hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১২
মাদক প্রতিরোধের উপায়
সর্বনাশা মাদক বর্তমান সভ্যতার জন্য হুমকিস্বরূপ। মাদক নৈতিকতা বিরোধী কাজে মরণাস্ত্রের ন্যায় কাজ করছে। অতএব সর্বগ্রাসী এ ছোবল থেকে জাতিকে মুক্ত করে একটি কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর প্রভাব থেকে বাঁচার নিম্নোক্ত নীতিগুলো অনুসরণ করা অপরিহার্য :

কুরআন ও সুন্নাহর অনুসরণ :

মদ, মদের ব্যবহার, মাদক সংশ্লিষ্ট যত রকমের বাণী কুরআন ও সুন্নাহতে রয়েছে তা যেমন নিজে জানতে হবে, তেমনি জানাতে হবে সমাজের অন্যান্যদেরকেও। তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। কেননা একমাত্র ধর্মীয় অনুশাসনই মুক্তি দিতে পারে এ মরণছোবল থেকে।

সচেতনতা :

মাদক দ্রব্যের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। এটির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেহেতু এটি একটি সামাজিক অপরাধ, সেহেতু এর প্রতিরোধের দায়িত্বও সমাজের সুবিবেচক সদস্যদের উপর বর্তায়।

ঈমান :

প্রত্যেকটি মুসলমানকে ঈমানের বলে বলীয়ান হতে হবে। কোন ঈমানদার ব্যক্তি কোনক্রমেই মাদকদ্রব্য গ্রহণ কিংবা এতদসংশ্লিষ্ট গর্হিত কাজে যোগ দিতে পারে না।

সালাত :

সালাত মানুষকে ন্যায়ের পথে ও কল্যাণের পথে নিয়ে আসে। একজন সালাত আদায়কারী ব্যক্তি কখনোই মদ্যপায়ী হতে পারে না। আর সালাত মানুষের দেহ ও মনকে সকল প্রকার পাপ ও অশ্লীলতা থেকে দূরে রাখে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿اِنَّ الصَّلَاةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ﴾

নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে দূরে রাখে। (সূরা আনকাবূত- ৪৫)

সাওম :

রোযার মাধ্যমেও মদের মতো বাজে জিনিস থেকে দূরে থাকার ব্যাপারে অভ্যসত্ম হয়ে উঠা যায়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ ﷺ বলেন,

اَلصِّيَامُ جُنَّةٌ

অর্থাৎ রোযা হচ্ছে ঢালস্বরূপ। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৬৮২; সহীহ বুখারী, হা/১৮৯৩; সহীহ মুসলিম, হা/২৭৬১; আবু দাউদ, হা/২৩৬৫; নাসাঈ, হা/২২২৮; ইবনে মাজাহ, হা/১৬৩৯; জামেউস সগীর, হা/৭৩২৩।]

তাকওয়ার মাধ্যমে :

তাকওয়া একটি মহৎ গুণ। যে ব্যক্তি তাকওয়ার বলে বলীয়ান সে কখনোই মন্দকাজের চিমত্মা করতে পারে না। এমনকি মদ্যপানের মতো গর্হিত কাজ তাকওয়াশীল লোকের পক্ষে করা একেবারেই অসম্ভব। কারণ সে সর্বদায় আল্লাহর ভয়ে ভীত থাকে। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন,

﴿-وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوٰى فَاِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوٰى﴾

যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে এবং নিজেকে কুপ্রবৃত্তি হতে বিরত রাখে তার ঠিকানা হবে জান্নাত। (সূরা নাযিয়াত- ৪০)

পরিবারের ভূমিকা :

পরিবার সমাজ জীবনের প্রথম ভিত্তি। পরিবারেই সমত্মান প্রাথমিক ও সঠিক শিক্ষা পেয়ে থাকে। পরিবার প্রধান হিসেবে বাবা-মা তার সমত্মানদেরকে মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করবেন এবং সজাগ থাকবেন যেন সমত্মানরা অসৎসঙ্গ লাভ করে মাদকের দিকে ধাবিত না হয়।

মদ প্রসত্মুতকারী ও সরবরাহকারীর ভূমিকা :

মাদকদ্রব্য প্রসত্মুতকারী সংস্থা ও মাদকদ্রব্যের কাঁচামাল ও প্রযুক্তির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা এবং নিষিদ্ধ মাদক উদ্ভিদের চাষ বন্ধ করে বিকল্প ফসল উৎপাদনের চিমত্মা করতে হবে।

ইমামদের ভূমিকা :

মাদক প্রতিরোধে ইমামদের অনেক ভূমিকা রয়েছে। তারা নিজ নিজ মুসল্লিদেরকে মাদক সম্পর্কে সতর্ক করবেন এবং ইসলামে মদ্যপানকারীর ভয়াবহ পরিণতি সম্পর্কেও সাবধান করে দেবেন।

রাষ্ট্রের ভূমিকা :

মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করতে পারে একটি রাষ্ট্র। রাষ্ট্র মাদক বিরোধী আইন প্রণয়ন এবং তা যথাযথ বাসত্মবায়নের মাধ্যমে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র তার রাজ্যে মদ নিষিদ্ধ করার পাশাপাশি মদ উৎপাদন, আমদানীকরণ, ক্রয়-বিক্রয় ইত্যাদি সংশ্লিষ্ট সবকিছু অবৈধ ঘোষণা করবে এবং ইসলামের বিধান অনুযায়ী শাসিত্মর ব্যবস্থা গ্রহণ করবে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন