hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৩৪. কিতাবুল বুয়ূ (ক্রয়-বিক্রয়)

مختصر صحيح البخاري

/১৯ পরিচ্ছেদঃ আল্লাহর বাণীঃ যদি মুমিনদের দু’টি দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও (সূরা হুজরাতঃ ৯)

১০০২

সহিহ হাদিস
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كُنتُ مَعَ النَّبِيِّ (ﷺ) فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا، فَأَتَى عَلَيَّ النَّبِيُّ (ﷺ) فَقَالَ: (جَابِرٌ؟). فَقُلْتُ : نَعَمْ، قَالَ: (مَا شَأْنُكَ؟). قُلْتُ : أَبْطَأَ عَلَيَّ جَمَلِي وَأَعْيَا فَتَخَلَّفْتُ، فَنَزَلَ يَحْجُنُهُ بِمِحْجَنِهِ، ثُمَّ قَالَ: (أَرْكَبْ). فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُهُ أَكْفُهُ عَنْ رَسُولِ اللهِ (ﷺ) قَالَ: (تَزَوَّجْتَ؟). قُلْتُ : نَعَمْ، قَالَ : (بِكْرًا أَمْ ثَيْبا؟). قُلْتُ : بَلْ ثَيْبًا ، قَالَ : (أَفَلاَ جَارِيَةٌ تُلاعِبُهَا وَتُلاعِبُكَ؟). قُلْتُ: إِنَّ لي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةٌ تَجْمَعُهُنَّ وَتَمْشُطُهُنَّ، وتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: أَمَّا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ فَالْكَيْسَ الْكَيْسَ). ثُمَّ قَالَ: (أَتَبيعُ جَمَلَكَ؟). قُلْتُ: نَعَمْ، فَاشْتَرَاهُ مِنِّي بأُوقِيَّة، ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ (ﷺ) قَبْلِي، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْنَا إِلَى المَسْجِدِ فَوَجَدْتُهُ عَلَى بَابِ المَسْجِدِ، قَالَ : (الآنَ قَدِمْتَ ؟). قُلْتُ: نَعَمْ، قَالَ: (فَدَعْ جَمَلَكَ، فَادْخُلْ، فَصَلِّ رَكْعَتَيْنِ). فَدَخَلْتُ فَصَلَّيْتُ، فَأَمَرَ بِلاَلا أَنْ يَزِنَ لي أُوقِيَّةٌ، فَوَزَنَ لِي بِلَالٌ فَأَرْجَحَ فِي الْمِيزَانِ، فَانْطَلَقْتُ حَتَّى وَلَّيْتُ، فَقَالَ : (ادْعُ لِي جَابِرًا). قُلْتُ: الْآنَ يَرُدُّ عَلَيَّ الجَمَلَ، وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ، قَالَ : (خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ) .

জাবের বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ এক যুদ্ধে আমি নবী (ﷺ)-এর সাথে ছিলাম। আমার উট ধীরে চলছিল এবং ক্লান্ত হয়ে গিয়েছিল। নবী (ﷺ) আমার কাছে এসে বললেনঃ তুমি কি জাবের? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ তোমার কি হয়েছে? আমি বললামঃ আমার উট ধীর গতিতে হাঁটছে এবং এটি ক্লান্ত হয়ে গেছে। তাই আমি পিছনে পড়ে গেছি। এ কথা শুনে তিনি নীচে অবতরণ করলেন এবং উটটিকে লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন। অতঃপর তিনি বললেনঃ আরোহন কর। আমি আরোহন করলাম। এরপর আমি দেখলামঃ আমি উটকে টেনে ধরে রাখছি। যাতে রাসূলুল্লাহ (ﷺ) কে অতিক্রম করতে না পারে।

এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞেস করলেনঃ তুমি কি বিয়ে করেছ? আমি বললামঃ হ্যাঁ, বিয়ে করেছি। তিনি বললেনঃ কুমারী না বিধবা। আমি বললামঃ বিধবা। তিনি বললেনঃ তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তুমি তার সাথে খেলা-ধুলা (আনন্দ-ফুর্তি) করতে। সেও তোমার সাথে খেলা-ধুলা (আনন্দ-ফুর্তি) করত। আমি বললামঃ আমার অনেক গুলো বোন রয়েছে। তাই আমি চাইলাম এমন একজন মহিলাকে বিয়ে করি যে তাদেরকে একত্রিত করে রাখবে, তাদের মাথায় চিরুনী করে দিবে এবং তাদের দেখাশুনা করবে।

নবী (ﷺ) বললেনঃ তুমি তো বাড়ী যাচ্ছ। সুতরাং যখন তুমি ঘরে পৌঁছবে সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে কাজ করবে। অতঃপর নবী (ﷺ) বললেনঃ তুমি কি তোমার উটটি বিক্রয় করবে? আমি বললামঃ হ্যাঁ বিক্রয় করব। তিনি এক উকীয়ার বিনিময়ে উটটি আমার নিকট থেকে খরীদ করে নিলেন। অতঃপর নবী (ﷺ) আমার আগেই মদীনায় পৌছে গেলেন। আর আমি পরের দিন সকালে পৌছলাম। আমরা মসজিদে গিয়ে তাঁকে মসজিদের দরজার নিকট পেলাম। তিনি বললেনঃ এখন আসলে না কি? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ উটটি রেখে মসজিদে প্রবেশ করে দু'রাকআত নামায আদায় কর। আমি মসজিদে গিয়ে দু'রাকআত নামায আদায় করলাম। ঐ দিকে বেলালকে আমার জন্য এক উকীয়া রৌপ্য ওজন করতে বললেন। সে আমার জন্য রৌপ্য ওজন করল এবং কিছু বেশী দিয়ে দিল। আমি তা নিয়ে চলে যেতে লাগলাম। তিনি বললেনঃ জাবেরকে আমার কাছে ডেকে আন। আমি তখন মনে মনে বললামঃ এখন সম্ভবতঃ তিনি আমাকে উট ফেরত দিবেন। আর এর চেয়ে অপছন্দনীয় বিষয় তখন আমার কাছে অন্য কিছু ছিলনা। তিনি বললেনঃ তোমার উট নিয়ে যাও এবং তার মূল্যও নিয়ে যাও। (আলোকিত প্রকাশনীঃ ৯৮০)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন