hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৩. কিতাবুল জিহাদ

مختصر صحيح البخاري

৫৩/১০১ পরিচ্ছেদঃ মুশরিকরা যদি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে তবে তাদেরকে ক্ষমা করা

১৩৪২

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ (ﷺ) شَاةٌ فِيهَا سُمُّ، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (أَجْمَعُوا إِلَيَّ مَنْ كانَ هَا هُنَا مِنْ يَهُودَ). فَجُمِعُوا لَهُ، فَقَالَ : (إِنِّي سَائِلُكُمْ عَنْ شَيْءٍ فَهَلْ أَنْتُمْ صَادِقِي عَنْهُ؟ فَقَالُوا : نَعَمْ، قَالَ لَهُم النَّبِيُّ (ﷺ) : (مَنْ أَبُوكُمْ؟ قالوا : فُلاَنٌ فَقَالَ : كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلانٌ). قالُوا : صَدَقْتَ، قَالَ: (فَهَلْ أَنْتُمْ صَادِقِي عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُ عَنْهُ؟ فَقَالُوا : نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ، وَإِنْ كَذَبْنَا عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا، فَقَالَ لَهُمْ: مَنْ أَهْلُ النَّارِ؟ قَالُوا : نَكُونُ فِيهَا يَسِيرًا، ثُمَّ تَخْلُفُونَا فِيهَا ، فَقَالَ النَّبِيُّ (ﷺ) اخْسَؤُوا فِيهَا، وَاللهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا). ثُمَّ قَالَ: (هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ؟ فَقَالُوا : نَعَمْ يَا أَبَا الْقَاسِم، قال: (هَلْ جَعَلْتُمْ في هذِهِ الشَّاةِ سُمَّا؟) قالُوا : نَعَمْ، قَالَ : (ما حَمَلَكُمْ عَلَى ذَلِكَ؟ قَالُوا: أَرَدْنَا إِنْ كُنتَ كَاذِبًا نَسْتَرِيحُ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ .

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ যখন খায়বার বিজয় হল তখন ইহুদীরা নবী সান্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বিষ মিশ্রিত বকরী উপহার দিল। তখন নবী (ﷺ)বললেনঃ এখানে যত ইহুদী আছে তাদেরকে একত্রিত কর। তাদেরকে একত্রিত করা হল৷ নবী (ﷺ) তখন বললেনঃ আমি তোমাদেরকে একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করব, তোমরা কি সে বিষয়ে আমার সাথে সত্য বলবে? তারা বললঃ হ্যাঁ, সঠিক জবাব দিব। তখন নবী (ﷺ) তাদেরকে জিজ্ঞেস করলেনঃ তোমাদের পিতা কে? তারা বললঃ উমুক। নবী (ﷺ) বললেনঃ তোমরা মিথ্যা কথা বলছো; বরং তোমাদের পিতা উমুক ব্যক্তি। তারা বললঃ আপনি ঠিকই বলেছেন।

নবী (ﷺ) বললেনঃ আমি যদি তোমাদেরকে এরপর আরেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করি, তোমরা কি আমার সাথে সত্য বলবে? তারা বললঃ হ্যাঁ। হে আবুল কাসেম। আমরা মিথ্যা বললে তো আপনি জেনে ফেলেন। যেমন আমাদের পিতার ব্যাপারে আপনি আসল তথ্য ধরতে পারলেন। তিনি তাদেরকে বললেনঃ জাহান্নামের অধিবাসী কারা হবে? তারা বললঃ আমরা তথায় কিছু দিন অবস্থান করব। তারপর তোমরা তথায় আমাদের স্থলাভিষিক্ত হবে।

নবী (ﷺ) বললেনঃ তোমরা সেখানে অপমানিত ও অপধস্ত হও। আল্লাহর শপথ! আমরা কখনও সেখানে তোমাদের স্থলাভিষিক্ত হবনা। অতঃপর নবী (ﷺ) বললেনঃ আমি যদি তোমাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করি, তোমরা কি আমার সাথে সত্য বলবে? তারা বললঃ হ্যাঁ। হে আবুল কাসেম। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমরা কি এই বকরীর সাথে বিষ মিশ্রিত করেছ? তারা বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ এরূপ করলে কেন? তারা বললঃ আমরা মনে করলাম, আপনি যদি মিথ্যাবাদী হন তাহলে আমরা ঝামেলা মুক্ত হয়ে যাব। আর যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে বিষ আপনার কোন ক্ষতি করতে পারবে না। (আলোকিত প্রকাশনীঃ ১৩১৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন