hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

চেপে রাখা ইতিহাস

লেখকঃ গোলাম আহমাদ মোর্তজা

২২
সুমহান সম্রাট বাবর
এশিয়ার বিখ্যাত দিগ্বিজয়ী বীর তৈমুরলঙ্গ ও মাতার দিক দিয়ে চেঙ্গিস খাঁর রক্তসন্ধিক্ষণে ১৪৮৩ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন বাবর। মুহাম্মদ বিন তুঘলক সম্বন্ধে ইতিহাসে অনেক মিথ্যাকে সত্য ও অনেক সত্যকে মিথ্যার আবরণে আবরিত করা হয়েছে যার আলোচনা পূর্বে হয়ে গেছে। মুহাম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর ফিরোজ শাহ তুঘলক বংশের মর্যাদা বা পূর্ব সম্মান অক্ষুন্ন রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু সক্ষম হননি। সে সময় ইবরাহিম লোদীর সাথে আফদান সামন্তদের বিবাদ-কোন্দল খুব জোরালো রূপ ধারণ করে। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদী ইবরাহীম রোদীকে পরাজিত ও পদচ্যুত করার জন্য বাবরকে আমন্ত্রণ জানালে তিনি বার হাজার সৈন্য নিয়ে এগিয়ে গেলেন।

১৫২৬ খৃস্টাব্দে পাণিপথে যুদ্ধ হয় বাবরের সাথে ইবরাহিমের বিপক্ষে লক্ষাধিক সৈন্য থাকা সত্ত্বেও বাবর দারুণভাবে জয়লাভ করলেন। ইবরাহিমের ভরসা ছিল তার সৈন্যাধিক্যের উপর, আর বাবরের ভরসা ছিল অদৃশ্য এক শক্তির উপর। বাবর সারারাত্রি নামায শেষে সৈন্যদের সামনে ভাষণ দান করলেন এবং সার কথা জানালেনঃ জয় পরাজয় সব আল্লাহ্র হাতে, তবে আমাদের প্রাণপণে লড়তে হবে। এ অসাধারণ ব্যক্তির কান্না বিফল হয়নি। যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন।

বাবর সম্বন্ধে আমরা জানি যে, তিনি একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন। ন্যূনতম নামায বা পঞ্চোপাসনার তিনি অবহেলা করতেন না। তার পোশাক পরিচ্ছদ একজন প্রকৃত মুসলমানের মতই ছিল। দাড়িও তিনি নবীর সুন্নাত মতই রাখতেন। তার বুদ্ধিমত্তা, বীরত্ব, বিচার ক্ষমতা, ও দানশীলতা ও ধৈর্যের পরিচয় প্রকৃত মূল ইতিহাসে বিস্তারিতভাবে পাওয়া যায়। ভারতীয় অনুবাদেও অবশ্য তা দেখা যায়, কিন্তু কোন কোন ঐতিহাসিক তার মদপানের দোষ ছিল বলে অভিযোগ করেছেন।

অথচ এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অবিশ্বাস্য। তিনি একজন অসাধারণ মুসলমান ছিলেন। আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন তিনি। প্রমাণ স্বরূপ একটি ঘটনা দিয়ে বলা যায়, তার পুত্র হুমায়ূন যখন মৃত্যুযোগ্য অসুখে শয্যাশায়ী তখন তিনি তাঁর শয্যার পাশে দু হাত তুলে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কেঁদে বলেছিলেন, হুমায়ুনের সুস্থতা ও আয়ু বৃদ্ধির জন্য। যে রাজকুমারকে রাজচিকিৎসকরা মৃত্যুরোগ' বলে জবাব দিয়েছিলেন সে রাজকুমার হুমায়ূন মুহূর্তের মধ্যে বিদ্যুৎপ্রবাহের মত সুস্থ্যতা বোধ করলেন, ধীরে ধীরে উঠে বসলেন, কথা বললেন এবং পূর্ণভাবে আরোগ্য লাভ করলেন।

যাঁর ডাকে আল্লাহু মুহূর্তের মধ্যে সাড়া দেন-অর্থাৎ রোগী সুস্থ হয়, তিনি যে নিশ্চয়ই অসাধারণ উচ্চ শ্রেণীর মুসলমান তাতে সন্দেহ নেই। আসুন দেখা যাক কিভাবে বিকৃত করা হয়েছে এসব নির্মল চরিত্রের ঐতিহাসিক পুরুষদের চরিত্র! বাবর জানতেন তার সৈন্যদের মধ্যে অনেকে মদপান করতেন, যা, ধর্মে মহাপাপ। তাই যুদ্ধের পূর্বাহ্নে মদপানের বিরুদ্ধে তাদের জোর করে ক্ষেপিয়ে না তুলে বার হাজার সৈন্য সহ আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ্ তুমি আমায় ক্ষমা কর, আমি প্রতিজ্ঞা করছি আর জীবনে মদ পান করব না, পূর্ব অপরাধ ক্ষমতা কর এবং তার পরিবর্তে যুদ্ধে ইজ্জত রক্ষা কর।

এ বলে জোরে জোরে শিশুর মত কাঁদতে লাগলেন বাবর। তাতে সমস্ত সৈন্যদের ভাবান্তর হয় এবং তাঁদেরও বেশির ভাগের চক্ষু অশ্রুপত হয়। দলের মধ্যে যারা মদপানে অভ্যস্ত ছিলেন তারা সকলেই সেদিন হতে মদপান ত্যাগ করেন। এটা বাবরের সুন্দর ধর্মীয় কৌশল বা কঠিন কূটনীতির নিদর্শন বলা যায়। এ ঘটনা দ্বারাই অনেক ঐতিহাসিক মনে করে বাবার নিজেও মদপায়ী ছিলেন। কিন্তুি তা একেবারেই ভুল। বাস্তবিক তিনি ছিলেন একজন নিষ্ঠাবান উপাসক মুসলমান।

মুসলমানদের ইতিহাস বিকৃতকরণের মূল নায়ক যদি ইংরেজ ঐতিহাসিকরা তবুও অনেক সত্যের সন্ধান ও স্বীকৃতি-চিহ্নও তাদের লেখায় পাওয়া যায়। যেমন জানা যায় সুলতান ইবরাহিমের সাথে বাবরের যুদ্ধ ছিল অত্যন্ত বিজ্ঞানপূর্ণ ও বীরত্বপূর্ণ, যাতে ইবরাহিম সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিলেন। মিঃ আর ব্রুক লিখেছেন, "Babur had definitely seated himself upon the throne of Sultan Ibrahim and the sign and seal of his achievements had been the annihilation of Sultan Ibrahim's most formidable antagonist." যার অর্থ হল, নিশ্চিতভাবে নিজেকে ইবরাহিমের সিংহাসনে অধিষ্ঠিত করলেন এবং তাঁর কৃতিত্বের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হল ইবরাহিমের প্রবল শত্রুর বিলোপ সাধন।

মিঃ ভিনসেন্ট স্মিথ বাবরের প্রশংসা করে বলেছেন, “The most brilliant Asiatic prince of his age and worth of high place among the sovereigns of any age or country." যার মর্মার্থ হলো, এশিয়ার তদানীন্তন রাজাদের মধ্যে বাবর ছিলেন খুব উন্নত এবং যে কোন যুগ অথবা যে কোন দেশের পক্ষে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ একজন সম্রাট।

আন্তর্জাতিক,যোগাযোগ, রাজনীতি এবং কূটনীতিতেও তিনি খুব পটু ছিলেন। মিস্টার GOT76 7661689, "He is the link between central Asia and India." বা তার আত্মজীবনীতে নিজের অনেক দোষত্রুটিও বর্ণনা করতে দ্বিধা করেননি। এটা তার সততার পরিচয় বলা যায়। এ মহান মানুষটির সাথে স্রষ্টার মহামিলন অর্থাৎ পরলোকগমন হয় ১৫৩০ খৃষ্টাব্দে।

তুরকী ভাষায় বাবর সাহিত্যিক ও ঐতিহাসিক ছিলেন। বাবর সম্বন্ধে ইতিহাসে খুব বেশি বিকৃতি ঘটান হয়নি; তবে মদপানের ব্যাপারটি বেশ মারাত্মক। অনেকে হয়ত মনে করতে পারেন, মদপান তত দোষের নয়-যদি হত তাহলে অত বড় সুনাম, বিজয় আর অলৌকিকতা পরিলক্ষিত হত না বাবরের জীবনে। কিন্তু সূক্ষ্ম সমীক্ষক ও নিরপেক্ষ ঐতিহাসিকের কাছে তা ঠিক নয়। অসত্য বা অঘটিত ঘটনাকে সত্য ঘটনা বলে চালান কুপ্রয়াস অন্যত্র থাকলেও থাকতে পারে।, ইতিহাসে থাকবে কেন? (হুসাইনীর লেখা মোঘল অ্যাডমিনিষ্ট্রেশন ও আরও মুল্যবান তথ্য বাবর নামায় দ্রষ্টব্য)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন