hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

শিরক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৪৬
আল্লাহর অজানা আকার তথা চেহারা, হাত, পা, চোখ, আঙ্গুল ইত্যাদি থাকার প্রমাণ
আল্লাহর চেহারা :

আল্লাহর চেহারা সম্পর্কে হাদীসে এসেছে,

عَنْ أَبِىْ مُوْسٰى قَالَ قَامَ فِيْنَا رَسُوْلُ اللهِ - بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ ... حِجَابُهُ النُّوْرُ لَوْ كَشَفَهٗ لَأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهٖ مَا انْتَهٰى إِلَيْهِ بَصَرُهٗ مِنْ خَلْقِهٖ

আবু মুসা আশ‘আরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ আমাদের মাঝে পাঁচাটি কথা বলার জন্য দাঁড়ালেন। অতঃপর তিনি বললেন, ....... তাঁর (আল্লাহর) পর্দা হলো নূর বা জ্যোতী। যদি তিনি এ পর্দা খুলে দেন, তবে তার চেহারার জ্যোতীসমূহ তাঁর দৃষ্টিসীমা পর্যন্ত তথা গোটা সৃষ্টি জগতকে জ্বালিয়ে দিবে। (সহীহ মুসলিম ৪৬৩; সুনানে ইবনে মাজাহ ১৯৫)

আল্লাহর হাত :

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,

﴿ يَدُ اللهِ فَوْقَ أَيْدِيْهِمْ﴾

আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। (সূরা ফাতাহ ৪৮:১০)

আল্লাহর চোখ :

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,

﴿وَلِتُصْنَعَ عَلٰى عَيْنِيْ﴾

যাতে তুমি (মূসা) আমার চোখের সামনে প্রতিপালিত হও। (সূরা ত্বাহা ২০:৩৯)

আল্লাহর পা :

হাদীসে এসেছে,

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ النَّبِيُّ لَا تَزَالُ جَهَنَّمُ ﴿ تَقُوْلُ هَلْ مِنْ مَّزِيْدٍ﴾ حَتّٰى يَضَعَ رَبُّ الْعِزَّةِ فِيْهَا قَدَمَهٗ فَتَقُوْلُ قَطْ قَطْ وَعِزَّتِكَ

আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। নবী ﷺ বলেছেন, (কিয়ামতের মাঠে) জাহান্নাম বলতে থাকবে, আরো কিছু আছে কি? শেষ পর্যন্ত আল্লাহ তা‘আলা জাহান্নামে তাঁর পা রাখবেন। অতঃপর জাহান্নাম বলবে, যথেষ্ট! যথেষ্ট। (সহীহ বুখারী ৬৬৬১; সহীহ মুসলিম ৭৩৫৬; সুনানে তিরমিজি ৩২৭২)

আল্লাহর আঙ্গুল :

হাদীসে বর্ণিত হয়েছে,

عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ يُكْثَرُ أَنْ يَّقُوْلَ يَا مُثَبِّتَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلٰى دِيْنِكَ قَالُوْا يَا رَسُوْلَ اللهِ اٰمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهٖ فَهَلْ تَخَافُ عَلَيْنَا قَالَ نَعْمْ إِنَّ الْقُلُوْبَ بَيْنَ اَصْبِعَيْنِ مِنْ اَصَابِعِ اللهِ يُقَلِّبُهَا

আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এই দোয়াটি বেশী বেশী বলতেন, ‘‘হে অন্তরসমূহকে স্থীরকর্তা! তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থীর রাখ’’। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনার প্রতি এবং আপনি যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি ঈমান এনেছি। তবে কি আপনি আমাদের ব্যাপারে কোন আশংকা বোধ করছেন। রাসূলুল্লাহ ﷺ বললেন, হ্যা! নিশ্চয় সব অন্তরগুলো আল্লাহর আঙ্গুলসমূহ থেকে দুই আঙ্গুলের মধ্যে। তিনি ওগুলোকে উলট-পালট করেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ২৯১৯৬)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন