hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫১
৫০. ফরয সালাতের পর করণীয় কী?
ফরয সালাতের সালাম শেষে রাসূলুলস্নাহ ﷺ অনেক দু‘আ ও যিকর করেছেন। তন্মধ্যে নিম্নে কিছু যিকর উলেস্নখ করা হলো :

(ক) তিনবার আসতাগ্ফিরম্নলস্নাহ’ বলবে।

(খ) অতঃপর এ দু‘আটি পড়বে :

اَللّٰهُمَّ اَنْتَ السَّلَامُ - وَمِنْكَ السَّلَامُ - تَبَارَكْتَ يَاذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ

হে আলস্নাহ! আপনি শামিত্ম, আপনার থেকেই শামিত্ম আসে। হে সম্মান ও মহত্ত্বের অধিকারী! আপনি বরকতময়। (সহীহ মুসলিম, হা/১৩৬২; নাসাঈ, হা/১৩৩৭; তিরমিযী, হা/৩০০)

(গ) রাসূলুলস্নাহ ﷺ প্রত্যেক ফরয সালাতের শেষে এ দু‘আটিও পড়তেন

لَا اِلٰهَ اِلَا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ اَللّٰهُمَّ لَا مَانِعَ لِمَا اَعْطَيْتَ ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

আলস্নাহ ব্যতীত আর কোন প্রকৃত ইলাহ (মাবুদ) নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই। সমসত্ম প্রশংসা তাঁর জন্য নির্দিষ্ট, তিনি সবকিছুর ব্যাপারে ক্ষমতাবান। হে আলস্নাহ! তুমি যা দিতে চাও তা বাধা দেয়ার কেউ নেই এবং যা তুমি বাধা দাও তা দেয়ার কেউ নেই। আর তোমার ইচ্ছার বিরম্নদ্ধে প্রচেষ্টাকারীর প্রচেষ্টারও কোন মূল্য নেই। (সহীহ বুখারী, হা/৮৪৪; সহীহ মুসলিম, হা/১৩৬৬; আবু দাউদ, হা/১৫০৭)

(ঘ) তিন তাস্বীহ : রাসূলুলস্নাহ ﷺ বলেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে ‘সুবহানালস্নাহ’ ৩৩ বার ‘আল হাম্দুলিলস্নাহ’ ৩৩ বার এবং ‘আলস্নাহু আকবার’ ৩৩ বার পাঠ করার পর নিম্ন বর্ণিত দু‘আটি ১ বার পড়ে মোট ১০০ বার পূর্ণ করবে তার সমসত্ম সগীরা গুনাহ মাফ হয়ে যাবে- যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। (মুসলিম : ৫৯৭)

لَا اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

আলস্নাহ ছাড়া কোন প্রকৃত উপাস্য নেই। তিনি একক, তার কোন শরীক নেই। সমসত্ম রাজত্ব তার জন্য এবং সমসত্ম প্রশংসাও তার জন্য। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

(ঙ) আয়াতুল কুরসী পাঠ : রাসূলুলস্নাহ ﷺ বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর আয়াতুল কুরসী পড়বে, তাকে মৃত্যু ছাড়া আর কোন জিনিসই জান্নাতে পৌঁছতে বাঁধা দিতে পারবে না।

(নাসাঈ ১০০; তাবারানী ৭৫৩২)

(চ) তারপর ফজর ও মাগরিবের পরে পড়বে সূরা ইখ্লাস ৩ বার, সূরা ফালাক্ব ৩ বার, সূরা নাস ৩ বার। অন্যান্য ফরয সালাতের শেষে এ ৩টি সূরা পড়বে ১ বার করে। (আবু দাঊদ ; ১৫২৩)

এছাড়াও যদি কেউ অন্য কোন যিকির-আযকার করতে চান, তাহলে তা একাকী করতে পারবে। তাছাড়া তাস্বীহ আঙ্গুলে গুণে পড়া সুন্নাত।

উলেস্নখ্য যে, ফরয সালাত শেষে রাসূলুলস্নাহ ﷺ জামাআতবদ্ধভাবে কখনো হাত তুলে দু‘আ করেননি। মক্কা, মদীনা ও আরাফাতের সর্ববৃহৎ জামাআতেও এ ধরনের দু‘আর প্রচলন নেই। অনেক উলামায়ে কেরাম এ পদ্ধতির মুনাজাতকে বিদআত বলেছেন।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন