HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

ইসলামের প্রাথমিক শিক্ষা

লেখকঃ অনুবাদ ও গবেষণা বিভাগ, জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার

১৪
নিষিদ্ধ বিষয় সমূহ
আল্লাহ্‌ মহাবিজ্ঞ। তিনি মানুষের জন্য সেটাই নিষেধ করেছেন যাতে তাদের ক্ষতি রয়েছে।

নিশ্চয় মানুষের ইসলাম শক্তিশালী হয়, আল্লাহ্‌র প্রতি ভলবাসা প্রকাশিত হয়- আল্লাহ্‌ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে- যদিও স্বীয় আত্মা তার আকাংখা রাখে। কেননা সে নিজের প্রবৃত্তির উপর আল্লাহ্‌র সন্তুষ্টিকে প্রাধান্য দেয়।

ইসলামে বড় বড় নিষিদ্ধ বিষয়গুলো নিম্নরূপ:

আল্লাহ্‌র সাথে শির্ক। (এবিষয়ে পূর্বে আলোচনা হয়েছে)

ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা বা তা ঘৃণা করা।

আল্লাহ্‌ যা নির্ধারণ করেছেন তাতে অসন্তুষ্টি বা ক্রোধ প্রকাশ করা। যুগকে গালি দেয়া।

কোন হারামকে হালাল মনে করা বা হালালকে হারাম মনে করা। ধর্ম সম্পর্কে মূর্খতা সুলভ কথা বলা।

দ্বীনে বিদআত (নতুন ইবাদত চালু) করা। (যেমন নবী (ছা:)এর জম্ম দিবস পালন করা, ছালাতের শুরুতে মুখে উচ্চারণ করা, শিয়া মতবাদ- যারা নবী (ছা:)এর পিতৃব্য পুত্র আলী (রা:)কে নিয়ে বাড়াবাড়ি করে... প্রভৃতি।)

নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কোন ছাহাবীকে গালিগালাজ করা।

যাদু করা, জ্যোতীর্বিদ্যা শিক্ষা বা গণনা করা।

সময়ের মধ্যে ছালাত আদায় না করা। (পুরুষের মসজিদে এসে জামাতে ছালাত আদায় না করা।)

যাকাত আদায় না করা। অর্থাৎ- সম্পদের আবশ্যক অংশ দান না করা।

শরীয়ত অনুমোদিত ওযর ব্যতীত রামাযানের দিনের বেলায় ছিয়াম পালন না করা।

বিনা কারণে কাউকে হত্যা করা।

ধর্ম যুদ্ধে শত্রুর আক্রমণ থেকে পলায়ন করা।

নারী-পুরুষ ব্যভিচার, পুরুষের গুহ্যদ্বারে ব্যভিচার করা, হস্ত মৈথুন করা।

নিরাপরাধ কোন মানুষকে ব্যভিচারের অপবাদ দেয়া।

ইয়াতীম-অনাথের সম্পদ আত্মসাত করা ও অত্যাচার করা।

সূদ। (যেমন ১০০ টাকায় ১০৫ বা আরো বেশী টাকা আদায় করা বা দেয়া।)

ঘুষ দেয়া বা নেয়া।

জুয়া খেলা।

চুরি করা। আমানত এবং কর্য নেয়া বস্তু প্রত্যার্পণ না করা, ঋণ পরিশোধ না করা, এছাড়া অন্যান্য অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা।

সম্পদের অপচয় করা।

পিতা-মাতার অবাধ্য হওয়া।

পরিবার এবং নিকটাত্মীয়দেরকে কষ্ট দেয়া।

প্রতিবেশীকে কষ্ট দেয়া।

বিভিন্ন স্থান ও মানুষ উপকার গ্রহণ করে এমন জায়গার ক্ষতি সাধন করা।

বিচার-ফায়সালা প্রভৃতিতে মানুষের উপর অবিচার করা। অত্যাচারীকে সাহায্য করা।

অন্যায়ভাবে কোন পশু-পাখিকে শাস্তি দেয়া।

মিথ্যা সাক্ষ্য দেয়া, সত্য সাক্ষ্য গোপন করা।

মিথ্যা বলা, অঙ্গিকার ভঙ্গ করা, দলীল-পত্র প্রভৃতি জাল করা।

ধোকা, খেয়ানত, গোপন বিষয় ফাঁস করা।

হিংসা।

অহংকার করা, ঠাট্টা-বিদ্রুপ করা।

পরচর্চা করা, চুগোলখোরী করা। (গন্ডোগল বাধানোর উদ্দেশ্যে একজনের কথা অন্যজনকে বলা)

গান-বাদ্য করা।

নেশা ও মাদকদ্রব্য ব্যবহার করা।

মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, নিকৃষ্ট-খারাপ বস্তু ভক্ষণ করা।

শুকর, কুকুর, হিংস্র প্রাণী, হিংস্র পাখীর মাংশ ভক্ষণ করা।

আল্লাহ্‌র নাম ছাড়া অন্যের নাম নিয়ে যবেহ্‌ করা প্রাণী ভক্ষণ করা।

শরীয়ত অনুমদিত সঠিক কারণ ছাড়া কুকুর পোষা।

ক্রুশ বা অনুরূপ অনৈসলামিক কোন চিহ্ন বিশেষ গ্রহণ করা।

পুরুষের স্বর্ণ, রেশম বস্ত্র পরিধান করা। পায়ের টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরিধান করা। এক্ষত্রে পুরুষ নারীর বিপরীত।

জেনে রাখুন ইসলামের মূলনীতি হল, দুনিয়ার সমস্ত বস্তু এবং সবধরণের লেন-দেন বৈধ। একারণে কোন্‌টি হারাম বা নিষিদ্ধ ইসলাম তা নির্দিষ্টভাবে গণনা করে দিয়েছে। অতএব যে বিষয়ে ইসলাম কোন কথা বলেনি তা বৈধ।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন