hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক

১. কোরআনের চ্যালেঞ্জ
সকল সংস্কৃতিতে, সাহিত্য ও কবিতা মানুষের ভাবাবেগ এবং সৃজনশীলতা প্রকাশের উপায় হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্ব এমন একটি যুগ অবলোকন করেছে যখন সাহিত্য ও কবিতা গর্বের মর্যাদা লাভ করেছিল, যেমন বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তি অর্জন করেছে।

মুসলমানরা তো বটেই এমনকি অমুসলিমরা পর্যন্ত স্বীকার করেছে যে, কোরআন হচ্ছে চমৎকার এক আরবি সাহিত্য– ভূপৃষ্ঠে এটা সর্বোৎকৃষ্ট আরবি সাহিত্য। আল্লাহর নিকট থেকে কোরআন মানবজাতিকে নিম্নোক্ত আয়াতে অনুরূপ গ্রন্থ রচনায় চ্যালেঞ্জ দিয়েছে–

وَ اِنۡ کُنۡتُمۡ فِیۡ رَیۡبٍ مِّمَّا نَزَّلۡنَا عَلٰی عَبۡدِنَا فَاۡتُوۡا بِسُوۡرَۃٍ مِّنۡ مِّثۡلِہٖ ۪ وَ ادۡعُوۡا شُہَدَآءَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ . فَاِنۡ لَّمۡ تَفۡعَلُوۡا وَ لَنۡ تَفۡعَلُوۡا فَاتَّقُوا النَّارَ الَّتِیۡ وَقُوۡدُہَا النَّاسُ وَ الۡحِجَارَۃُ ۚۖ اُعِدَّتۡ لِلۡکٰفِرِیۡنَ

অর্থ : আর আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে তোমাদের যদি কোন সন্দেহ থাকে, তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে আস। এক আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকরীদেরও সাথে নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। আর যদি তা না পার– অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে জাহান্নামের ঐ আগুনকে ভয় কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। (সূরা বাক্বারা : ২৩-২৪)

এখানে কোরআনের অন্তর্ভুক্ত সূরাগুলোর ন্যায় যেকোন একটি সূরা (অধ্যায়) রচনা করার জন্য কোরআন চ্যালেঞ্জ দিয়েছে। কোরআনের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জের পুনরাবৃত্তি হয়েছে। সৌন্দর্য, বাচনভঙ্গি, গভীরতা এবং মর্মার্থের দিক বিবেচনায়, কোরআনের সূরার সমপর্যায়ের হওয়ার মত অন্য একটি সূরা তৈরির চ্যালেঞ্জ অদ্যাবধি চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।

সর্বশ্রেষ্ঠ কাব্যিক ভাষায় পৃথিবীকে চ্যাপ্টা হিসেবে যে ধর্মগ্রন্থ বর্ণনা করে, তা বর্তমান যুগের আধুনিক জ্ঞানসম্পন্ন মানুষ কখনই গ্রহণ করবে না। কারণ, আমরা এমন এক যুগে বাস করি, যেখানে মানবিক কারণ, যুক্তি এবং বিজ্ঞানকে প্রাধান্য দেয়া হয়। কোরআনের অভূতপূর্ব চমৎকার ও সাবলীল ভাষার জন্য অনেকেই এটাকে আল্লাহর গ্রন্থ হিসেবে মেনে নিতে চাইবে না। আল্লাহর গ্রন্থ হবার দাবিদার কোন গ্রন্থকে অবশ্যই তার নিজস্ব কারণ এবং যুক্তির ওপর গ্রহণযোগ্য হতে হবে।

প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী আলবার্ট আইনস্টাইনের মতে, ‘ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ।’ সুতরাং আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে যে, কোরআন এবং আধুনিক বিজ্ঞান কি সুসঙ্গত না অসঙ্গত?

কোরআন বিজ্ঞানের কোন বই নয় বরং এটি হচ্ছে নিদর্শনের বই, যেমন ; আয়াত (যার অর্থ হচ্ছে– নিদর্শন) কোরআনে ছয় হাজারেরও বেশি নিদর্শন বা আয়াত রয়েছে যার মধ্যে থেকে এক হাজারেরও বেশি আয়াত বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করেছে।

আমরা সকলেই জানি যে, বিজ্ঞান অধিকাংশ সময় সিদ্ধান্ত পরিবর্তন করে। এ বইতে আমি শুধু প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য নিয়ে আলোচনা করেছি, যা কল্পনা বা ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠা কোন তত্ত্ব বা কল্পনা নয় এবং যা প্রমাণিত হয় নি এমন কোন বিষয়ও নয়।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন