hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

বিদআতের পরিচয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৪৬
৩. জামাআত শুরু হয়ে গেলে আর সুন্নাত পড়া শুদ্ধ নয়
অনেক মসজিদেই দেখা যায় যে, ইকামত শেষ হয়ে যাওয়ার পরও কিছু কিছু মুসল্লি সুন্নাত সালাত আদায় করে যাচ্ছেন। এরূপ করা সুন্নাতের বিপরীত। সহীহ হাদীস অনুযায়ী বিশুদ্ধ নিয়ম হচ্ছে, ইকামত দেয়ার সাথে সাথেই জামাআতের জন্য কাতারবদ্ধ হওয়া। হাদীসে এসেছে,

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ - - قَالَ إِذَا أُقِيْمَتِ الصَّلَاةُ فَلاَ صَلاَةَ إِلَّا الْمَكْتُوْبَةُ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেন, যখন সালাতের জন্য ইকামত দেয়া হয়, তখন কেবল ফরয সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই। [সহীহ মুসলিম, হা/৭১০; সহীহ ইবনে হিববান, হা/২৪৭০; সুনানে সানাঈ, হা/৮৬৬; তিরমিযী, হা/৪২১; আবু দাউদ, হা/১২৬৮; ইবনে মাজাহ, হা/১১৫১।]

অপর হাদীসে এসেছে,

عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ أَنَّ رَسُولَ اللّٰهِ -رَأَى رَجُلًا وَقَدْ أُقِيمَتْ الصَّلَاةُ يُصَلِّي رَكْعَتَيْنِ فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللّٰهِ -لَاثَ بِهِ النَّاسُ وَقَالَ لَهُ رَسُولُ اللّٰهِ - الصُّبْحَ أَرْبَعًا الصُّبْحَ أَرْبَعًا

আবদুল্লাহ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। একদা সালাতের ইকামাত দেয়ার পরও রাসূলুল্লাহ ﷺ এক ব্যক্তিকে দেখতে পেলেন সে দু’রাক‘আত সালাত আদায় করছে। সালাত শেষে রাসূলুল্লাহ ﷺ যখন সাহাবীদের দিকে ফিরে দাঁড়ালেন, তখন লোকেরা তাঁকে ঘিরে দাঁড়াল। আর রাসূলুল্লাহ ﷺ তাকে লক্ষ্য করে বললেন, ফজরের সালাত কি চার রাকআত? ফজরের সালাত কি চার রাকআত? [সহীহ বুখারী, হা/৬৬৩।]

কারো সুন্নাত পড়ার সময় যদি ইকামত হয়ে যায়, তাহলে সুন্নাত ছেড়ে দিয়ে জামাআতে শামিল হয়ে যাবে। সালাত ছাড়ার সময় সালাম ফিরানোর প্রয়োজন নেই। বরং নিয়ত বাতিল করলেই সালাত থেকে বের হওয়া যাবে।

ফজরের সুন্নাত হলেও জামাআতের ইকামত শোনার পর তা আর পড়া ঠিক নয়।

বিশুদ্ধমতে ফজরের ফরয আদায়ের পর পূর্বের দু’রাক‘আত সুন্নাত আদায় করা যাবে। এটা ফজরের পর সালাত আদায়ের নিষিদ্ধতার অন্তর্ভুক্ত নয়। তবে সুযোগ থাকলে এবং ভুলে যাওয়ার আশঙ্কা না থাকলে সূর্য উঠার পর আদায় করা উত্তম। [ফতওয়ায়ে আরকানুল ইসলাম, ফাতওয়া নং/২৮৫।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন