hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

সাজদা থেকে (বসার পর) উঠার পদ্ধতি

লেখকঃ মুহাম্মাদ আলী খাসখিলি

একটি প্রশ্নের উত্তর -শায়েখ যুবায়ের আলী যাঈ (রহ)
[শায়েখ যুবায়ের আলী যাঈ তাঁর পত্রিকা ‘মাসিক আল-হাদীসে’র প্রশ্নোত্তরে মাসআলাটি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরেন। পাশাপাশি আমাদের আলোচ্য বইটি পড়ে নিতে বলেন। ঐ সংক্ষিপ্ত বিশ্লেষণ পাঠকের জ্ঞাতার্থে নিচে তুলে ধরছি। (অনুবাদক)]

প্রশ্ন: জলসায়ে ইস্তিরাহাত (দ্বিতীয় সাজদার পর বিশ্রামের বৈঠক) ও তাশাহহুদের পর জমিনে হাতের তালুর উপর ভর দিয়ে উঠতে হবে, না হারাবী লিখিত ‘গারিবুল হাদীস’ গ্রন্থের বর্ণনা মোতাবেক মুষ্টিবদ্ধ করে ঠেস দিয়ে উঠতে হবে? [আলবানী হাদীসটিকে হাসান বলেছেন (আয-যঈফাহ ২/৩৯২)]

শায়েখ মহিব্বুল্লাহ শাহ আর-রাশেদি (রহ) লিখিত একটি প্রবন্ধ ‘মাসিক আল-ই‘তিসাম’-এ (২৫ নভেম্বর, ১৯৯৪) প্রকাশিত হয়। তিনি লিখেছেন: কামেল বিন তালহা’র বর্ণনাতে ‘ اعتمد على الأرض بيديه ’ বাক্যটির يدين (দুই হাত) শব্দটির দাবি كفين (দুই তালু) হওয়াই শ্রেয়। ব্যাপকসংখ্যক হাদীসে এটা পাওয়া যায়। মুষ্টিবদ্ধাবস্থায় মাটিতে ভর করে উঠার ক্ষেত্রে বাক্যটি হবে ‘ اعتمد على النبلة ’। সেক্ষেত্রে يدين (দুই হাত) শব্দটি ব্যবহৃত হতো না। সুতরাং হাতের তালু জমিনে ভর দিয়ে উঠতে হবে।

তিনি আরো লিখেছেন: হায়সামের বর্ণনাতে ‘ يعجن ’ শব্দটি অতিরিক্ত আছে। হায়সাম থেকে কামেল বিন তালহা অধিক সিক্বাহ। যেহেতু হায়সাম তার থেকে অধিক সিক্বাহ রাবী থেকে ভিন্ন রকম বর্ণনা করেছেন, এ কারণে তার বর্ণনাটি শায। শায়েখ ইরশাদুল হক্ব আসারি ফায়সালাবাদী বলেছেন: হায়শামের বর্ণনাটি শায নয়। বরং ব্যাখ্যাসহ বৃদ্ধিসাধন। মুষ্টির উপর ভর করাতে উভয় হাদীসের উপর আমল হয়ে যায়। এ সম্পর্কে আপনার তাহক্বীক্ব জানতে চাই?

জবাব: আবু ইসহাক্ব হারাবীর ‘গারিবুল হাদীস’-এর আলোচ্য বর্ণনাটিতে রাবী হায়সাম বিন ইমরান আদ-দামেশকি আছেন। তাকে ইবনে হিব্বান (রহ) ছাড়া আর কেউ সিক্বাহ গণ্য করেননি। সুতরাং বর্ণনাকারী মাজহুলুল হাল। হাদীসের ছাত্র-মাত্রই একথা জানেন যে, মাজহুলুল হাল যদি মুনফারেদ (একাকী) হয়, সেক্ষেত্রে বর্ণনাটি যঈফ।

বিস্তারিত জানার জন্য দেখুন: মুহাম্মাদ আলী খাসখিলি’র কিতাব التبيين في مسئلة التعجين (আত-তাবয়ীন ফি মাসআলাতিত তা‘জীন) ‘সালাতে উঠার সময় হাতের মুষ্টির উপর ভর করে উঠা প্রসঙ্গে ইলমি তাহক্বীক্ব’ (করাচি: মাকতাবাহ আহলে হাদীস ট্রাস্ট)।

উল্লেখ্য বর্ণনাটি যঈফ হওয়ার কারণ কেবল হায়সাম বিন ইমরানের মাজহুল হওয়া। পক্ষান্তরে কামেল বিন তালহা’র প্রতি একক বর্ণনা ও শায হওয়ার অভিযোগ বাতিল। হায়সাম বিন ইমরানের তাওসিক্বের সমর্থনে শায়েখ আলবানী (রহ) যেভাবে নিয়ম স্থির করেছেন তা কয়েকটি কারণে মারদুদ (প্রত্যাখ্যাত)। যেমন:

সুনানে আবু দাউদের (হা/৩৪৮৯) একটি বর্ণনাতে এসেছে: مَنْ بَاعَ الْخَمْرَ فَلْيُشَقِّصِ الْخَنَازِيرَ “যে ব্যক্তি মদ বিক্রি করল সে যেন শূকরের গোশত প্রস্তুত করল।” –এর একজন রাবী উমার বিন বায়ান আত-তাগলিবি। তার থেকে একটি জামাআত হাদীস বর্ণনা করেছেন। ইবনে হিব্বান (রহ) তাঁকে সিক্বাহ গণ্য করেছেন। আবু হাতিম রাযি (রহ) বলেছেন: মা‘রুফ (প্রসিদ্ধ)। কিন্তু শায়েখ আলবানী (রহ) মাজহুলুল হাল বলে বর্ণনাটিকে যঈফ গণ্য করেছেন। [আয-যঈফাহ ১/৭০-৭১ পৃ. হা/৪৫৬৬]

তাহক্বীক্বের সারসংক্ষেপ: হাতের মুষ্টির উপর ভর দিয়ে উঠার হাদীসটি যঈফ। সুতরাং সাজদার সময় যেভাবে জমিনে হাত রাখা হয়, (দ্বিতীয় সাজদার বিশ্রামের বৈঠক বা তাশাহহুদ থেকে) উঠার সময়ও হাতে ভর দিয়ে উঠতে হবে।

[যুবায়ের আলী যাঈ, ‘মাসিক আল-হাদীস’ (পাকিস্তান), ৪২ সংখ্যা, শাওয়াল ১৪২৮ হিজরি/নভেম্বর ২০০৭, পৃ. ২৯-৩০]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন