hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম

১৮
১০. শয়তানের বাসনা পূরণ হচ্ছে
শয়তানের বাসনা হলো, মুসলিম পরিবার ভেঙ্গে খান খান হয়ে যাক; সমগ্র বিশ্বে অন্যায়-অত্যাচার ও অশ্লীলতা প্রকাশ পাক। আর শয়তানের এই মনোবাসনা পূরণের জন্য পর্নোগ্রাফি জোরালো ভূমিকা পালন করছে। শয়তান যে এগুলো মানুষের কাছ থেকে কামনা করে তার বাস্তব দৃষ্টান্ত হলো মহান আল্লাহর এই বাণী-

﴿اَلشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَآءِ﴾

শয়তান তোমাদেরকে গরীব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং অশ্লীল, নোংরামী ও নির্লজ্জ বিষয়ের নির্দেশ দেয়। (সূরা বাক্বারা ২:২৬৮)

শয়তান অশ্লীলতার এ নির্দেশ শুধু আজ থেকে দিচ্ছে তা নয়; বরং মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সে এ অপতৎপরতা চালিয়ে আসছে। মহান আল্লাহ বলেন,

﴿فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُوْرِيَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا﴾

অতঃপর শয়তান তাদেরকে (আদম ও হাওয়াকে) কুমন্ত্রণা দিল উভয়ের লজ্জাস্থান প্রকাশ করার জন্য, যা তাদের পরস্পরের নিকট গোপন রাখা হয়েছিল। (সূরা আরাফ ৭:২০)

অপর আয়াতে তিনি বলেন,

﴿يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْاٰتِهِمَا﴾

সে তাদের পরস্পরকে লজ্জাস্থান দেখানোর জন্য তাদের দেহ হতে পোশাক খুলে ফেলেছিল। (সূরা আরাফ ৭:২৭)

আজ সেই শয়তানই অশ্লীল মিডিয়া ও পর্নোগ্রাফিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লাখো মা-বোনকে নগ্ন-অর্ধনগ্ন করে ঢেকে রাখা অঙ্গগুলো প্রকাশ করে চলেছে। নগ্ন-অর্ধনগ্ন হয়ে হাজারও নারী শয়তানের দলভুক্ত হচ্ছে। মহান আল্লাহ বলেন,

﴿اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنْسَاهُمْ ذِكْرَ اللّٰهِ أُولٰٓئِكَ حِزْبُ الشَّيْطَانِ أَلَاۤ إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُوْنَ﴾

শয়তান তাদের উপর প্রভাব খাটিয়ে বসেছে, আর তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। জেনে রেখো! শয়তানের দল বড় ক্ষতিগ্রস্ত। (সূরা মুজাদালাহ ৫৮:১৯)

যে কেউ আল্লাহর বিধানের অবাধ্যচারী হয়ে পর্নোগ্রাফি বা অন্য কোন পাপাচারে লিপ্ত হলে শয়তান তার উপর আধিপত্য বিস্তার করে। কাজেই হে মানুষ! এ সবের নোংরামী থেকে সাবধান হোন।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন