যায়। এগুলো যুগ যুগ ধরে নেট লাইনে সেভ করে রাখা যায়।

তবে তথ্য প্রযুক্তির উন্নতি অগ্রগতি ইসলামপন্থীদের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জও বটে। কারণ যেমনিভাবে আমাদের জন্য অমুসলিমদের নিকট ইসলাম প্রচার সহজ, ঠিক তেমনিভাবে তাদের বাতিল মতবাদ মুসলমানদের কাছে পৌঁছে দেয়া তাদের জন্য আরো সহজ। কেননা এ অঙ্গনে তারা আমাদের চেয়ে অনেক অগ্রগামী। তাই বলে আমাদের হাত গুটিয়ে ঘরে বসে থাকলে চলবে না। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে আমাদেরও পারদর্শী হতে হবে। সাধ্যানুযায়ী হকের দাওয়াত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন -

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا ﴾ ( سور ة الإسراء : ৮১)

‘আর তুমি বল, হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল।’ (বনী ইসরাঈল : ৮১)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন