hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১০
দুনিয়াতে মদ্যপানকারীর শাসিত্ম
যদি কোন মদ্যপায়ীকে পাকড়াও করে আনা হয় আর জনগণ সাক্ষ্য দেয় যে, সে মদ পান করেছে অথবা তাকে নেশাগ্রসত্ম অবস্থায় আনা হয়েছে কিংবা তার মুখ থেকে মদ্যপানের গন্ধ পাওয়া যায় অথবা সে মদ্যপানের কথা স্বীকার করে তখন তার উপর হদ (শাসিত্ম) প্রয়োগ করতে হবে।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ ضَرَبَ فِي الْخَمْرِ بِالْجَرِيْدِ وَالنِّعَالِ وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِيْنَ وفى رواية أَنَّ النَّبِىَّ - كَانَ يَضْرِبُ فِى الْخَمْرِ بِالنِّعَالِ وَالْجَرِيْدِ أَرْبَعِيْنَ

আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মদ্যপানের জন্য খুরমা গাছের ডাল ও জুতার দ্বারা প্রহার করতেন এবং আবু বকর (রাঃ) ৪০ চাবুক মারতেন। [সহীহ বুখারী, হা/৬৭৭৩; সহীহ মুসলিম, হা/৪৫৫১; আবু দাউদ, হা/৪৪৮১; সহীহ ইবনে হিববান, হা/৪৪৪৯।] অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ ﷺ মদ্যপায়ীকে জুতা ও খেজুরের ডাল দ্বারা ৪০ বার প্রহার করতেন। [সহীহ মুসলিম, হা/৪৫৫৩; ইবনে মাজাহ, হা/২৫৭০; বায়হাকী, হা/১৭৩১১; মিশকাত, হা/৩৬১৫।]

সায়িব ইবনে ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ এর যুগে, আবু বকর (রাঃ) এর খিলাফতকালে ও উমর (রাঃ) এর খিলাফতের প্রারম্ভে মদ্যপায়ীকে উপস্থিত করতাম এবং আমাদের হাত, জুতা ও চাদর দ্বারা তার উপর শাস্তি প্রয়োগ করতাম। কিন্তু উমর (রাঃ) এর খিলাফতের শেষ পর্যায়ে এর ব্যতিক্রম ঘটে। তখন তিনি ৪০ চাবুক মারতেন। আর যখন তারা (মদ্যপায়ীরা) সীমা অতিক্রম করতে লাগল এবং পাপে লিপ্ত হতে শুরু করল, তখন তিনি ৮০ দোররা মারতে লাগলেন। [সহীহ বুখারী, হা/৬৭৭৯; মুসনাদে আহমাদ, হা/১৫৭৫৭; বায়হাকী, হা/১৭৩১৪; মিশকাত, হা/৩৬১৬।]

আবদুর রহমান ইবনে আযহার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একটি দৃশ্যকে আমি যেন এখনো চোখের সামনে দেখতে পাচ্ছি। আর তা হলো এই যে, একদা রাসূলুল্লাহ ﷺ এর নিকট এক ব্যক্তিকে এমন অবস্থায় উপস্থিত করা হলো, যখন সে মদ্যপান করছিল। তখন তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তাকে মারো। সুতরাং তাদের কেউ কেউ তাকে জুতা দ্বারা আবার কেউ কেউ লাঠি দ্বারা এবং কেউ কেউ খেজুর ডাল দ্বারা আঘাত করতে লাগলো।

বর্ণনাকারী ইবনে ওহাব বলেন, অত্র হাদীসে মীখা-এর অর্থ হলো খেজুরের কাঁচা ডাল। অতঃপর রাসূলুল্লাহ ﷺ স্বয়ং নিজেই জমিন হতে কিছু মাটি তুলে নিলেন এবং (ঘৃণা ও নিন্দার ছলে) তা তার মুখের মধ্যে নিক্ষেপ করলেন। [আবু দাউদ, হা/৪৪৮৯; মিশকাত, হা/৩৬২১।]

চতুর্থবার মদ্যপানকারীকে হত্যা করতে হবে :

عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِى سُفْيَانَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ --: إِذَا شَرِبُوا الْخَمْرَ فَاجْلِدُوْهُمْ ثُمَّ إِنْ شَرِبُوْا فَاجْلِدُوْهُمْ ثُمَّ إِنْ شَرِبُوْا فَاجْلِدُوْهُمْ ثُمَّ إِنْ شَرِبُوْا فَاقْتُلُوْهُمْ

মু‘আবিয়া ইবনে আবু সুফিয়ান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন কেউ মদ্যপান করে তখন তাকে দোররা মারো। তারপরও যদি পান করে তবে তাকে আবারও দোররা মারো। তারপরও যদি পান করে তবে তাকে আবারও দোররা মারো। তারপরও যদি পান করে তবে তাকে হত্যা করো। [আবু দাউদ, হা/৪৪৮৪; ইবনে মাজাহ, হা/২৫৭৩; মুসনাদে আহমাদ, হা/১২৯০৫; সহীহ ইবনে হিববান, হা/৪৪৪৬; মুসত্মাদরাকে হাকেম, হা/৮১১৭; বায়হাকী, হা/১৭২৭৮।]

মদ্যপান পরিহার না করলে তাদের সাথে যুদ্ধ করতে হবে :

عَنْ دَيْلَمٍ الْحِمْيَرِىِّ قَالَ سَأَلْتُ رَسُوْلَ اللهِ - - فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّا بِأَرْضٍ بَارِدَةٍ نُعَالِجُ فِيْهَا عَمَلًا شَدِيْدًا وَإِنَّا نَتَّخِذُ شَرَابًا مِنْ هٰذَا الْقَمْحِ نَتَقَوّٰى بِه عَلٰى أَعْمَالِنَا وَعَلٰى بَرْدِ بِلَادِنَا . قَالَ : هَلْ يُسْكِرُ . قُلْتُ نَعَمْ . قَالَ : فَاجْتَنِبُوْهُ . قَالَ قُلْتُ فَإِنَّ النَّاسَ غَيْرُ تَارِكِيْهِ ، قَالَ : فَإِنْ لَمْ يَتْرُكُوهُ فَقَاتِلُوهُمْ

দায়লাম হিময়ারী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমরা শীতপ্রধান দেশে বাস করি এবং সেখানে আমরা কঠোর পরিশ্রমের কাজ করি। আমরা গম দ্বারা (এক প্রকার) মদ তৈরি করি। তা পান করলে আমাদের দেহে শক্তি সঞ্চার হয় এবং (কঠিন কাজে) আমাদের শরীরে শক্তি যোগায়। (আর দেহ ও মনকে সতেজ ও চাঙ্গা করে তোলে) এবং আমাদের অঞ্চলের শীত হতে আত্মরক্ষা করি। রাসূলুল্লাহ ﷺ জিজ্ঞেস করলেন, তাতে কি নেশা হয়? আমি বললাম, হ্যাঁ- তাতে নেশা হয়। তখন তিনি বললেন, তা হতে বেঁচে থাকো অর্থাৎ তা পান করো না। আমি বললাম, আমাদের দেশের লোকেরা তা বর্জন করবে না। তখন তিনি বললেন, যদি তারা তা পরিহার না করে তবে তাদের সাথে যুদ্ধ করো। [আবু দাউদ, হা/৩৬৮৫; মুসনাদে আহমাদ, হা/১৮০৬৩; বায়হাকী, হা/১৭১৪৩; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৫৭৩; মিশকাত, হা/৩৬৫১।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন