hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২৩
সন্দেহ থেকে দূরে থাকুন
শরীয়তে অনেক জিনিস রয়েছে যা স্পষ্ট হারাম। আবার অনেক জিনিস রয়েছে যা স্পষ্ট হালাল। আর উভয়ের মধ্যে কিছু জিনিস রয়েছে যা সন্দেহ সৃষ্টিকারী। কুরআন-সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা যা জানতে পেরেছি তাতে ধূমপান যে হারাম এতে কোন সন্দেহ নেই। তারপরও কেউ যদি এটাকে হারাম মানতে রাজি না হয় তবে- এটা যে স্পষ্ট হালাল জিনিস নয় এ কথায় কারো দ্বিমত থাকার কথা নয়। আর যে জিনিস স্পষ্ট হালাল নয় বরং সন্দেহজনক- যাকে তারা মাকরূহ বলে থাকেন, সেটা থেকে দূরে থাকা ঈমানের দাবী। হাদীসে এসেছে,

عَنْ نُعْمَانَ بْنَ بَشِيْرٍ يَقُوْلُ : سَمِعْتُ رَسُوْلَ اللهِ يَقُوْلُ : اَلْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيْرٌ مِّنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِيْنِه وَعِرْضِه ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعٰى حَوْلَ الْحِمٰى يُوْشِكُ أَنْ يُّوَاقِعَه أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللهِ فِي أَرْضِه مَحَارِمُه أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّه ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّه أَلَا وَهِيَ الْقَلْبُ

নু’মান ইবনে বাশীর (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, হালাল ও হারাম প্রকাশ্য। তবে এ দু’য়ের মাঝে সন্দেহজনক কিছু বিষয় রয়েছে, যা অনেকেই জানে না। কাজেই যে ব্যক্তি এসব সন্দেহজনক বস্তু থেকে নিজেকে রক্ষা করবে, সে যেন স্বীয় দ্বীন ও সম্মান রক্ষা করল। পক্ষান্তরে যে ব্যক্তি ঐসব সন্দেহজনক বিষয়ে জড়িয়ে পড়বে, তার উদাহরণ ঐ রাখালের ন্যায়, যে কোন চারণভূমির আশেপাশে স্বীয় পশু চরায়। হতে পারে হঠাৎ করে তার জানোয়ারগুলো সরকারী চারণভূমিতে ঢুকেও পড়তে পারে। (জেনে রেখো) প্রত্যেক বাদশাহরই একটি চারণভূমি থাকে। তাই (হে সাহাবীগণ), সাবধান! (এ দুনিয়াতে) আল্লাহর চারণভূমি হলো তাঁর হারামকৃত বস্তুসমূহ। মানুষের শরীরে এমন একটি গোশতের টুকরা রয়েছে, যা ভালো থাকলে গোটা দেহ ভালো থাকবে। আর যখন তা বিনষ্ট হবে তখন গোটা দেহ বিনষ্ট হয়ে যাবে। মনে রাখবে, তা হলো ক্বলব। [সহীহ বুখারী, হা/৫২; সহীহ মুসলিম, হা/৪১৭৮; আবু দাউদ, হা/৩৩৩১-৩২; ইবনে মাজাহ, হা/৩৯৮৪; দারেমী, হা/২৫৩১; মিশকাত, হা/২৭৬২।]

অতএব এ হাদীসের দিকে লক্ষ্য করে ধূমপান ছেড়ে দিন। তাহলে দ্বীন ও ঈমান হেফাযতে থাকবে। ইনশা-আল্লাহ!

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন