HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

ইসলামের প্রাথমিক শিক্ষা

লেখকঃ অনুবাদ ও গবেষণা বিভাগ, জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার

১৬
আদব ও শিষ্টাচার
মুসলিম পরিস্কার-পরিচ্ছন্ন। সুগন্ধি ও সৌন্দর্য পসন্দ করবে। মেসওয়াক প্রভৃতি দ্বারা দাঁতের পরিচ্ছন্নতা বজায় রাখবে। নখ কাটবে, খাতনা করবে। নিজ স্বাস্থ্য রক্ষায় যত্নবান হবে। নাভিমূল এবং বগলের নীচের পশম পরিস্কার করবে। গোঁফ কেটে ছোট করবে। কোনক্রমেই কাফেরদের সদৃশ্যাবলম্বন করবে না। মাথার চুল কিছু কেটে কিছু ছেড়ে দিবেনা।

ইসলামের মহান শিষ্টাচারের অন্তর্গত হল, চলার পথ (রাস্তা-ঘাট) পরিস্কার করা। নিজের ও পরের নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে শান্তি নিশ্চিত করা।

মুসলিম সর্বক্ষেত্রে ডান হাত ব্যবহার করবে। যেমন- খানা-পিনা, লেন-দেন প্রভৃতি। ওযুর অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়া, গোসল করা, পোষাক পরিধান, এমনকি মাথা আঁচড়ানো ও মাথার চুল মুন্ডন করা প্রভৃতি ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করবে। মসজিদে বা নিজ গৃহে প্রবশের সময় আগে ডান পা রাখবে। যেমনটি রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) করতেন।

নিদ্রা যাওয়ার ইচ্ছা করলে ওযু অবস্থায় ডান কাতে শয়ন করবেন।

নিম্ন লিখিত ক্ষেত্রগুলোতে বিসমিল্লাহ বলবেনঃ খানা-পিনা, নিদ্রার, পোষাক পরিধান ও খোলা, বাহনে আরোহণ করা, আছাড় খেড়ে পড়ে যাওয়ার সময়, সহবাস করার সময়, যবেহ করা, শৌচাগারে প্রবেশের পূর্বে, ওযুর পূর্বে, নিজগৃহে প্রবেশ এবং বের হওয়ার সময়, মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময়।

পানাহার শেষ করলে বলুন: আল্‌ হামদু লিল্লাহ্‌।

হাঁচি এলে বলুনঃ আল্‌ হামদু লিল্লাহ্‌। হাঁচি দিয়ে কেউ আল্‌ হামদু লিল্লাহ্‌ বললে তার জবাবে বলুনঃ ইয়ার হামুকাল্লাহ্‌। আপনাকে কেউ বললে আপনি তার জবাবে বলুনঃ ইয়াহ্‌দিকাল্লাহ্‌।

হাই এলে মুখে হাত দিবেন।

নবী মুহাম্মাদের নাম উল্লেখ করলে বা শুনলে বলুন: ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

কুরআন পাঠ করার পূর্বে পবিত্রতা অর্জন করুন। সুন্দর করে পাঠ করুন। আপনার সামনে কেউ কুরআন পাঠ করলে নীরবে শুনুন।

আগেভাগে ছালাতের জন্য মসজিদে গমণ করুন। সুন্দর পোষাক পরিধান করুন। মসজিদে আসার আগে সবধরণের দুর্গন্ধ থেকে নিজেকে মুক্ত করুন। টাকা-পয়সা উপার্জনের কথা মসজিদে আলোচনা করবেন না। জুমআর দিন গোসল করে সুগন্ধি লাগিয়ে মসজিদে আসুন। জুমআর খুতবা নীরবে শ্রবণ করুন।

অন্যের বাসস্থানে প্রবেশের সময়, তাদের কোন জিনিস ব্যবহার করার পূর্বে অনুমতি নিন।

মুসলিম ভায়ের সাক্ষাতে তার সাথে মুসাফাহা করুন। মাথা নত না করে হাঁসি মুখে বলুন, আস্‌ সালামু আলাইকুম। সে যদি আপনাকে সালাম দেয় জবাবে বলুন, ওয়া আলাইকুম্‌ আস্‌ সালাম। তার নিকট থেকে চলে যাওয়ার সময় আবার বলুন, আস্‌ সালামু আলাইকুম।

ইসলামের অন্যতম আদব হল, মুসাফিরকে বিদায় জানানো। সুন্দর ও আনন্দের ঘটনায় অভিনন্দন জানানো। যেমন- বিবাহ, সন্তান লাভ।

অসুস্থ ব্যক্তির সুশ্রসা করুন। তাকে দেখতে গিয়ে দুআ বলুন: লা বা'সা ত্বাহুরুন ইনশাআল্লাহ অর্থ- কোন অসুবিধা নেই। আল্লাহ্‌ ইচ্ছা করলে অসুস্থতা পাপ থেকে পবিত্র করবেন।

আপনি যদি কোন বিপদে পড়েন বা আপনার কেউ মৃত্যু বরণ করে তবে বলুন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন অর্থ: "নিশ্চয় আমরা আল্লাহ্‌র জন্য, এবং নিশ্চয় আমরা তাঁর নিকটেই প্রত্যাবর্তনকারী।

অতিথীর সম্মান করুন। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করুন। অভাবীকে সাহায্য করুন। পশু-পাখীর প্রতি দয়া করুন।

যার নিকট ভুল করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নিন। আপনাকে কেউ সহযোগিতা বা নছীহত করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাকে বলুন: জাযাকাল্লাহু খাইরান অর্থ: আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিন।

মুসলিম ব্যক্তির ভদ্রতা হল- মানুষের সাথে সে সুন্দর ভাষায় কথা বলবে। তাদের কথা ভালভাবে শুনবে। প্রয়োজনীয় বিষয়ে মানুষের সাথে পরামর্শ করবে।

ক্রোধ থেকে বাঁচুন। যদি বেশী ক্রোধাম্বিত হয়ে উঠেন তবে পাঠ করুনঃ আঊযুবিল্লাহি মিনাশ্‌ শাইতানির্‌ রাজীম। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র কাছে আশ্রয় কামনা করছি।

ইসলাম গ্রহণ করলেই নিজের নাম পরিবর্তন করার প্রয়োজন নেই। তবে যদি আগের নামে নিষিদ্ধ কোন শব্দ থাকে তবে অবশ্যই পরিবর্তন করতে হবে। যেমন: আবদে ঈসা বা ঈসার দাস।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন