hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মন দিয়ে নামায পড়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫৭
দু‘আ কুনূত
(১) اَللّٰهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِيْ فِيْمَا أعْطَيْتَ وَقِنِيْ شَرَّ مَا قَضَيْتَ إنَّكَ تَقْضِيْ وَلَا يُقْضٰى عَلَيْكَ وَإنَّه لَا يَذِلُّ مَنْ وَّالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ نَسْتَغْفِرُكَ وَ نَتُوْبُ اِلَيْكَ وَ صَلَّى اللهُ عَلَى النَّبِىِّ

উচ্চারণ : আল্লা-হুম্মাহ্দিনী ফীমান হাদাইত, ওয়া ‘আফিনী ফীমান্ ‘আ-ফাইত, ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইত, ওয়া বা-রিক্লী ফীমা আ‘ত্বাইত, ওয়াক্বিনী শার্রা মা কাযাইত, ইন্নাকা তাক্যী ওয়ালা ইয়ুক্যা ‘আলাইক, ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মাঁও ওয়ালাইত, ওয়ালা ইয়াইয্যু মান ‘আদাইত, তাবা-রাকতা রাববানা ওয়া তা‘আলাইত, নাসতাগফিরুকা ওয়ানাতূবু ইলাইক, ওয়া সাল্লাল্লা-হু ‘আলান নাবিয়্যি।

শাব্দিক অর্থ : اَللّٰهُمَّ হে আল্লাহ! اِهْدِنِيْ আমাকে হেদায়াত দান করুন فِيْمَنْ هَدَيْتَ যাদেরকে হেদায়াত দিয়েছেন তাদের সাথে মিলিয়ে। وَعَافِنِيْ আমাকে নিরাপত্তা দিন فِيْمَنْ عَافَيْتَ যাদেরকে নিরাপত্তা দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে। وَتَوَلَّنِيْ আর আমাকে সাহায্য করুন فِيْمَنْ تَوَلَيْتَ যাদেরকে সাহায্য করেছেন তাদের সাথে মিলিয়ে। وَبَارِكْ لِيْ আমাকে বরকত দিন فِيْمَا أَعْطَيْتَ যা কিছু দান করেছেন তার মধ্যে। وَقِنِيْ আর আমাকে রক্ষা করুন شَرَّ مَا قَضَيْتَ আপনার ফায়সালাকৃত অমঙ্গল থেকে, إنَّكَ تَقْضِيْ নিশ্চয় আপনার আইনই চূড়ান্ত, وَلَا يُقْضٰى عَلَيْكَ আপনার উপর কারো নির্দেশ জারী হয় না। وَإنَّهٗ لَا يَذِلُّ ঐ ব্যক্তি কখনো অপমানিত হয় না مَنْ وَّالَيْتَ আপনি যাকে সহায়তা দিয়েছেন। وَلَا يَعِزُّ আর ঐ ব্যক্তি কখনো সম্মান পায় না مَنْ عَادَيْتَ আপনি যাকে ত্যাগ করেছেন। تَبَارَكْتَ رَبَّنَا হে আমাদের মালিক! আপনি বরকতময় وَتَعَالَيْتَ আর আপনি মহান, نَسْتَغْفِرُكَ আমরা আপনার কাছেই ক্ষমা চাই, وَ نَتُوْبُ اِلَيْكَ আর আপনার দিকেই ফিরে আসি, وَ صَلَّى اللهُ আল্লাহ রহমত নাযিল করুন عَلَى النَّبِىِّ নবীর প্রতি।

অর্থ : হে আল্লাহ! আমাকে হেদায়াত দান করুন, যাদেরকে হেদায়াত দান করেছেন তাদের সাথে মিলিয়ে। আমাকে নিরাপত্তা দিন, যাদেরকে নিরাপত্তা দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে। আর আমাকে সাহায্য করুন, যাদেরকে সাহায্য করেছেন তাদের সাথে মিলিয়ে। আমাকে যা কিছু দান করেছেন তার মধ্যে বরকত দিন। আর আমাকে রক্ষা করুন আপনার ফায়সালাকৃত অমঙ্গল থেকে। নিশ্চয় আপনার আইনই চূড়ান্ত, আপনার উপর কারো নির্দেশ জারী হয় না। আপনি যার সহায় সে কখনো অপমানিত হয় না। আর আপনি যাকে ত্যাগ করেন সে কখনো সম্মান পায় না। হে আমাদের প্রতিপালক! আপনি বরকতময় আর আপনি মহান, আমরা আপনার কাছেই ক্ষমা চাই। আর আমরা আপনার দিকেই ফিরে আসি, আল্লাহ নবীর প্রতি রহমত নাযিল করুন।

ইমাম হাসান ইবনে আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে এ কয়েকটি বাক্য শিখিয়েছেন- যা আমি বিতরের কুনূতে পড়ি। [আবু দাউদ, হা/১৪২৭; নাসাঈ, হা/১৭৪৫; ইবনে মাজাহ, হা/১১৭৮।]

(২) اَللّٰهُمَّ إنَّا نَسْتَعِيْنُكَ وَ نَسْتَغْفِرُكَ وَ نُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلَانَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ - اَللّٰهُمَّ إيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَإلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ وَنَرْجُوْا رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ إنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্না নাস্তা‘ইনুকা, ওয়া নাস্ তাগ্ফিরুকা, ওয়া নু’মিনু বিকা, ওয়া নাতা ওয়াক্কালু ‘আলাইকা, ওয়ানুছ্নী ‘আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাক্ফুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাত্রুকু মাইয়াফজুরুকা, আল্লা-হুম্মা ইয়্যাকা না‘বুদু ওয়ালাকা নুসাল্লী, ওয়ানাস্জুদু ওয়া ইলাইকা নাস্আ‘ ওয়া নাহ্ফিদু ওয়ানার্জূ রাহমাতাকা ওয়া নাখ্শা ‘আযা-বাকা, ইন্না ‘আযা-বাকা বিল্কুফ্ফা-রি মুলহিক্ব।

শাব্দিক অর্থ : اَللّٰهُمَّ হে আল্লাহ! إنَّا نَسْتَعِيْنُكَ আমরা আপনার সাহায্য চাই, وَ نَسْتَغْفِرُكَ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, وَنُؤْمِنُ بِكَ আর আপনার প্রতি ঈমান রাখি, وَنَتَوَكَّلُ عَلَيْكَ আপনার উপর ভরসা করি, وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ আর আপনার উত্তম গুণগান করি, وَنَشْكُرُكَ আপনার শুকরিয়া আদায় করি, وَلَانَكْفُرُكَ আপনাকে অস্বীকার করি না, وَنَخْلَعُ আমরা ত্যাগ করি وَنَتْرُكُ এবং বর্জন করে চলি مَنْ يَّفْجُرُكَ যে আপনার নাফরমানী করে। اَللّٰهُمَّ হে আল্লাহ! إيَّاكَ نَعْبُدُ আমরা কেবল আপনারই ইবাদাত করি, وَلَكَ نُصَلِّىْ আপনার জন্যই নামায পড়ি, وَنَسْجُدُ আপনাকেই সিজদা করি, وَإلَيْكَ نَسْعٰى আর আপনার সন্তুষ্টি তালাশের জন্য দ্রুত অগ্রসর হই, وَنَحْفِدُ وَنَرْجُوْا আর আমরা আশা রাখি رَحْمَتَكَ আপনার রহমতের, وَنَخْشٰى আর আমরা ভয় করি عَذَابَكَ আপনার আযাবকে, إنَّ عَذَابَكَ নিশ্চয় আপনার আযাব بِالْكُفَّارِ مُلْحِقٌ কাফিরদের জন্য অবধারিত।

অর্থ : হে আল্লাহ! আমরা আপনার সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আর আপনার প্রতি ঈমান রাখি, আপনার উপর ভরসা করি, আর আপনার উত্তম গুণগান বর্ণনা করি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার অকৃজ্ঞতা প্রকাশ করি না। যে আপনার নাফরমানী করে (গোনাহের কাজ করে) আমরা তাকে ত্যাগ করি ও বর্জন করে চলি। হে আল্লাহ! আমরা কেবল আপনারই ইবাদাত করি, আপনার জন্যই নামায পড়ি, আপনাকেই সিজদা করি এবং আপনার সন্তুষ্টি তালাশের জন্য দ্রুত অগ্রসর হই। আর আমরা আপনার রহমতের আশা রাখি, আর আপনার আযাবকে ভয় করি, নিশ্চয় আপনার আযাব কাফিরদের জন্য অবধারিত। [তাবারানী, হা/৭৫০; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/৪৯৭০; শারহু মা‘আনিল আছার, হা/১৪৭৫।]

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন