hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৭৯
সূরা আর রহমান
এ সূরাটিতে আল্লাহর অসীম নিয়ামতরাজি ও তার কুদরতের বর্ণনা রয়েছে। এতে আরো আছে জান্নাত-জাহান্নামের সুস্পষ্ট বর্ণনা। তাই এ সূরাটি পড়ে আমরা আল্লাহর কুদরত সম্পর্কে জানব এবং জাহান্নামকে ভয় করব; আর জান্নাতের আশা করব এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করব।



اَلرَّحْمٰنُ (১) عَلَّمَ الْقُرْاٰنَ (২) خَلَقَ الْاِنْسَانَ (৩) عَلَّمَهُ الْبَيَانَ (৪) اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ (৫) وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ (৬) وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَ (৭) اَلَّا تَطْغَوْا فِي الْمِيْزَانِ (৮) وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ (৯) وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِ (১০) فِيْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ (১১) وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ (১২) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (১৩) خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ (১৪) وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ (১৫) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (১৬)

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ (১৭) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (১৮) مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ (১৯) بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ (২০) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (২১) يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ (২২) فَبِاَيِّ الَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (২৩) وَلَهُ الْجَوَارِ الْمُنْشَاٰتُ فِي الْبَحْرِ كَالْاَعْلَامِ (২৪) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (২৫) كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ (২৬) وَيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْاِكْرَامِ (২৭) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (২৮) يَسْاَلُهٗ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْاَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ (২৯) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৩০) سَنَفْرُغُ لَكُمْ اَيُّهَ الثَّقَلَانِ (৩১) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৩২) يَا مَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمَاوَاتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطَانٍ (৩৩) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৩৪) يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِ (৩৫) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৩৬) فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ (৩৭) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৩৮) فَيَوْمَئِذٍ لَّا يُسْاَلُ عَنْ ذَنْۢبِه ۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ (৩৯) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৪০)

يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيْمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِيْ وَالْاَقْدَامِ (৪১) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৪২) هٰذِه جَهَنَّمُ الَّتِيْ يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ (৪৩) يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍ (৪৪) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৪৫) وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّه جَنَّتَانِ (৪৬) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৪৭) ذَوَاتَاۤ اَفْنَانٍ (৪৮) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৪৯) فِيْهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ (৫০) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৫১) فِيْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ (৫২) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৫৩) مُتَّكِئِيْنَ عَلٰى فُرُشٍ ۢبَطَآئِنُهَا مِنْ اِسْتَبْرَقٍ وَّجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ (৫৪) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৫৫) فِيْهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ (৫৬) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৫৭) كَاَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ (৫৮) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৫৯) هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ (৬০) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৬১) وَمِنْ دُوْنِهِمَا جَنَّتَانِ (৬২) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৬৩) مُدْهَآمَّتَانِ (৬৪) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৬৫) فِيْهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ (৬৬) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৬৭)

فِيْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ (৬৮) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৬৯) فِيْهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ (৭০) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৭১) حُوْرٌ مَّقْصُوْرَاتٌ فِي الْخِيَامِ (৭২) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৭৩) لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ (৭৪) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৭৫) مُتَّكِئِيْنَ عَلٰى رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِيٍّ حِسَانٍ (৭৬) فَبِاَيِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (৭৭) تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْاِكْرَامِ (৭৮)

সূরা আর-রহমানের অর্থ

পরম করম্নণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরম্ন করছি

১. পরম দয়াময় (আল্লাহ)। ২. তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন। ৩. তিনিই সৃষ্টি করেছেন মানুষ। ৪. তিনি তাকে শিখিয়েছেন বর্ণনা (ভাষা)। ৫. সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী। ৬. তারকা ও বৃক্ষরাজি (আল্লাহকে) সিজদা করে। ৭. তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন দাঁড়িপাল্লা। ৮. যাতে তোমরা পরিমাপে সীমালঙ্ঘন না কর। ৯. তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিয়ো না। ১০. তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন সৃষ্টজীবের জন্য। ১১. এতে রয়েছে ফলমূল এবং খেজুর বৃক্ষ, যার ফল আবরণযুক্ত। ১২. আর খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধী ফুল। ১৩. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ১৪. মানুষকে (আদমকে) তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা মাটি হতে। ১৫. আর জিনকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা হতে। ১৬. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ১৭. তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্ত্রণকারী। ১৮. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ১৯. তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। ২০. উভয়ের মাঝে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না। ২১. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ২২. উভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। ২৩. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ২৪. সমুদ্রে বিচরণশীল পর্বতসদৃশ্য কোন জাহাজ তাঁরই নিয়ন্ত্রণাধীণ। ২৫. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ২৬. ভূ-পৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংসশীল। ২৭. আর অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের মুখমন্ডল (সত্তা), যা মহিমাময়, মহানুভব। ২৮. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ২৯. আকাশমন্ডলী ও পৃথিবীতে যা আছে সবই তাঁর নিকট প্রতিদিন প্রার্থনা করে, তিনি সর্বদা মহান কার্যে রত। ৩০. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৩১. (হে মানুষ ও জিন!) আমি শীঘ্রই তোমাদের প্রতি (হিসাব-নিকাশের জন্য) মনোনিবেশ করবো। ৩২. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৩৩. হে জিন ও মানব জাতি! আকাশমন্ডলী ও পৃথিবীর সীমা হতে যদি তোমরা বের হতে পার, তবে বের হয়ে যাও; কিন্তু তোমরা তা পারবে না, শক্তি ব্যতিরেকে (আর সে শক্তি তোমাদের নেই)। ৩৪. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৩৫. তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধোঁয়া, তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। ৩৬. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৩৭. যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন ওটা লাল চামড়ার মতো রক্তবর্ণ ধারণ করবে। ৩৮. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৩৯. সেদিন মানুষ ও জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না। ৪০. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৪১. অপরাধীদেরকে চেনা যাবে তাদের চেহারার আলামত হতে; তাদেরকে পাকড়াও করা হবে কপাল (চুলের ঝুঁটি) ও পা ধরে। ৪২. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৪৩. এটা সেই জাহান্নাম, যা অপরাধীরা মিথ্যা প্রতিপন্ন করত। ৪৪. তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে। ৪৫. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৪৬. আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দু’টি বাগান। ৪৭. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৪৮. উভয়টি বহু শাখা-পলস্নব বিশিষ্ট বৃক্ষে ভরপুর। ৪৯. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৫০. উভয়টিতে রয়েছে সদা প্রবাহমান দু’টি ঝর্ণাধারা। ৫১. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৫২. উভয় বাগানে রয়েছে প্রত্যেকটি ফল, যা হবে দুই প্রকার। ৫৩. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৫৪. সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরম্ন রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। ৫৫. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৫৬. সে সবের মাঝে রয়েছে বহু আনত নয়না রমণী, যাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি। ৫৭. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৫৮. তারা যেন হীরা ও মতি। ৫৯. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৬০. উত্তম কাজের পুরস্কার উত্তম (জান্নাত) ব্যতীত আর কী হতে পারে? ৬১. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৬২. এই বাগানদ্বয় ব্যতীত আরো দু’টি বাগান রয়েছে। ৬৩. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৬৪. এ বাগান দু’টি গাঢ় সবুজ। ৬৫. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৬৬. উভয় বাগানে আছে প্রবাহমান দুটি ঝর্ণাধারা। ৬৭. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৬৮. সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। ৬৯. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৭০. সেখানে রয়েছে উত্তম চরিত্রের অধিকারী সুন্দরী রমণীগণ। ৭১. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৭২. তাঁবুতে থাকবে সুরক্ষিত হুরগণ। ৭৩. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৭৪. যাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি। ৭৫. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৭৬. তারা হেলান দিয়ে বসবে এমন সবুজ আসনে, যা অতি বিরল ও অতি উত্তম। ৭৭. অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে? ৭৮. কত মহান তোমার প্রতিপালকের নাম, যিনি মহিমাময় ও মহানুভব!

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন