hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫৪
সূরা ফাতিহার মূল শিক্ষা
সূরা ফাতিহা থেকে আমরা যেসব শিক্ষা লাভ করতে পারি তা হলো :

১. যেকোনো ভালো কাজ আলস্নাহর নামে শুরম্ন করতে হবে।

২. সর্বাবস্থায় একমাত্র আলস্নাহর প্রশংসা করতে হবে। কেননা তিনিই হচ্ছেন সকল প্রশংসার মালিক এবং সমসত্ম প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র তিনিই।

৩. আলস্নাহর একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং কাজে-কর্মে তা বাসত্মবায়ন করতে হবে।

৪. আলস্নাহর গুণবাচক নামগুলোর স্বীকৃতি দিতে হবে; কেননা এই প্রত্যেকটি গুণই আলস্নাহর জন্য যথার্থ।

৫. বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং এও বিশ্বাস করতে হবে যে, ঐ দিনের একচ্ছত্র অধিপতি হচ্ছেন একমাত্র আলস্নাহ তা’ আলা। সেদিন তার হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলবে না।

৬. আলস্নাহর গুণবাচক নাম দ্বারা প্রার্থনা করতে হবে। কেননা এসব নাম দ্বারা প্রার্থনা করলে আলস্নাহ কবুল করেন।

৭. একমাত্র আলস্নাহর ইবাদত করতে হবে। কেননা তিনিই হচ্ছেন ইবাদত পাওয়ার একমাত্র হকদার।

৮. আলস্নাহর ইবাদতে কাউকে শরীক করা যাবেনা । কেননা এটি হচ্ছে বড় ধরনের গুনাহ।

৯. আলস্নাহ তা’আলা স্বয়ংসম্পূর্ণ এবং মানুষ তার মুখাপেক্ষা। এ কারনে বান্দাকে তাঁর কাছেই সাহায্য চাইতে হবে।

১০. একমাত্র আলস্নাহ তা’আলার কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে এবং কোনোকিছু চাইতে হলে আলস্নাহর কাছেই চাইতে হবে।

১১. আলস্নাহ তা’আলার কাছেই হেদায়াত প্রার্থনা করতে হবে; কেননা হেদায়াতের মালিক একমাত্র তিনিই।

১২. সরল সঠিক পথে চলার জন্য আলস্নাহর কাছে তাওফীক কামনা করতে হবে। কেননা আলস্নাহকে পাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে এটিই। এছাড়া যত পথ আছে সবগুলো শয়তানর পথ- সেগুলো ভ্রষ্টতায় পরিপূর্ণ।

১৩. একথা বিশ্বাস করতে হবে যে, আলস্নাহ তা‘আলা কিছু বিশেষ বান্দাকে নিয়ামত প্রদান করে অনুগ্রহ করে থাকেন। সুতরাং সর্বদা সেসব বান্দাদের অমত্মর্ভূক্ত হওয়ার চেষ্টা করতে হবে।

১৪. সর্বদা সvকর্মশীল বান্দাদের অনুসরণ করতে হবে। তাহলে আলস্নাহর নিয়ামাত পাওয়ার আশা করা যেতে পারে।

১৫. অসvব্যাক্তিদেও অনুসরণ করা যাবেনা। কেননা তারা মানুষকে কেবল অসv পথেই পরিচালিত কওে থাকে, অবশেষে তাকে জাহান্নামে পৌঁছে দেয়।

১৬. সর্বক্ষেত্রে ইয়াহুদি ও খ্রিস্টানদের অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। কেননা তারা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে। আর তারা হচ্ছে মুমিনদের অন্যতম শত্রম্ন।

১৭. আলস্নাহর ক্রোধ থেকে আশ্রয় চাইতে হবে। কেননা আলস্নাহ তা’আলা যার উপর ক্রোধান্বিত হন, তার ধ্বংস অনিবার্য।

১৮. আলস্নাহর কাছে পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। এজন্য সবসময় এ দু’আটি আমাদেরকে পাঠ করতে হবে,

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

উচ্চারণ : রাববানা লা তুযিগ কুলূবানা বা‘দা ইয হাদাইতানা ওয়াহাব্লানা মিলস্নাদুনকা রাহমাহ, ইন্নাকা আনতাল ওয়াহ্হা-ব।

অর্থ : হে আমাদের প্রতিপালক! হেদায়াত দানের পর আপনি আমাদের অমত্মরগুলোকে বাঁকা করে দেবেন না, আমাদেরকে আপনার নিকট হতে রহমত দান করম্নন, অবশ্যই আপনি মহান দাতা। (সূরা আলে ইমরান- ৮)

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي بِنِعْمَتِه تَتِمُّ الصَّالِحَاتُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন