hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান

৪০৪
আলবানীর গবেষণা :
আল্লামাহ রাশীদ রেজার “আল মানার” ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রচারিত, গযালীর ইহইয়াউ উলুমিদ্দীন গ্রন্থের জাল যঈফ হাদীস পড়ে তিনি সর্বপ্রথম হাদীস যাচাই-বাছাই-এর প্রয়োজনীয়তা অনুধাবন করেন এবং হাদীস গবেষণার কাজে আত্মনিয়োগ করেন। আল্লাহ তাঁর জন্য কুরআন-হাদীসের ইলমের ভাণ্ডার খুলে দেন। হাজার বছরেরও বেশী কাল ধরে হাদীস শাস্ত্রের যে খিদমত হয়নি, তিনি বিংশ শতাব্দীতে তা করার তাওফীক লাভ করেন। সুনান আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাতুল মাছবীহ ও আল জা-মিউছ সাগীরসহ বহু হাদীসগ্রন্থ গবেষণা করে তার সহীহ হাদীস এবং যঈফ ও মাওযু হাদীস চিহ্নি করেছেন। এমনকি সুনান আরবাআহ (পূর্বোক্ত চারখানা কিতাব), আল-জামিউস সাগীর ও আল-আদাবুল মুফরাদ ইত্যাদি হাদীস গ্রন্থকে সহীহ যঈফ দু'ভাগে ভাগ করে দিয়েছেন। সহীহ হাদীসগুলো আলাদা খণ্ডে এবং যঈফ হাদীসগুলো আলাদা খণ্ডে।

এছাড়াও সহীহ হাদীস এবং যঈফ মাওযু হাদীসের ব্যাপারে তাঁর নিজস্ব সংকলনও রয়েছে। সিলসিলাতুল আহাদীসিস সহীহা এ যাবৎ তার ৮ খণ্ড বাজারে বেরিয়েছে এবং সিলসিলাতুল আহাদীসি যা’ঈফাহ অ-মাওযূআহ- যার এযাবৎ ৭ খণ্ড বাজারে বেরিয়েছে। বিভিন্ন ফিক্বহ ও গুরুত্বপূর্ণ ইসলামী গ্রন্থের ভিতর উদ্ধৃত হাদীসগুলো তাহক্বীক (যাচাই) ও তাখরীজ (উদ্ধৃতি উৎস উল্লেখ) করেছেন। তাঁর লিখিত, সংকলিত, গবেষণা ও সম্পাদনাকৃত এবং মুদ্রিত অমুদ্রিত পুস্তক সংখ্যা ২১৫ খানা ।

শায়খ নাসির উদ্দিন আলবানী (রহ.) পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি এবং অর্গানাইজেশন থেকে বড় বড় পদের জন্য সাড়া পেয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহন করেননি। তিনি ১৩৮১ হিঃ প্রথম দিক থেকে তিন বছর মদীনা ইউনিভার্সিটিতে রসূলুল্লাহ আs এর হাদীস শাস্ত্রের উপর অধ্যাপনার দায়িত্ব পালন করেন। সায়েন্স অফ হাদীস নিয়ে তিনি গবেষনা করেন এবং তার অসংখ্য ছাত্র তৈরী হয় ।

তাঁর ছাত্রদের মধ্যে বর্তমান দিনের অনেক বিশিষ্ট শায়খ রয়েছেন যেমনঃ শায়খ হামদী আবদুল মজিদ, শায়খ মুহাম্মদ ঈদের আব্বাসী, ড. ওমর সুলায়মান আল আসকার, শায়খ মুহাম্মদ ইবরাহীম শাকর, শায়খ ইবনে মুকবিল হাদী আলওয়াদী, শায়খ আলী খুন, শায়খ মুহাম্মদ বিন জামীল জায়নু, শায়খ আব্দুর রহমান আব্দুস সামাদের, শায়খ আলী হাসান আবদুল হামিদ আল হালাবী, শায়খ সেলিম আল হিলালী, শেখ আব্দুর রহমান আবদুল খালিক ।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন