hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

ইসলামের উপর ৪০টি অভিযোগ এবং তার প্রমাণ ভিত্তিক জবাব

লেখকঃ ডা. জাকির নায়েক

প্রশ্ন-৩ মুসলমানগণ কীভাবে ইসলামকে শান্তি ও নিরাপত্তার ধর্ম বলে অথচ ইসলাম তরবারির দ্বারা প্রসার লাভ করেছে?
উত্তর : কিছু অ-মুসলিম এ অভিযোগ উত্থাপন করে যে, মুসলমানদের সংখ্যা এতো বেশি হতো না যদি মুসলমানরা তরবারির দ্বারা বিজয়ী না হতো। নিচের কয়েকটি বিষয় উক্ত কথাটিকে খণ্ডন করে স্পষ্ট করে দেবে যে, ইসলাম তরবারি বা শক্তির জোরে প্রসারিত হয়নি বরং এটা নিজস্ব বিশ্বজনীন সত্য এবং জ্ঞানভিত্তিক প্রমাণের কারণে ছড়িয়ে পড়েছে। ইসলাম' শব্দ সালাম) থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ শান্তি ও নিরাপত্তা।

এই রকম অর্থও আছে যে, নিজেকে আল্লাহর সামনে পেশ করবে অর্থাৎ আত্মসমর্পণ করবে। ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম যা আল্লাহর সামনে আনুগত্যের প্রমাণ স্বরূপ মস্তক অবনতির মাধ্যমে পালন করা হয়। দুনিয়ার সকল লোক শান্তি ও নিরাপত্তার প্রতীক হতে পারে না। কারণ এমন অনেক লোক আছে যারা নিজ জাতির স্বার্থের জন্য কাজ করে এবং শান্তি নষ্ট করে। এখানে শান্তি বজায় রাখার জন্য শক্তি প্রয়োগের প্রয়োজন হয়ে পড়ে।

এ কারণে অপরাধ দমনের জন্য পুলিশ বাহিনীর প্রয়োজন হয়, যারা অপরাধী এবং এ ধরনের লোকদের দমনের জন্য শক্তি প্রয়োগ করে থাকেন। সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত থাকে। ইসলাম সব সময় নিরাপত্তার প্রত্যাশী এবং শান্তির পক্ষে কাজ করে, তবে অনুসারীদের ওপর জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার অনুমতিও প্রদান করে। কোনো কোনো স্থানে জুলুমকে শেষ করার জন্য শক্তি প্রয়োগের প্রয়োজন পড়ে।

শক্তি প্রয়োগের মাধ্যমে জুলুম উৎখাত করে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে।এ ধরনের দৃষ্টান্ত নবী করীম ও খোলাফায়ে রাশেদার যুগ থেকে আমরা নিতে পারি। উক্ত অভিযোগের জবাব এই যে, ইসলাম তলোয়ার অর্থাৎ শক্তির দ্বারা প্রসার লাভ করেছে এটি সঠিক নয়। এক ইংরেজ ঐতিহাসিক ডি, লিসী নিজ কিতাব 'Islam at the Cross Road' এ সম্বন্ধে বর্ণনা দিয়েছেন। পৃষ্ঠা-৮-এ তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এ সত্য প্রকাশ্য, ইসলাম সম্পর্কে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়েছে যে, ইসলাম তরবারির দ্বারা প্রসার লাভ করেছে।

কারণ, অধিকাংশ ঐতিহাসিকই ছিলেন বিধর্মী, তাই এ ধরনের অভিযোগ কম বুদ্ধি ও ধীসম্পন্ন ঐতিহাসিকদের বক্তব্য। মুসলিমগণ স্পেনে প্রায় আটশো বছর রাজত্ব করেছেন এবং সেখানকার লোকদের মুসলমান করতে কখনও তরবারির ব্যবহার করেন নি। এরপর যখন খ্রিস্টানগণ শক্তিশালী হয়েছে ও ক্ষমতা দখল করেছে তখন মুসলমানদেরকে তরবারি দ্বারা এমনভাবে খতম করা হয়েছে যে, স্বাধীনভাবে আযান দেবার জন্য একজন মুসলমানও সেখানে বাকি ছিল না। পুরো আরব দেশ মুসলমানগণ ১৪০০ বছর যাবত শাসন কার্য পরিচালনা করে আসছেন। এ আরবে এখনো ১৪ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৪০ লক্ষ লোক কেপটিক খ্রিস্টান এমন রয়েছে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে খৃস্টানই রয়েছে। যেমন মিসরের কুতবী খ্রিস্টান এবং অন্যরা। যদি ইসলাম তরবারির জোরে প্রসার লাভ করতো তাহলে একজন খ্রিস্টানও অবশিষ্ট থাকত না। ভারত বর্ষে মুসলমানগণ এক হাজার বছর পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছে। যদি তারা চাইত তাহলে তারা তলোয়ার দ্বারা প্রত্যেক অমুসলিমকে মুসলমান বানাতে পারতো।

অথচ আজকের ভারতের দিকে তাকালে দেখা যায় অমুসলিম জনসংখ্যার হার সেখানে কত বেশি। এ সকল জনসংখ্যা কি এটা প্রমাণের জন্য যথেষ্ট নয় যে, ইসলাম তরবারির দ্বারা প্রসার লাভ করে নি। সারা দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। মালয়েশিয়ায়ও ইসলামের সংখ্যাধিক্য রয়েছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, কোন্ মুসলিম সৈন্য বাহিনী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় গিয়েছিল? বরং ইসলামের বিধি-বিধান ও ন্যায় নীতিইএরূপভাবে বড়ই গতির সাথে আফ্রিকা পূর্ব উপকূলে প্রসার লাভ করেছিল। অমুসলিম ঐতিহাসিকগণ বলবেন কি কোন্ ইসলামি সৈন্য বাহিনী আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? এর সঠিক কোন জবাব নেই। প্রসিদ্ধ ঐতিহাসিক থামাস কার্লাইল নিজ পুস্তক 'Hero and Hero Warship'-এ ইসলাম প্রসারের ক্ষেত্রে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে লিখেছেন

ইসলাম প্রসারের ক্ষেত্রে তরবারির ব্যবহার এটা কোন ধরনের তরবারি। এই তরবারি এক ধরনের দৃষ্টিভঙ্গি যা অন্যান্য সকল দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন, যা একজনের মগজে জন্ম লাভ করেছে এবং সেখানেই তা প্রতিপালিত হয় এবং এ দৃষ্টিভঙ্গির ওপর মাত্র একজন বিশ্বাস রাখতেন। যার সাথে সারা পৃথিবীর মানুষের চিন্তা-ভাবনার পার্থক্য। যদি ঐ ব্যক্তি তার হাতে তরবারি নিয়ে এ মতবাদ প্রসারের চেষ্টা করে, তাহলে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, এ তরবারির ধারকের নিজস্ব শক্তির পতন নিজে নিজেই ঘটে যাবে। এ কথা ভুল যে, ইসলাম তরবারির শক্তির দ্বারা প্রসার লাভ করেছে। যদি মুসলমানরা এটা করতে চাইতেনও তবু করতে পারতেন না। কারণ আল-কুরআনের ২ নং সূরা বাকারার ২৫৬ নং আয়াতে নির্দেশ রয়েছে

অর্থ : দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, ভ্রষ্টতা থেকে সঠিক পথ পৃথক হয়েছে। ইসলাম মূলত জ্ঞান বা হিকমতের তরবারি দ্বারা প্রসার লাভ করেছে এবং এটা এমন এক তরবারি যা হৃদয় ও মনকে জয় করে। যা আল-কুরআনের ১৬ নং সূরা নাহলের ১২৫ নং আয়াতে বলা হয়েছে

অর্থ : ডাকো তোমার প্রভুর পথে প্রজ্ঞার সাথে এবং উত্তম নসিহত দিয়ে ও তাদের সাথে বিতর্ক কর উত্তম পন্থায়। ১৯৮৬ সালে রিডার্স ডাইজেস্ট' পত্রিকায় ১৯৩৪ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পৃথিবীর বড় বড় ধর্মের অনুসারীদের গণনা করে নিবন্ধ প্রকাশিত হয়। তাতে ধর্ম বর্ধনশীলদের গণনাও লেখা হয়েছে। এ প্রবন্ধ 'The plain truth' নামে প্রচারিত হয়। এর মূল সূচিতে ছিল ইসলাম। যার অনুসারীদের তালিকায় শতকরা ২৩৫ ভাগ বৃদ্ধি ঘটেছে এবং খ্রিস্টধর্মে মাত্র ৪৭%।

এখন আমি জিজ্ঞেস করতে চাই, এ পাঁচ দশকে কোন ধর্মীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল যার কারণে লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে? আজকের ইতিহাসে আমেরিকাতে সবচেয়ে বর্ধনশীল ধর্ম হলো ইসলাম। এটা কোন্ তলোয়ারের মাধ্যমে ঘটছে? যার কারণে বেশির ভাগ লোক মুসলমান হতে বাধ্য হচ্ছে এ তরবারি ইসলামের সত্য শিক্ষার তরবারি। ডা. জোসেফ অ্যাডাম পিটার্সন ঠিকই বলেছেন যে, যে লোক এ বিষয়ে চিন্তিত যে আণবিক অস্ত্র একদিন আরবের লোকদের হাতে পড়বে। সে একথা জানে না যে, ইসলামি বোমা তো বহু পূর্বেই পতিত হয়েছে এবং তা তখনই পতিত হয়েছে। যখনই মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেছিলেন।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন