মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
আসসালামু আলাইকুম, Hadith.one বন্ধ হওয়ার ঝুঁকিতে! আমাদের সার্ভারের মেয়াদ ১১ অক্টোবর ২০২৫ এ শেষ হবে, এবং এবং ওয়েবসাইট টি চালানোর জন্য আমাদের কোনো ফান্ড নেই।
🌟 আপনার দান এই প্ল্যাটফর্মকে বাঁচাতে পারে এবং প্রতিটি হাদিস পড়ার মাধ্যমে সদকাহ জারিয়ার অংশীদার হতে পারেন!
🔗 অনুগ্রহ করে আপনার দানের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটি চালিয়ে নিতে সাহায্য করুন!
জাযাকাল্লাহু খাইরান!
প্রস্রাব-পায়খানার যখন বেগ হবে তখনই তা সেরে নেয়া উচিৎ। প্রস্রাব-পায়খানায় যাওয়ার সময় পবিত্রতার উপকরণ পানি/ঢিলা/টিসু সঙ্গে নিয়ে যাবে। টয়লেটে পানি আছে কি না আগে চেক করে নেবে। আল্লাহর নাম সম্বলিত আংটি বা কুরআনের আয়াত খোলা অবস্থায় সঙ্গে নিয়ে প্রস্রাব-পায়খানায় প্রবেশ করবে না। প্রস্রাব-পায়খানার ব্যাপারে নিম্নোক্ত সুন্নাতসমূহ মেনে চলা জরম্নরি।
১. মানুষের আড়ালে যাওয়া :
জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ এর সাথে সফরে বের হতাম। আর রাসূলুল্লাহ ﷺ মলমূত্র ত্যাগের জন্য এত দূর যেতেন যে, তাকে কেউ দেখতে পেত না। [ইবনে মাজাহ, হা/৩৩৫; আবু দাউদ, হা/২।]
২. চলাফেরার রাস্তায় ও ছায়াদার বা ফলদার গাছের নিচে মলমূত্র ত্যাগ না করা :
যেসব জায়গা দিয়ে মানুষ চলাফেরা করে এবং যেসব ছায়াযুক্ত গাছের নিচে লোকেরা আরাম করার জন্য বসে, সেসব গাছের নিচে প্রস্রাব-পায়খানা করবে না। হাদীসে এসেছে, আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, তোমরা লানতকারী দুটি কাজ থেকে দূরে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লানতকারী দুটি জিনিস কী? হে আল্লাহর রাসূল! তিনি বললেন, মানুষের চলাফেরার রাস্তায় অথবা তাদের (বিশ্রাম নেয়ার) ছায়ায় প্রস্রাব-পায়খানা করা। [সহীহ মুসলিম, হা/৬৪১; মুসনাদে আহমাদ, হা/৮৮৪০; সহীহ ইবনে হিববান, হা/১৪১৫।]
৩. গোসলখানায় প্রস্রাব না করা :
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে গোসলখানায় প্রস্রাব করতে নিষেধ করেছেন। [মুস্তাদরাকে হাকেম, হা/৫৯৬; আবু দাউদ, হা/২৮; নাসাঈ, হা/২৩৮; মুসনাদে আহমাদ, হা/১৭০৫৩।]
৪. আবদ্ধ পানিতে প্রস্রাব না করা :
যে স্থানে পানি জমা হয়ে থাকে সেসব স্থানে প্রস্রাব করা যাবে না। হাদীসে এসেছে, জাবির (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ জমা পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। [সহীহ মুসলিম, হা/৬৮১; নাসাঈ, হা/৩৯৯; ইবনে মাজাহ, হা/৩৪৩; মুসনাদে আহমাদ, হা/৭৮৫৫।]
৫. প্রস্রাবের ছিটা থেকে সাবধান থাকা :
প্রস্রাব-পায়খানা করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে শরীর ও কাপড় অপবিত্র না হয়। কারণ এটা কবরে শাস্তি হওয়ার কারণ। আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা নবী ﷺ দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি বললেন, কবর দুটির মধ্যে শাস্তি হচ্ছে। তবে তারা বড় কোন বিষয়ের জন্য শাস্তি ভোগ করছে না। বরং তাদের একজন এমন ছিল যে, সে প্রস্রাবে পর্দা করত না। অন্য বর্ণনায় আছে, সে প্রস্রাবের ছিটা থেকে সাবধান থাকত না। আর অন্য জনের অভ্যাস ছিল সে চোগলখুরি করে বেড়াত। [সহীহ বুখারী, হা/২১৮; সহীহ মুসলিম, হা/৭০৩; আবু দাউদ, হা/২০; তিরমিযী, হা/৭০।]
৬. দাঁড়িয়ে প্রস্রাব না করা :
আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের মধ্যে যদি কেউ বলে যে, রাসূলুল্লাহ ﷺ দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তাহলে তোমরা তা বিশ্বাস করো না। কেননা তিনি বসা ব্যতীত কখনো প্রস্রাব করেননি। [তিরমিযী, হা/১২; সিলসিলা সহীহাহ, হা/২০১; মিশকাত, হা/৩৬৫।]
কোন ওজর থাকলে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়। হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা নবী ﷺ কোন এক সম্প্রদায়ের ময়লা ফেলার স্থানে আসলেন। অতঃপর তিনি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। তারপর পানি নিয়ে আসতে বললেন। ফলে আমি তাঁর জন্য পানি নিয়ে আসলে তিনি ওযু করলেন। [সহীহ বুখারী, হা/২২৪; তিরমিযী, হা/১৩; নাসাঈ, হা/২৬।]
৭. গর্তের মধ্যে প্রস্রাব না করা :
গর্তের মধ্যে প্রস্রাব করা উচিত নয়। কেননা গর্তে সাপ-বিচ্ছু অথবা বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। [মাজমাউয যাওয়য়িদ হা/১১১।]
৮. প্রস্রাব-পায়খানারত অবস্থায় সালামের উত্তর না দেয়া :
এ অবস্থায় কেউ সালাম দিয়ে ফেললে পবিত্র হয়ে উত্তর দেবে। ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিল। আর রাসূলুল্লাহ ﷺ তখন প্রস্রাব করছিলেন। এমতাবস্থায় সে রাসূলুল্লাহ ﷺ কে সালাম দিল, কিন্তু তিনি তার জবাব দিলেন না। [সহীহ মুসলিম, হা/৮৪৯; মু‘জামূল আওসাত, হা/১৩৫০।]
৯. প্রয়োজন ছাড়া কথাবার্তা না বলা :
এ অবস্থায় কথা বলা উচিত নয়। তবে একান্ত জরম্নরি কথা বলা যাবে। যেমন- পানি চেয়ে নেয়া বা অনুরূপ কিছু।
১০. মলমূত্র ত্যাগ করার সময় কিবলাকে সামনে বা পেছনে না রাখা :
আবু আইয়ূব আনসারী (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেন, যখন তোমরা মলমূত্র ত্যাগ করার স্থানে যাবে; তখন কিবলার দিকে মুখ করবে না এবং কিবলার দিকে পিঠও দিবে না।
আবু আইয়ূব আনসারী (রা.) আরো বলেন, আমরা শাম দেশে এসে লক্ষ্য করলাম- সেখানকার টয়লেটগুলো কিবলার দিকে মুখ করে বানানো হয়েছে। তখন আমরা মলমূত্র ত্যাগের সময় একটু বাকা হয়ে বসতাম এবং আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করতাম। [সহীহ বুখারী, হা/১৪৪; সহীহ মুসলিম, হা/৬৩২; আবু দাউদ, হা/৯; তিরমিযী, হা/৮।]
১১. জমিনের কাছাকাছি যেয়ে কাপড় উঠানো :
মলমূত্র ত্যাগের জন্য বসার পূর্বে কাপড় উঠানো উচিত নয়। হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মলমূত্র ত্যাগের সময় জমিনের কাছাকাছি না হওয়া পর্যন্ত কাপড় উঠাতেন না। [তিরমিযী, হা/১৪; মুসনাদুল বাযযার, হা/৭৫৪৯; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/১১৪৫।]
১২. টয়লেটে প্রবেশের সময় দু‘আ পড়া :
যখন কোন ব্যক্তি মলমূত্র ত্যাগের ঘরে প্রবেশ করবে অথবা খোলা ময়দানে মলমূত্র ত্যাগের জন্য বসতে যাবে তখন প্রথমে ‘বিসমিল্লা-হ’ বলবে। আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, জিন ও মানুষের গোপন অঙ্গের মাঝে পর্দা হলো, যখন সে পায়খানায় প্রবেশ করবে তখন সে যেন বলে, بِسْمِ اللهِ ‘বিসমিল্লা-হ’ অর্থাৎ আমি আল্লাহর নামে শুরম্ন করছি। [ইবনে মাজাহ, হা/২৯৭; জামেউস সগীর, হা/৮৮৪৩।]
অর্থ : হে আল্লাহ! আমি তোমার নিকট অপবিত্র পুরম্নষ জিন ও মহিলা জিন হতে আশ্রয় চাচ্ছি। [সহীহ বুখারী, হা/ ১৪২, ৬৩২২; সহীহ মুসলিম, হা/ ৮৫৭; তিরমিযী, হা/৬; নাসাঈ, হা/১৯; মুসনাদে আহমাদ, হা/১১৯৬৫; সহীহ ইবনে হিববান, হা/১৪০৭; মিশকাত, হা/৩৩৭।]
১৩. মলমূত্র ত্যাগ করে বের হওয়ার পর দু‘আ পড়া :
আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ যখন প্রস্রাব-পায়খানা থেকে বের হতেন তখন বলতেন,
غُفْرَانَكَ
উচ্চারণ : গুফরা-নাকা।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। [তিরমিযী হা ৭; আবু দাউদ, হা/৩০; ইবনে মাজাহ, হা/৩০০; মিশকাত, হা/৩৫৯।]
সোশ্যাল মিডিয়ায় হাদিস শেয়ার করুন
Or Copy Link
https://hadith.one/bn/book/290/23
রিডিং সেটিংস
Bangla
English
Bangla
Indonesian
Urdu
System
System
Dark
Green
Teal
Purple
Brown
Sepia
আরবি ফন্ট নির্বাচন
Kfgq Hafs
Kfgq Hafs
Qalam
Scheherazade
Kaleel
Madani
Khayma
অনুবাদ ফন্ট নির্বাচন
Kalpurush
Kalpurush
Rajdip
Bensen
Ekushe
Alinur Nakkhatra
Dhakaiya
Saboj Charulota
Niladri Nur
22
17
সাধারণ সেটিংস
আরবি দেখান
অনুবাদ দেখান
রেফারেন্স দেখান
হাদিস পাশাপাশি দেখান
এই সদাকা জারিয়ায় অংশীদার হোন
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।