১
কিতাবের নাম/ লেখক/ অনুবাদক/ সম্পাদক
২
প্রশ্ন-১. সব মানবধর্মই ভালো জিনিসের শিক্ষা দেয়, তারপরেও কোনো ব্যক্তির ইসলামের অনুসরণ করতে হবে কেন? কেন তিনি অন্য কোনো ধর্মের অনুসরণ করতে পারবেন না?
৩
প্রশ্ন-২. ইসলাম মূর্তি পূজা নিষিদ্ধ করে, তবে মুসলমানগণ নিজেদের ইবাদতের ক্ষেত্রে কা'বাকে সামনে রাখে কেন এবং কা'বার পূজা কেন করে?
৪
প্রশ্ন-৩ মুসলমানগণ কীভাবে ইসলামকে শান্তি ও নিরাপত্তার ধর্ম বলে অথচ ইসলাম তরবারির দ্বারা প্রসার লাভ করেছে?
৫
প্রশ্ন-৪ মুসলমানদের অধিক হারে মৌলবাদী ও একমুখী দেখা যায় কেন?
৬
প্রশ্ন-৫. ইসলাম এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে?
৭
প্রশ্ন-৬. যদি ইসলামে পুরুষকে একের অধিক বিবাহ (স্ত্রী রাখার) করার ' অনুমতি দেয়, তবে কেন একজন স্ত্রী একাধিক স্বামী (একত্রে) গ্রহণ করতে পারবে না?
৮
প্রশ্ন-৭. ইসলাম নারীদের পর্দায় রেখে এদেরকে কি খাটো করে নি?
৯
প্রশ্ন-৮. ইসলামে দু'জন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান কেন?
১০
প্রশ্ন-৯. ইসলামে উত্তরাধিকারে নারীর অংশ পুরুষের অর্ধেক কেন?
১১
প্রশ্ন-১০. ইসলামে মদকে কেন হারাম করা হয়েছে?
১২
প্রশ্ন-১১. ইসলামে শূকরের গোস্তকে কেন নিষিদ্ধ করা হলো?
১৩
প্রশ্ন-১২. পশু হত্যা অত্যাচারী কাজ তবে মুসলমানরা গোশত ভক্ষণ করে কেন অর্থাৎ পশু হত্যা করে কেন?
১৪
প্রশ্ন-১৩. মুসলমানগণ প্রাণীদের জালেমি পদ্ধতিতে হত্যা করে কেন?
১৫
প্রশ্ন-১৪. বিজ্ঞান অনুযায়ী মানুষ যা ভক্ষণ করে তা তার ওপর প্রভাব ফেলে। ইসলাম নিজ অনুসারীদের কেন আমিষজাতীয় খাদ্য যেমন : গোশত ইত্যাদি খাবার অনুমতি দিয়েছে, প্রাণীর গোশত মানুষকে কি কঠিন ও জালেম বানায় না?
১৬
প্রশ্ন-১৫. মুসলমান এক কুরআনকে অনুসরণ করে। এরপরও তাদের চিন্তা-ভাবনার মধ্যে এতো পার্থক্য কেন? এও বলতে পারি যে, ইসলামে এতে ফিরকা বা দল কেন?
১৭
প্রশ্ন-১৬. যদি ইসলাম একটি সুন্দর ধর্মই হয়ে থাকে, তাহলে অগণিত মুসলমান বেঈমান কেন? ধোঁকা দেয়া, ঘুষ খাওয়া এবং নিষিদ্ধ কার্যাবলির সাথে কেন জড়িত?
১৮
প্রশ্ন-১৭. অ-মুসলিমদের মক্কা ও মদিনায় প্রবেশাধিকার নেই কেন?
১৯
প্রশ্ন-১৮. অমুসলিমদের কাফির বলা কি গালি নয়?
২০
প্রশ্ন-১৯. একথা কি সত্য নয় যে, উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু কুরআনের অনেক কপি যা ঐ সময় পর্যন্ত ছিল, তিনি জ্বালিয়ে দেবার নির্দেশ দান করেন এবং মাত্র এক কপি বাকি ছিল। এভাবে একথা কি সত্য নয় যে, বর্তমান কুরআন ঐ কপি যার তরতীব (ক্রমধারা) ও সংকলন উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর এবং প্রকৃতপক্ষে তাকে ঐ কুরআন ছিল যা আল্লাহ তাআলা নাযিল করেছেন?
২১
প্রশ্ন-২০. কুরআনে আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন তখন অর্থাৎ আমরা ব্যবহার করেছেন। এতে কি একথা বুঝা যায় না যে, ইসলামে অনেক খোদার ওপর ঈমান রাখা যায়?
২২
প্রশ্ন-২১. মুসলমানগণ আয়াতের মানসুখ হওয়ার ওপর বিশ্বাস রাখে। অর্থাৎ তাদের বিশ্বাস এই যে, কুরআনের কিছু প্রাথমিক আয়াত পরবর্তীতে অবতীর্ণ হওয়া আয়াতের দ্বারা মানসুখ (রহিত) করা হয়েছিল। এর দ্বারা কি এটা বুঝায় না যে, আল্লাহ (নাউযুবিল্লাহ) তাআলা ভুল করেছিলেন, পরবর্তীতে সেটা শুধরে নিয়েছেন?
২৩
প্রশ্ন-২২. কুরআনের কিছু সূরা ... ইত্যাদি দ্বারা কেন আরম্ভ করা হয়েছে? এর গুরুত্ব কী?
২৪
প্রশ্ন-২৩. কুরআনে এসেছে যে, জমিনকে তোমাদের জন্য বিছানারূপ বানানো হয়েছে। এ থেকে একথা বুঝা যায় যে, জমিন (ভূমি) চ্যাপ্টা এবং সমতল। একথা কি গ্রহণীয় আধুনিক বিজ্ঞানের মূল সত্তার সাথে বৈপরত করে না?
২৫
প্রশ্ন-২৪. একথা কি ঠিক নয় যে, মুহাম্মদ (সাঃ) কুরআনকে বাইবেল থেকে নকল করেছেন?
২৬
প্রশ্ন-২৫. কুরআন আল্লাহর কালাম নয় বরং এটা শয়তানের কাজের বিবরণ।
২৭
প্রশ্ন-২৬. কুরআনের কয়েক স্থানে একথা বলা হয়েছে যে, আল্লাহ অত্যন্ত দয়াশীল ও ক্ষমাশীল। আবার এর সাথে একথাও বলেছেন যে, তিনি কঠিন শাস্তিদাতা। আসলে তিনি কি ক্ষমাশীল নাকি শাস্তিদাতা?
২৮
প্রশ্ন-২৭. আল কুরআনে বলা হয়েছে মায়ের গর্ভে যে বাচ্চা তার সম্পর্কে শুধু আল্লাহই জানতে পারেন। কিন্তু আজ বিজ্ঞান যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং আমরা সহজেই আলট্রাসনোগ্রামের মাধ্যমে বাচ্চার ছেলে-মেয়ে হওয়া সম্পর্কে জেনে ফেলছি। কুরআনের আয়াত কি চিকিৎসা বিজ্ঞানের পরিপন্থী নয়?
২৯
প্রশ্ন-২৮. কুরআনে আছে যে, আল্লাহ তাআলার নিকট একদিন এক হাজার বছরের সমান। অন্য এক আয়াতে বলা হয়েছে একদিন পঞ্চাশ হাজার বছরের সমান। কুরআনের এ সকল বক্তব্য কি পরস্পর বিরোধীর দিকে ইঙ্গিত করে না?
৩০
প্রশ্ন-২৯. কুরআনের এক স্থানে বলা হয়েছে মানুষকে বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। অন্যত্র বলা হয়েছে মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আপনি বৈজ্ঞানিকভাবে কীভাবে প্রমাণ করবেন যে, মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে?
৩১
প্রশ্ন-৩০. কুরআনে কয়েক স্থানে একথা বলা হয়েছে যে, জমিন এবং আসমান ছয় দিনে সৃষ্টি করা হয়েছে। কিন্তু সূরা ফুসসিলাত বা হামীম আস সিজদায় বলা হয়েছে জমিন এবং আসমান ৮ দিনে সৃষ্টি করা হয়েছে। এটা কি কুরআনের বৈপরিত্য নয়? এ আয়াতে এটাও বর্ণনা করা হয়েছে যে, জমিন ছয় দিনে তৈরি হয়েছে পুনরায় আসমান দু’দিনে তৈরি করা হয়েছে। এরূপ বলা Big Bang-এর বিপরীত। যার কথা হলো আসমান জমিন এক সময়ে অস্তিত্বে এসেছিল।
৩২
প্রশ্ন-৩১. আল কুরআনে একটি আয়াত রয়েছে যাতে একথা এসেছে যে, আল্লাহ দুই মাশরিক ও দুই মাগরিব-এর মালিক। আপনি এ কুরআনের আয়াতের কী বৈজ্ঞানিক ব্যাখ্যা পেশ করবেন?
৩৩
প্রশ্ন-৩২. ইসলামে কি কাঠিন্য, খুন, খারাবি এবং পশুত্বের সুযোগ দেয়? আল কুরআন মুসলমানদের বলে যে, যেখানে কাফিরদের পাও হত্যা কর।
৩৪
প্রশ্ন-৩৩. হিন্দু পণ্ডিত অ্যাণ শৌরী এ দাবি করেছে যে, আল-কুরআনে হিসাবে একটি ভুল রয়েছে। তার বক্তব্যে সূরা নিসার ১১ ও ১২ নং আয়াতে উত্তরাধিকারের অংশগুলো যদি যোগ দেয়া হয় তাহলে সংখ্যা একের অধিক হয়। এজন্য কুরআনের রচয়িতা গণিত জানে না।
৩৫
প্রশ্ন-৩৪. যদি আল্লাহ তাআলা কাফিরদের দিলে মোহর মেরে থাকেন তাহলে ইসলাম গ্রহণ না করার কারণে তাকে অপরাধী কীভাবে মেনে নেওয়া যায়?
৩৬
প্রশ্ন-৩৫. আল-কুরআনে রয়েছে আল্লাহ তাআলা কাফিরদের দিলে মোহর মেরে দিয়েছেন। সে কখনো ঈমান আনবে না। অথচ বিজ্ঞানের দ্বারা জানা যায়, জ্ঞান ও বুঝ এবং ঈমান কবুল করার কাজ দেমাগের (মস্তিষ্কের)। তাহলে কুরআনের এ দাবি কি বিজ্ঞানের বিপরীত নয়?
৩৭
প্রশ্ন-৩৬. আল কুরআন একথা বলে যে, যখন কোনো পুরুষ জান্নাতে প্রবেশ করবে সে হুর অর্থাৎ সুশ্রী সঙ্গিনী পাবে। কোনো নারী জান্নাতে গেলে সে কী পাবে?
৩৮
প্রশ্ন-৩৭. কুরআনের কয়েক স্থানে বলা হয়েছে যে ইবলিস একজন ফেরেশতা ছিল, কিন্তু সুরা কাহফে এটা বলা হয়েছে যে, ইবলিস জ্বীন ছিল। এ দ্বারা কুরআনের বৈপরীত্য কি প্রমাণিত হয় না?
৩৯
প্রশ্ন-৩৮. কুরআনে একথা বলা হয়েছে যে, মারইয়াম আলাইহি সাল্লাম হারুন আলাইহি সাল্লাম এর বোন ছিলেন। মুহাম্মদ (সাঃ) যাদের দিয়ে কুরআন লিখিয়েছিলেন (নাউযুবিল্লাহ) একথা জানতো না যে, হারুন আলাইহি সাল্লাম-এর বোন মারইয়াম আলাইহি সাল্লাম ঈসা মসীহ-এর মাতা Mary থেকে ভিন্ন মহিলা ছিলেন। এবং এ দুজনের মধ্যে প্রায় ১০০০ (এক হাজার বছরের ব্যবধান ছিল।
৪০
প্রশ্ন-৩৯. কুরআনে কি একথা বলা হয় নি যে, ঈসা মসীহ আল্লাহর কালিমা ও আল্লাহর রূহ। এতে কি খোদায়িত্বের শান প্রকাশ পায় না?
৪১
প্রশ্ন-৪০. একথা কি সঠিক নয় যে, কুরআনের সূরা মারইয়ামের ৩৩ নং আয়াতে একথা বলা হয়েছে যে, ঈসা মসীহ ইন্তেকাল করলেন অতঃপর জীবিত করলেন এবং উঠিয়ে নিলেন?