hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

১৯
ইলম প্রচারকারীর মর্যাদা
عَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ نَضَّرَ اللّٰهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَحَفِظَهَا وَوَعَاهَا وَأَدَّاهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرُ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلٰى مَنْ هُوَ أَفْقَه مِنْهُ ثَلاَثٌ لَا يُغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمِ إِخْلَاصُ الْعَمَلِ لِلّٰهِ وَالنَّصِيْحَةُ لِلْمُسْلِمِيْنَ وَلُزُوْمُ جَمَاعَتِهِمْ فَإِنَّ دَعْوَتَهُمْ تُحِيْطُ مِنْ وَّرَائِهِمْ

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ সে ব্যক্তির মুখ উজ্জ্বল করুন, যে আমার কোন কথা শুনেছে, অতঃপর এ কথাকে স্মরণ রেখেছে ও সংরক্ষণ করেছে এবং যা শুনেছে হুবহু তা মানুষের নিকট পৌঁছে দিয়েছে। কারণ জ্ঞানের অনেক বাহক এমন আছে, যারা নিজের তুলনায় বড় জ্ঞানীর নিকট জ্ঞান বহন করে নিয়ে যায়। তিনটি বিষয়ে মুসলিমের অন্তর বিশ্বাসঘাতকতা (অবহেলা) করতে পারে না : (১) আল্লাহর উদ্দেশ্যে নিষ্ঠার সাথে কাজ করা, (২) মুসলিমদের কল্যাণ কামনা করা এবং (৩) মুসলিমের জামা‘আতকে আঁকড়ে ধরা। কারণ মুসলিমদের দু‘আ বা আহবান তাদের পরবর্তী (মুসলিমদেরকেও) শামিল করে রাখে। [তিরমিযী, হা/২৬৫৮; ইবনে মাজাহ, হা/৩০৫৬; মুসনাদে আহমাদ, হা/১৩৩৭৪; মুসত্মাদরাকে হাকেম, হা/২৯৪; মু‘জামুল আওসাত, হা/৫১৭৯; মুসনাদে হুমাইদী, হা/৯৪; সিলসিলা সহীহাহ, হা/৪০৪; মিশকাত, হা/২২৮।]

হাদীসের প্রথমাংশ থেকে বুঝা যায়, দ্বীনী জ্ঞান অর্জনের পর তা মানুষের কাছে পৌঁছে দেয়াই মূল লক্ষ্য। অনেক জ্ঞানী এমন আছে, যারা নিজেদের অর্জিত জ্ঞান থেকে তেমন উপকৃত হতে পারে না। পক্ষান্তরে এমন অনেক ব্যক্তি আছে, যাদের কাছে জ্ঞান পৌঁছে দেয়া হলে, তারা সে জ্ঞান দ্বারা নিজেরাও উপকৃত হয় এবং যারা তার নিকট জ্ঞান পৌঁছে দিয়েছে, তারাও উপকৃত হয়। তারপর তাদের থেকে পরবর্তী লোকেরাও উপকৃত হয়।

হাদীসের শেষে এমন তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যার উপর একজন মুমিন ব্যক্তিকে সদা অটল থাকতে হবে। তিনটি বৈশিষ্ট্যের মাঝে তৃতীয় নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে, মুসলিমদের জামা‘আত বা দল আঁকড়ে ধরতে হবে। অতএব মুসলিমকে অন্যান্য মুসলিমের সাথে কুরআন-সুন্নাহ মোতাবেক বিশ্বাসে, সৎ আমলে, সালাত আদায়ে, জুমু‘আর সালাত আদায়ে, দু’ঈদের সালাত আদায়ে এবং মুসলিম নেতাদের আনুগত্যে ও অন্যান্য বিষয়ে সামঞ্জস্য রেখে চলতে হবে। ফলে সে শয়তানের চক্রান্ত ও পথভ্রষ্টতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে।

- عَنْ أَبِيْ أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ ذُكِرَ لِرَسُوْلِ اللهِ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالْاٰخَرُ عَالِمٌ فَقَالَ رَسُوْلُ اللهِ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِيْ عَلٰى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُوْلُ اللهِ إِنَّ اللهَ وَمَلَائِكَتَه وَأَهْلَ السَّمٰوَاتِ وَالْأَرَضِ حَتَّى النَّمْلَةَ فِيْ جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّوْنَ عَلٰى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ

আবু উমামা আল বাহেলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর নিকট দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। এদের একজন ছিলেন আবিদ (ইবাদাতকারী), আর দ্বিতীয়জন ছিলেন আলেম (জ্ঞান অনুসন্ধানকারী)। তিনি বললেন, আবিদের উপর আলেমের মর্যাদা হলো যেমন আমার মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর। অতঃপর রাসূলুল্লাহ ﷺ বললেন, আল্লাহ তা‘আলা, তাঁর ফেরেশতামন্ডলী এবং আকাশমন্ডলী ও জমিনের অধিবাসীরা, এমনকি পিঁপড়া তার গর্তে ও মাছ পর্যন্ত ইলম শিক্ষাকারীর জন্য দু‘আ করে। [তিরমিযী, হা/২৬৭৫; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/৭৮৩৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৮১; দারেমী, ১/৯৭-৯৮; মিশকাত, হা/২১৩।]

এ হাদীসে দ্বীনী বিদ্যা শিক্ষাদানের প্রতি উৎসাহ দেয়া হয়েছে। হাদীস থেকে বুঝা যায় দ্বীনী বিদ্যা শিক্ষাদানকারীর মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। যার জন্য মানুষ, জিন, ফেরেশতা এমনকি গর্তের ক্ষুদ্র প্রাণী পিঁপড়া এবং সমুদ্রের অতল তলের মাছসহ সকল প্রাণী দু‘আ করে থাকে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন