মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
আসসালামু আলাইকুম, Hadith.one বন্ধ হওয়ার ঝুঁকিতে! আমাদের সার্ভারের মেয়াদ ১১ অক্টোবর ২০২৫ এ শেষ হবে, এবং এবং ওয়েবসাইট টি চালানোর জন্য আমাদের কোনো ফান্ড নেই।
🌟 আপনার দান এই প্ল্যাটফর্মকে বাঁচাতে পারে এবং প্রতিটি হাদিস পড়ার মাধ্যমে সদকাহ জারিয়ার অংশীদার হতে পারেন!
🔗 অনুগ্রহ করে আপনার দানের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটি চালিয়ে নিতে সাহায্য করুন!
জাযাকাল্লাহু খাইরান!
যেসব কাজ বিভিন্ন প্রথা ও রেওয়াজের ভিত্তিতে করা হয় এবং যা শরীয়াত অনুমোদিত ও সমর্থিত নয় এরূপ কাজকে কুসংস্কার বলা হয়। কুসংস্কার আজ সমাজে এতই প্রভাব বিস্তার করেছে যে, পদে পদে অসংখ্য কুসংস্কার আমাদেরকে ঘিরে রেখেছে। অনেক মানুষ নিজেদেরকে মুসলিম বলে দাবী করেও কুসংস্কার মেনে চলাকে অপরিহার্য বলে মনে করে। কুসংস্কার সমাজ ও জাতির জন্য মারাত্মক ব্যাধি। একে পরিত্যাগ করা অপরিহার্য। কিন্তু আমাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, বিবাহ-শাদী, আচার-অনুষ্ঠান তথা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের কুসংস্কারে আচ্ছন্ন। আমরা এখনও তা থেকে মুক্ত হতে পারিনি; অথচ কুসংস্কারাচ্ছন্ন আরবরা ইসলামের পরশ পেয়ে ইসলামের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে সারা বিশ্বকে আলোকিত করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, হিন্দুয়ানা অনেক কুসংস্কার এখনও এদেশের মুসলিমদের ঘাড়ে চেপে আছে।
সমাজে প্রচলিত কুসংস্কার মেনে চলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তা‘আলা বলেন,
যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবনব্যবস্থার অনুসরণ করবে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না; আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। (সূরা আলে ইমরান- ৮৫)
বিজাতির অনুসরণ না করার জন্য নবী ﷺ সতর্কবাণী করেছেন :
আবু সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী ﷺ হতে বর্ণনা করেন। তিনি বলেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থাগুলো (এমনভাবে) অনুসরণ করবে যে, এক এক বিঘত এক এক হাত পরিমাণও ব্যবধান হবে না। এমনকি তারা যদি গুই সাপের গর্তেও ঢুকে থাকে, তাহলে তোমরাও তাতে ঢুকবে। বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! ইয়াহুদী ও নাসারাদের? তিনি বললেন, তবে আর কারা হবে? [সহীহ বুখারী, হা/৭৩২০; ইবনে মাজাহ, হা/৩৯৯৪; মুসনাদে আহমাদ, হা/৯৮১৮; সিলসিলাহ সহীহাহ, হা/১৩৪৮।]
আবু ওয়াকীদ আল লাইসী (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন খায়বারের উদ্দেশ্যে বের হলেন তখন তিনি এমন একটি গাছের নিকট দিয়ে অতিক্রম করলেন যার নাম ছিল ‘‘যাতে আনওয়াত’’। মুশরিকরা এ গাছের সাথে তাদের অস্ত্র-শস্ত্র ঝুলিয়ে রাখত। তখন কতক লোক বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের জন্যও এরকম একটি গাছ নির্ধারণ করুন যেমন তাদের জন্য রয়েছে। তখন নবী ﷺ বললেন, তোমাদের এ কথাটি মূসা (আঃ) এর সম্প্রদায়ের কথার মতো। তারা বলেছিল, আমাদের জন্য একটি উপাস্য তৈরি করুন যেমন তাদের উপাস্য রয়েছে। ঐ সত্তার কসম, যার হাতে আমার জীবন! তোমরা অচিরেই তোমাদের পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকবে। [তিরমিযী, হা/২১৮০; মুসনাদে আহমাদ, হা/২১৯৫০; ইবনে হিববান, হা/৬৭০২; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১১১২১; মু‘জামুল কাবীর লিত ত্বাবারানী, হা/৩২১৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৩৮৫৩০।]
অপর হাদীসে বর্ণিত আছে, নবী ﷺ বলেছেন,,
لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا
যে ব্যক্তি বিজাতির অনুসরণ করে সে আমাদের অর্থাৎ মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত নয়। [তিরমিযী, হা/২৬৯৫।]
ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে। [আবু দাউদ, হা/৪০৩৩।]
সোশ্যাল মিডিয়ায় হাদিস শেয়ার করুন
Or Copy Link
https://hadith.one/bn/book/274/32
রিডিং সেটিংস
Bangla
English
Bangla
Indonesian
Urdu
System
System
Dark
Green
Teal
Purple
Brown
Sepia
আরবি ফন্ট নির্বাচন
Kfgq Hafs
Kfgq Hafs
Qalam
Scheherazade
Kaleel
Madani
Khayma
অনুবাদ ফন্ট নির্বাচন
Kalpurush
Kalpurush
Rajdip
Bensen
Ekushe
Alinur Nakkhatra
Dhakaiya
Saboj Charulota
Niladri Nur
22
17
সাধারণ সেটিংস
আরবি দেখান
অনুবাদ দেখান
রেফারেন্স দেখান
হাদিস পাশাপাশি দেখান
এই সদাকা জারিয়ায় অংশীদার হোন
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।