hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

কিতাবুল ইলম

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

শরীয়ত সম্পর্কিত ইলম অর্জন করা ফরয
শরীয়ত সম্পর্কে জ্ঞানার্জন করা প্রত্যেক মুমিন নর-নারীর উপর ফরয।

- عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلٰى كُلِّ مُسْلِمٍ

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ইলম বা জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরয। [ইবনে মাজাহ, হা/২২৪; মুসনাদুল বাযযার, হা/৬৭৪৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৭২; মিশকাত, হা/২১৮; জামেউস সগীর, হা/৭৩৬০।]

এখানে মুসলিম শব্দ দ্বারা সাধারণভাবে সকল মুসলিম নারী-পুরুষকে উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং নারী-পুরুষ, স্বাধীন-ক্রীতদাস, যুবক-বৃদ্ধ, ধনী-গরীব নির্বিশেষে সকল মুসলিমের উপর ইসলাম সম্পর্কিত জ্ঞানার্জন করা ফরয।

একজন ব্যক্তির উপর সর্বপ্রথম ফরয হলো, ঈমান সম্পর্কে ইলম অর্জন করা। কারণ ঈমানই হচ্ছে সবকিছুর মূল। ঈমান যদি সঠিক না হয়, তাহলে সারা জীবন নেক আমল করেও কোন লাভ হবে না। এজন্য ঈমান সংক্রান্ত বিভিন্ন বিষয়, ঈমানের ক্ষতি সাধনকারী বিষয়, বিশেষ করে ঈমান ভঙ্গের কারণ কী- তা জানা ফরয।

ঈমানের পর একজন মানুষের উপর আল্লাহর বিধান পালন করা বাধ্যতামূলক হয়ে যায়। এজন্য তার উপর আল্লাহর কী কী বিধান রয়েছে অর্থাৎ আল্লাহ তা‘আলা তার উপর কোন্ কোন্ কাজ করতে আদেশ করেছেন এবং কোন্ কোন্ কাজ করতে নিষেধ করেছেন, তা জানা ফরয। এসব বিষয় জেনে আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করা এবং নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকা একজন মুসলিমের মৌলিক দায়িত্ব।

আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করতে গিয়ে কোন্ কাজটি কীভাবে সম্পন্ন করতে হবে- সে সম্পর্কে জ্ঞান লাভ করা ফরয। যেমন- ঈমানের পর একজন মুমিনের দায়িত্ব হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। আর সালাত আদায় করার পূর্বে নাপাকী থেকে পবিত্রতা অর্জন করা একটি মৌলিক শর্ত। তাই অযু, গোসল, ও তায়াম্মুম সংক্রান্ত মাসআলা-মাসায়েল জানা তার উপর ফরয। এ সম্পর্কে বিসত্মারিত আলোচনা রয়েছে আমাদের ‘‘কিতাবুস সালাত’’ বইয়ের শুরুতে।

পবিত্রতা অর্জনের পর যখন কেউ সালাত আদায় করতে যাবে তখন নবী ﷺ যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন সে পদ্ধতিতে তাকে সালাত আদায় করতে হবে। এজন্য সালাতের সঠিক নিয়ম-কানুন জানা ফরয।

এভাবে যখনই কেউ ইসলামের কোন বিধান পালন করতে যাবে তখনই তাকে ঐ বিষয়ের জ্ঞান লাভ করতে হবে।

যখন কেউ সিয়াম পালন করবে তখন তাকে এ সংক্রান্ত মাসআলা জেনে নিতে হবে।

যখন কেউ হজ্জ পালন করবে তখন তাকে হজ্জ সংক্রান্ত মাসআলা জেনে নিতে হবে।

যখন কারো উপর যাকাত ফরয হবে তখন তাকে যাকাত সংক্রান্ত মাসআলা-মাসায়েল জেনে নিতে হবে।

যখন জিহাদে যাওয়ার প্রয়োজন দেখা দেবে তখন জিহাদ সংক্রান্ত মাসআলা জেনে নিতে হবে।

অনুরূপভাবে আচার-আচরণ, লেনদেন ইত্যাদি ক্ষেত্রেও ইসলামের যেসব নীতিমালা রয়েছে তা জানা ফরয।

ইসলাম হালাল রুজি-রোজগার করতে নির্দেশ দিয়েছে। তাই যে যেভাবে রোজগার করে সেটা হালাল হচ্ছে কি না সে সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে হালাল-হারামের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা যেসকল কাজ করতে নিষেধ করেছেন সেসকল কাজের ক্ষতিকর দিক ও তার ভয়াবহতা জেনে তা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং এসব অন্যায় কাজে জড়িত লোকদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। আর এ কাজটিও একজন মুসলিমের উপর ফরয।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমাদের সমাজে এমন লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। অথচ ঈমান ও ইসলামের বিধিবিধান সম্পর্কে তাদের সঠিক ধারণাই নেই। যার ফলে গোটা সমাজব্যবস্থা আজ কুফরী আদর্শের উপর পরিচালিত হচ্ছে।

তাছাড়া অনেকে আবার ইসলামী জ্ঞানার্জন করতে গিয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে। তারা দলীলবিহীন বিভিন্ন বিষয়কে ইসলামের অন্তর্ভুক্ত মনে করে থাকে এবং অনেকে মনগড়া ইবাদাত তৈরি করে ইসলামের নামে চালিয়ে দিয়ে বিদআতের মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়ে পড়েছে। আবার অনেকে আল্লাহর ইবাদাত করতে গিয়ে বিভিন্নভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। সুতরাং প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা একটি মৌলিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন