hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

সুন্নাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

২৪
ইস্তিঞ্জার সুন্নাত
প্রস্রাব-পায়খানা হতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করা ফরয। প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করা কবিরা গুনাহ। এ পাপ করলে মৃত্যুর পর কবর থেকেই আযাব শুরম্ন হয়ে যাবে। ইস্তিঞ্জা করার কিছু নিয়ম রয়েছে, যা পালন করা জরম্নরি। আর তা হলো :

১. হাড্ডি ও গোবর দ্বারা ইস্তিঞ্জা না করা :

আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা গোবর ও হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করো না। কেননা তা তোমাদের ভাই জিনদের খাবার। [সহীহ মুসলিম, হা/৬৮২; তিরমিযী, হা/১৮; মুসনাদে আহমাদ, হা/৪৩৮১।]

২. ডান হাত দ্বারা ইস্তিঞ্জা না করা :

আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের কেউ যেন প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে পুরম্নষাঙ্গ না ধরে, পায়খানার পর ডান হাত দিয়ে শৌচকার্য না করে এবং পানি পান করার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। [সহীহ বুখারী, হা/১৫৩; সহীহ মুসলিম, হা/৬৩৬।]

৩. ইস্তিঞ্জার পর মাটি অথবা সাবান বা এ জাতীয় কিছু দ্বারা হাত ধৌত করা :

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ ﷺ পায়খানায় গমন করতেন তখন আমি তার জন্য পিতল বা চামড়ার পাত্রে পানি নিয়ে যেতাম। অতঃপর তিনি তা দ্বারা ইস্তিঞ্জা করতেন। আবু দাউদ (রহ.) বলেন, ওয়াকে (রাঃ) এর হাদীসে রয়েছে যে, অতঃপর তিনি মাটির উপর হাত মাজতেন। [আবু দাউদ, হা/৪৫; ইবনে মাজাহ, হা/৬৭৮; নাসাঈ, ১/৪৫; মিশকাত, হা/৩৬০।]

৪. সন্দেহ দূর করার জন্য ওযুর পর পানি ছিটানো :

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً وَنَضَحَ فَرْجَهٗ

ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একবার করে ওযু করতেন এবং তার লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। [দারেমী, হা/৭১১; বায়হাকী, ১/১৬১।]

৫. ঢিলা ব্যবহারে লজ্জা-শরম বজায় রাখা :

অনেক লোক রয়েছেন, যারা প্রস্রাব করার পর প্রস্রাবখানা থেকে বের হয়ে লজ্জাস্থানে হাত দিয়ে জনসমক্ষে হাটাহাটি ও কাশাকাশি করতে থাকেন। অনেকে আবার লজ্জাস্থান ধরে এক পায়ের উপর আরেক পা দিয়ে চাপ দেন। এগুলো অতি নির্লজ্জ কাজ। এগুলো কোনটাই সুন্নাত নয়। যদি কারো প্রস্রাবের ফোটা নির্গত হতে দেরি হয় বা সন্দেহ থাকে তবে ঐ ব্যক্তির জন্য উচিত হলো প্রস্রাবখানায় থাকা অবস্থায় একটু সময় নিয়ে ভালোভাবে পবিত্রতা অর্জন করা এবং প্রয়োজন অনুযায়ী পানি/ঢিলা/টিসু ব্যবহার করা।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন