hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/৪১ পরিচ্ছেদঃ প্রশ্নকারীর প্রশ্নের জবাবে প্রশ্নের অতিরিক্ত কিছু যোগ করা

১৬৮৬

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : بَعَثَ النَّبِيُّ (ﷺ) خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ تُمَامَةُ بْنُ أَثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ (ﷺ) فَقَالَ : مَا عِنْدَكَ يَا نُمَامَةُ؟ فَقَالَ: عِنْدِي خَيْرٌ يَا مُحَمَّدُ ، إِنْ تَقْتُلْنِي تَقْتُلْ ذَا دَم إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ، وَإِنْ كُنتَ تُرِيد المَالَ، فَسَلْ مِنْهُ مَا شِئْتَ، فَتُرِكَ حَتَّى كانَ الْغَدُ، ثُمَّ قَالَ لَهُ: (مَا عِنْدَكَ يَا نُمامَهُ؟ قَالَ: مَا قُلْتُ لَكَ : إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ، فَتَرَكَهُ حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ، فَقَالَ: (مَا عِنْدَكَ يَا نُمَامَةُ؟) فَقَالَ : عِنْدِي مَا قُلْتُ لَكَ، فَقَالَ: (أَطْلِقُوا ثُمَامَةَ). فَانْطَلَقَ إِلَى نَجْلٍ قَرِيبٍ مِنَ المَسْجِدِ، فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ المَسْجِدَ، فَقَالَ : أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، يَا مُحَمَّدُ ، وَاللهِ مَا كَانَ عَلَى الْأَرْضِ وَجْهُ أَبْغَضَ إِلَيَّ مِنْ وَجْهِكَ، فَقَدْ أَصْبَحَ وَجْهكَ أَحَبَّ الْوُجُوهِ إِلَيَّ، وَاللَّهِ مَا كَانَ مِنْ دِين أَبْغَضَ إِلَيَّ مِنْ دِينِكَ، فَأَصْبَحَ دِينُكَ أَحَبَّ الدِّينِ إِلَيَّ، وَاللَّهِ مَا كَانَ مِنْ بَلَدٍ أَبْغَضَ إِلَيَّ مِنْ بَلَدِكَ، فَأَصْبَحَ بَلَدُكَ أَحَبَّ الْبِلادِ إِلَيَّ، وَإِنَّ خَيْلَكَ أَخَذَتْنِي، وَأَنَا أُرِيدُ الْعُمْرَةَ، فَمَاذَا تَرَى؟ فَبَشَّرَهُ رَسُولُ اللهِ (ﷺ) وَأَمَرَهُ أَنْ يَعْتَمِرَ، فَلَمَّا قَدِمَ مَكَّةَ قَالَ لَهُ قَائِلٌ : صَبَوْتَ، قَالَ : لا وَاللهِ، وَلكِنْ أَسْلَمْتُ مَعَ مُحَمَّدٍ رَسُولِ الله ولا وَاللَّهِ، لَا يَأْتِيكُمْ مِنَ الْيَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ حَتَّى يَأْذَنَ فِيهَا النَّبِيُّ (ﷺ).

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) নজদের দিকে কিছু সংখ্যক অশ্বারোহী পাঠালেন। তারা বনু হানীফার ছুমামা বিন উছাল নামক ব্যক্তিকে ধরে নিয়ে আসল। তারা তাকে মসজিদের একটি খামের সাথে বেঁধে রাখল। নবী (ﷺ) তার কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেনঃ ওহে ছুমামা! তোমার কি মনে হচ্ছে? সে বললঃ আমার তো ভালোই মনে হচ্ছে। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনীকে হত্যা করবেন। আর আপনি যদি মেহেরবানী করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহেরবানী করবেন। যদি আপনি ধন- সম্পদ চান তাহলে যতটা ইচ্ছা চাইতে পারেন। এ কথা শুনে তিনি তাকে তার অবস্থাতেই ছেড়ে দিলেন। এভাবে একটি দিন পার হয়ে গিয়ে পরের দিন আসল। এবারও তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ ওহে ছুমামা তোমার কি মনে হচ্ছে? সে জবাবে বললঃ আমার তাই মনে হচ্ছে, যা আমি আপনাকে পূর্বেই বলেছি। আপনি যদি মেহেরবানী করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহেরবানী করবেন। এ কথা শুনে তিনি তাকে তার অবস্থাতেই ছেড়ে দিলেন। এভাবে একটি দিন পার হয়ে গিয়ে পরের দিন আসা। এভাবে তৃতীয় দিনও তাকে জিজ্ঞেস করলেনঃ ওহে ছুমামা তোমার কি মনে হচ্ছে? সে জবাবে বললঃ আমার তাই মনে হচ্ছে, যা আমি আপনাকে পূর্বেই বলেছি।

এবার তিনি বললেনঃ ছুমামাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেয়া হলো। পরিশেষে সে মসজিদের নিকটবর্তী কোন একটি খেজুর বাগানে প্রবেশ করল এবং সেখানে গোসল করল। তারপর মসজিদে প্রবেশ করে বললঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া আর কোন সত্য মা'বুদ নেই, আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল। হে মুহাম্মাদ! আল্লাহর কসম! সারা দুনিয়ায় আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় চেহারা আমার নিকট আর কোনটিই ছিল না। আর এখন আপনার চেহারা আমার নিকট দুনিয়ার সকল চেহারার চয়ে অধিক প্রিয়। আল্লাহর কসম! আপনার দ্বীনের চেয়ে অধিক অপছন্দনীয় আর কোন দ্বীনই ছিল না।

কিন্তু এখন আপনার দ্বীনই আমার নিকট সবচেয়ে বেশী প্রিয়। আল্লাহর কসম! আপনার শহরের চেয়ে অধিক অপ্রিয় শহর আর কোনটিই ছিলনা। আর এখন আপনার শহর আমার কাছে সকল শহরের চেয়ে অধিক প্রিয়। আপনার সৈনিকরা আমাকে পাকড়াও করেছে এমন এক সময় যখন আমি উমরা করার জন্য বের হয়েছিলাম। এখন আপনি আমাকে কি করতে বলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে সুসংবাদ দিলেন এবং উমরাহ আদায় করার হুকুম দিলেন। সে যখন মক্কায় পৌছল তখন তাকে কোন একজন লোক বললঃ তুমি কি বেদীন হয়ে গেছ? সে বললঃ না, তা হবে কেন? বরং আমি মুহাম্মাদ (ﷺ)-এর সাথে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর কসম! নবী (ﷺ)-এর অনুমতি ছাড়া ইয়ামামা থেকে গমের একটি দানাও আসতে পারবে না। (আলোকিত প্রকাশনীঃ ১৬৪৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন