hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী

মুত্তাকী হয়ে জান্নাত পেতে চাইলে কুরআন বুঝে পড়তে হবে
মুত্তাকী হতে চাইলে অবশ্যই আল কুরআন বুঝতে হবে বা বুঝে বুঝে পড়তে হবে। এছাড়া বিকল্প কোন পথ নেই। কেউ বলতে পারেন মুত্তাকী কারা? সহজ উত্তর হলো, যার ভিতরে তাকওয়া (আল্লাহর ভয়) আছে সে-ই মুত্তাকী। তাই তাকওয়া (আল্লাহভীতি বা আল্লাহ সচেতনতা) থাকলেই মুত্তাকী হতে পারবে। তবে সঠিক ইলম (জ্ঞান) না থাকলে মুখে মুখে আল্লাহর ভয়ের কথা বলে বা পোশাকে মুত্তাকী ভাব প্রকাশ করলেই কোন লাভ নেই। ইলম আর তাকওয়া মূলত একে অপরের সম্পূরক। পরস্পরের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। আমল ছাড়া ঈমান বা ঈমান ছাড়া আমলের যেমন মূল্য নেই, তেমনি ইলম ছাড়া তাকওয়া আর তাকওয়া ছাড়া ইলমেরও কোন মূল্য নেই। আর এই ইলম মূলত শরিয়তের ইলম যার প্রধান উৎস আল কুরআন। মূলত বান্দাকে মুত্তাকী বানানোর জন্যই আল্লাহ কুরআন নাযিল করেছেন। কুরআন দিয়েই তিনি সঠিক পথটি দেখিয়ে দিয়েছেন, কুরআনের মাধ্যমেই উপদেশ দিয়েছেন, দিয়েছেন আদেশ-নিষেধ। আল্লাহর উপদেশ গ্রহণ করে সঠিক পথে চলা আর তাঁর আদেশ-নিষেধ মানার মাধ্যমেই বান্দা মুত্তাকী হতে পারে। আর তার আদেশ নিষেধ, উপদেশ জানার জন্য অবশ্যই বান্দাকে কুরআন বুঝে বুঝে পড়তে হবে। শুধু মুত্তাকী হতে চাইলে তাদের জন্যই নয় বরং আমরা নিচের আয়াতগুলোর মাধ্যমে জানবো যে, একজন ব্যক্তিকে প্রকৃত/সত্যিকারের ভালো মুমিন ও ভালো মুসলিম হওয়ার জন্য কুরআন বুঝে পড়া কতটা দরকার। এবিষয়ে মহান আল্লাহ তা‘আলা কুরআনুল হাকীমে নিজেই বলেছেনঃ

شَهْرُ رَمَضَانَ الَّذِيْۤ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ

রমযান মাস, যে মাসে নাযিল করা হয়েছে কুরআন, যাতে আছে হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা ও যা সত্য মিথ্যার পার্থক্যকারী... (সূরা ২/বাকারাঃ১৮৫)।

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِيْ لِلَّتِيْ هِيَ اَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصَّالِحَاتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا

নিশ্চয় এই কুরআন এমন একটা পথ দেখিয়ে দেয় যা সবচেয়ে সহজ এবং সৎকর্মশীল মুমিনদেরকে এই মর্মে সুসংবাদ দেয় যে, তাদের জন্য আছে মহা পুরস্কার। (সূরা ১৭/বনি ইসরাঈলঃ৯)

الٓرٰ۫ كِتَابٌ اَنْزَلْنَاهُ اِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ اِلَى النُّوْرِ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِ

আলিফ লাম রা, আমিতো এই কিতাব এই জন্য নাযিল করেছি যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পার তোমার রবের অনুমতিক্রমে যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। (সূরা ১৪/ইবরাহিমঃ১৪)

اِنَّاۤ اَنْزَلْنَاهُ قُرْاٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ

আমি একে আরবি ভাষায় কুরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার। (সূরা ১২/ইউসুফঃ২)।

وَلَقَدْ صَرَّفْنَا فِيْ هٰذَا الْقُرْاٰنِ لِيَذَّكَّرُوْا

আমি এই কুরআনে নানানভাবে বুঝিয়েছি, যাতে তারা চিন্তা গবেষণা করে (সূরা ১৭/বনি ইসরাইলঃ৪১)।

وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِيْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ

আমি এই কুরআনে মানুষকে বিভিন্ন উপমা দিয়ে সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি (সূরা ১৭/বনি ইসরাইলঃ৮৯, সূরা ১৮/কাহাফঃ৫৪)।

وَقُرْاٰنًا فَرَقْنَاهُ لِتَقْرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَّنَزَّلْنَاهُ تَنْزِيْلًا

আমি কুরআনকে থেমে থেমে পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি, যাতে আপনি একে লোকদের কাছে ধীরে ধীরে পাঠ করেন এবং আমি একে যথাযথভাবে অবতীর্ণ করেছি। (সূরা ১৭/বনি ইসরাইলঃ১০৬)।

শুধু উম্মতে মুহাম্মাদীর জন্যই নয় বরং পূর্ববর্তী উম্মতদের জন্যও তাদেরকে মুত্তাকী হওয়ার জন্য এভাবে আল্লাহ হিদায়াত, আলো, উপদেশ পাঠিয়েছিলেন।

সুতরাং শুধু মুত্তাকীই নয় বরং একজন ভাল মুমিন, ভাল মুসলিম হতে হলে আল কুরআনুল কারীম বুঝে বুঝে পড়তেই হবে। আর কুরআন বুঝা বা কুরআন বুঝে বুঝে পড়া মোটেও কঠিন কোন কাজ নয়। বরং কুরআন বুঝা খুবই সহজ। বিশেষ করে যিনি মুত্তাকী হিসেবে কিয়ামতের দিন আল্লাহর কাছে পুরস্কার পেতে আগ্রহী তাকে অবশ্যই কুরআন বুঝে পড়তে হবে। এক্ষেত্রে ইখলাসের সঠিক চেষ্টা করার পাশাপাশি আল্লাহর কাছে দু‘আ করলে আল্লাহ অবশ্যই সহজ করে দিবেন ইন-শা-আল্লাহ।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন