hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫২
মানুষের সাথে সাক্ষাতের সুন্নাত
১. সালাম বিনিময় :

পরস্পরের সাক্ষাতের সময় সালাম আদান-প্রদান করা একটি গুরম্নত্বপূর্ণ সুন্নাত। নবী করীম ﷺ এ সুন্নাতটির প্রতি বিশেষ গুরম্নত্ব প্রদান করেছেন। এর দ্বারা পরস্পরের মধ্যে মুহাববত সৃষ্টি হয়। পরিচিত-অপরিচিত সকল মুসলমানকেই সালাম দেয়া কর্তব্য। [সহীহ বুখারী, হা/১২; সহীহ মুসলিম, হা/১৬৯; মুসনাদে আহমাদ, হা/৬৫৮১; আবু দাউদ, হা/৫১৯৬; মিশকাত, হা/৪৬২৯।]

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এক মুসলিমের উপর অপর মুসলিমের ৫টি হক রয়েছে :

১. সাক্ষাত হলে সালাম দেবে।

২. অসুস্থ হলে সেবা করবে।

৩. মৃত্যুবরণ করলে জানাযায় অংশগ্রহণ করবে।

৪. দাওয়াত দিলে কবুল করবে।

৫. হাঁচিদাতার উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে। [ইবনে মাজাহ, হা/১৪৩৩; তিরমিযী, হা/২৭৩৬; শু‘আবুল ঈমান, হা/৮৭৫৩; মুসনাদে আহমাদ, হ/১০৯৭৯; মিশকাত, হা/৪৬৪৩।]

সালামের উত্তরে শব্দ বাড়িয়ে বলা সুন্নাত। আল্লাহ তা‘আলা বলেন-

﴿وَإِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوْهَا إِنَّ اللهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ حَسِيْبًا﴾

কেউ যখন তোমাকে সৌজন্যমূলক সম্ভাষণ (সালাম) জানাবে, প্রতি উত্তরে তুমি তাকে তার চেয়ে উত্তম সম্ভাষণ জানাও, কিংবা অন্তত ততটুকুই জানাও। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। (সূরা নিসা- ৮৬)

রাসূলুল্লাহ ﷺ -কে এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? রাসূলুল্লাহ ﷺ বললেন, ইসলামের সবচেয়ে ভাল কাজ হল, ক্ষুধার্তকে আহার দেওয়া এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। [বুখারী, হা/১২; মুসলিম, হা/৩৯]

২. মুচকি হাসি :

রাসূলুল্লাহ ﷺ বলেন, সামান্যতম ভাল কাজকেও অবহেলা করবে না; যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করার মত সাধারণ কাজ হয়ে থাকে। [মুসলিম, হা/২৬২৬]

৩. মুসাফাহা :

রাসূলুল্লাহ ﷺ বলেন, যদি দু’জন মুসলমান পরস্পর সাক্ষাতের সময় হাত মিলায়, অর্থাৎ মুসাফাহা করে তাহলে তারা পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তা’আলা তাদেরকে মাফ করে দেন। [আবু দাউদ, হা/৫২১২]

রাগ দমন করা :

সুলাইমান ইবনে সুরাদ (রাঃ) বলেন, নবী ﷺ এর সামনে দু’জন লোক পরস্পরকে গালি দিল। কিন্তু তাদের একজন অতিমাত্রায় রাগান্বিত হয়ে গেলো, এমনকি তার চেহারা ফুলে বিকৃত হয়ে গেল। তখন নবী ﷺ বললেন, আমি এমন একটি কথা জানি, যা সে বললে তার ক্রোধ দূর হয়ে যাবে। এ কথা শুনে এক ব্যক্তি লোকটির কাছে গিয়ে নবী ﷺ এর এ উক্তিটি তাকে অবহিত করলো এবং বললো, তুমি শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও এবং বলো ‘‘আ‘ঊযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম।’’ [সহীহ বুখারী, হা/৬০৪৮, ৬১১৫; সহীহ মুসলিম, হা/৬৮১২-১৩; আবু দাঊদ, হা/৪৭৮২; তিরমিযী, হা/২৪৫২; সিলসিলা সহীহাহ, হা/৩৩০৩; মিশকাত, হা/২৪১৮।]

৪. ভালো কথা বলা :

রাসূলুল্লাহ ﷺ বলেন, ভালো কথা বলাও সাদাকাহ। [বুখারী, হা/২৮২৭।]

ভালো কথা হল, যে কোন যিকির, দু‘আ, সালাম দেওয়া-নেওয়া এবং সত্যপ্রশংসা, উত্তম-উন্নত চরিত্র ও আচার-ব্যবহার বা ভালো কথাবার্তা, দ্বীনি আলোচনা, প্রশংসনীয় ও সুন্দর আদাব (শিষ্টাচার) এবং সুন্দরতম সকল কাজকর্ম। উত্তম বা ভাল কথা-বার্তা মানুষের মধ্যে যাদুর মত কাজ করে, মানুষের অন্তরকে আনন্দ দেয় এবং আত্মাকে প্রশান্ত ও শীতল করে। অতএব, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পূর্ণ সময়টুকু ভাল কথাবার্তা দ্বারা সাজিয়ে নিন। সুন্দর আচার-ব্যবহার দ্বারা জীবন পরিচালনা করম্নন। আপনার স্বামী/স্ত্রী, সন্তান, প্রতিবেশী, বন্ধুবান্ধব এবং আপনার বাসা-বাড়ির কাজের লোকের সাথে আপনি সুন্দর আচার ব্যবহার করম্নন, যারা আপনার নিকট হতে সুন্দর ও উত্তম ব্যবহারের আশা করে। আল্লাহ তা‘আলা বলেন-

يَا أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا

হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল। (সূরা আহযাব-৭০)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন