hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

নেশাজাত দ্রব্যের বিধান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১১
পরকালে মদ্যপানকারীর পরিণাম
যে ব্যক্তি দুনিয়াতে মদ্যপান করবে সে আখিরাতে তা পান করতে পারবে না :

عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ : ‏ كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ لَمْ يَشْرَبْهَا فِي الْاٰخِرَةِ ‏

ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যা কিছু নেশা তৈরি করে তা-ই মদ। আর নেশাজাত সকল দ্রব্যই নিষিদ্ধ। যে লোক দুনিয়াতে মদ্যপান করবে এবং তওবা না করেই এ অবস্থায় মৃত্যুমুখে পতিত হবে, সে আখিরাতে তা পান করতে পারবে না। [সহীহ মুসলিম, হা/৫৩৩৬; আবু দাউদ, হা/৩৬৮১; তিরমিযী, হা/১৮৬১।]

যে ব্যক্তি নেশাযুক্ত জিনিস পান করবে তাকে ‘‘তীনাতুল খাবাল’’ পান করানো হবে :

عَنْ جَابِرٍ أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ جَيْشَانَ - وَجَيْشَانُ مِنَ الْيَمَنِ - فَسَأَلَ النَّبِىَّ - - عَنْ شَرَابٍ يَشْرَبُوْنَه بِأَرْضِهِمْ مِنَ الذُّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ النَّبِىُّ -- : أَوَمُسْكِرٌ هُوَ . قَالَ نَعَمْ . قَالَ رَسُولُ اللهِ -- -: كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَه مِنْ طِينَةِ الْخَبَالِ . قَالُوْا يَا رَسُوْلَ اللهِ وَمَا طِيْنَةُ الْخَبَالِ قَالَ : عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ

জাবির (রাঃ) হতে বর্ণিত। একদা জাইশান থেকে জনৈক লোক আগমন করলো। আর জাইশান হচ্ছে, ইয়ামানের একটি অঞ্চল। অতঃপর সে নবী ﷺ কে তাদের অঞ্চলে শস্য দিয়ে প্রসত্মুতকৃত ‘মিয্র’ নামক মদ্যপান করা সম্পর্কে জিজ্ঞেস করলো। নবী ﷺ বললেন, এটা কি নেশা তৈরি করে? সে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ ﷺ আরো বললেন, নেশা উদ্রেক করে এমন সবই নিষিদ্ধ। আল্লাহ তা‘আলা ওয়াদা করেছেন, যে ব্যক্তি নেশাযুক্ত জিনিস পান করবে তাকে তিনি ‘‘তীনাতুল খাবাল’’ পান করিয়ে ছাড়বেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! তীনাতুল খাবাল কী? তিনি বললেন, জাহান্নামবাসীদের ঘাম বা মলমূত্র। [সহীহ মুসলিম, হা/৫৩৩৫; নাসাঈ, হা/৫৭০৯; মুসনাদে আহমাদ, হা/১৪৯২৩; মিশকাত, হা/৩৬৩৯।]

মদ্যপানকারী কিয়ামতের দিন মূর্তিপূজকদের সাথে মিলিত হবে :

عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ  : مَنْ لَقِيَ اللهَ مُدْمِنَ خَمْرٍ لَقِيَه كَعَابِدِ وَثَنٍ

ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে মদ্যপানকারী অবস্থায় সাক্ষাৎ করবে সে আল্লাহর সাথে মূর্তিপূজকের মতো সাক্ষাৎ করবে। [সহীহ ইবনে হিববান, হা/৫৩৪৮; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২৩৬৪; শু‘আবুল ঈমান, হা/৫২০৮।]

নিত্য মদ্যপানকারীর জন্য জান্নাত হারাম :

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنَّانٌ وَلَا عَاقٌّ وَلَا مُدْمِنُ خَمْرٍ

আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) রাসূলুল্লাহ ﷺ হতে বর্ণনা করেন। তিনি বলেন, উপকার করে খোঁটাদানকারী, মাতাপিতার অবাধ্য ও মদ্যপানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। [নাসাঈ, হা/৫৬৭২; সহীহ ইবনে হিববান, হা/৩৩৮৪; দারেমী, হা/২০৯৪; মিশকাত, হা/৩৬৫৩।]

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তিন শ্রেণির লোকের জন্য আল্লাহ তা‘আলা জান্নাত হারাম করে দিয়েছেন। নিত্য মদ্যপানকারী, পিতামাতার অবাধ্য ও দাইউস অর্থাৎ যে ব্যক্তি তার পরিবারের কুকর্মকে স্বীকৃতি দেয়। [মুসনাদে আহমাদ, হা/৫৩৭২; জামেউস সগীর, হা/৫৩৬৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২৩৬৬; মিশকাত, হা/৩৬৫৫।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন