HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

স্ত্রী নির্বাচন

লেখকঃ মফিজুল ইসলাম

১১
ইসলামে বিবাহের পদ্ধতি
শরীয়তসম্মতভাবে পাত্রী নির্বাচিত হয়েছে কি না কাজী বা ইমাম সাহেব তার খোঁজ নেবেন। অতঃপর সহীহ হাদীসসম্মত খুতবা পাঠ করবেন। খুতবায় উলেস্নখিত আয়াতগুলোর ব্যাখ্যা বুঝিয়ে দেয়ার চেষ্টা করবেন। অতঃপর মেয়ের পিতা বা অভিভাবক বরের সামনে দু’জন সাক্ষীর উপস্থিতিতে বলবেন, ‘‘আমার মেয়ে অমুককে এত টাকা দেনমোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে ইচ্ছুক; তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো।’’ তখন ‘বর’ মেয়ের দু’জন সাক্ষীকে শুনিয়ে বলবে, ‘‘আমি কবুল করলাম।’’ এরূপ তিনবার বলা ভাল। এরপর সকলে বর ও কনের উদ্দেশ্যে একাকী এই দু‘আ করবে,

بَارَكَ اللهُ فِيْكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ

‘আলস্নাহ আপনার প্রতি বরকত দান করুন, আপনাকে প্রাচুর্য দান করুন এবং আপনাদের উভয়কে মঙ্গলের মাঝে একত্রিত করুন। [তিরমিযি হা:১০৯১; ইবনু মাজাহ হা:২৯০৫]

উক্ত দু‘আ একাকীই করতে হবে; সকলে মিলে হাত তুলে নয়।

স্মরণ রেখো হে যুবক! এমন কিছু লোক যেন তোমার বিবাহের সাথে যায়, যারা তোমার জন্য উক্ত কল্যাণের দু‘আ করতে পারে। তারা নয়, যারা খাবারের দুর্নাম করে, যে নারীরা নগ্ন হয়ে চলে এবং যাদের উপর বোম মারলেও একটি দু‘আ বের হবে না।

তাদেরকে কেন তুমি সাথে নিচ্ছ? আর এ কথা প্রসিদ্ধ যে, বিবাহকে কেন্দ্র করে যত খরচ হয় সেই খরচ তোমার বহন করা উচতি। কাজেই কনের বাড়িতে এত এত লোক নেয়ার সুযোগ কোথায়?

হে যুবক! তোমার বিবাহকে কেন্দ্র করে যত মানুষ তোমার দাওয়াতে পাপ করবে তার একটি অংশের ভাগীদার তোমাকেও হতে হবে।বর্তমানে বিবাহকে কেন্দ্র করে যুবক-যুবতী, কিশোর-কিশোরী, দূর আত্মীয় নিকটাত্মীয় প্রায় সকল শ্রেণির মানুষই বিভিন্ন পাপের সাথে মারাত্মকভাবে জড়িয়ে পড়ছে। তোমার বিবাহকে কেন্দ্র করে যদি তোমার বাড়িতে গান-বাজনা, বাদ্যযন্ত্র ও নৃত্যের আয়োজন করা হয়, নগ্ন-অর্ধনগ্ন সজ্জিতা নারীর সমাগম লক্ষ্য করা যায়, তাহলে এ সকল কর্মকান্ডের পাপের ভাগীদার নিশ্চিতভাবে তোমাকেও হতে হবে। রাসূলুল্লাহ ﷺ বলেন,

لَا تُقْتَلُ نَفْسٌ ظُلْمًا إِلَّا كَانَ عَلَى ابْنِ اٰدَمَ الْأَوَّلِ كِفْلٌ مِّنْ دَمِهَا لِأَنَّهٗ أَوَّلُ مَنْ سَنَّ الْقَتْلَ

‘‘অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা হলে তার খুনের (পাপের) একটি অংশ আদমের প্রথম পুত্রের আমল নামায়-ও যুক্ত হয়। কেননা সে-ই প্রথম হত্যাকান্ডের সূচনা করেছে’’। [বুখারী হাঃ ৩৩৩৫, মুসলিম হা:২৮/৭ হা:১৬৭৭, তিরমিযী, আহমাদ ৩৬৩০, ইবনু মাজাহ,ই.ফা.৩০৯৭ মিশকাত হা:২১১]

অন্যায়ভাবে হত্যাকান্ডের সূচনা করার কারণে যদি কাবিলের আমলনামায় পাপের একটা অংশ লেখা হয়, তাহলে তোমার বিবাহকে ঘিরে নারী পুরুষের অবাধ সমাগম, যেনার সুযোগ, গান-বাজনা, বাদ্য-যন্ত্র বাজানোর হিড়িক ইত্যাদি এসব অন্যায় কর্মে যত পাপ হবে তার একটা অংশ তোমার আমলনামায় কি যোগ হবে না? হবেই সুনিশ্চিত। তবে হ্যাঁ, তুমি যদি নিষেধাজ্ঞা আরোপ করে থাক তাহলে ভিন্ন কথা।

মনে রাখবে, বিবাহ তোমার; আর তুমি যদি এ সমসত্ম পাপের ব্যাপারে কঠোর হও, তাহলে কোন পাপাচারমূলক কর্মই সংগঠিত হবে না।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন