hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম

৪৭
৩৯. গোমরাহীর শিকার হচ্ছে মানুষ
পর্নোর নেশায় আসক্ত হয়ে অধিকাংশ নারী-পুরুষ প্রকৃত জ্ঞান, বিবেক-বুদ্ধি হারিয়ে গোমরাহীর শিকার হচ্ছে। যার ফলে আজীবন হীন মানুষের অন্তর্ভুক্ত থেকে যাচ্ছে তারা। এখানে শয়তানের কথা বড় মনে পড়ে যায়। শয়তান বলেছিল,

﴿قَالَ فَبِمَاۤ أَغْوَيْتَنِيْ لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَ ثُمَّ لَاٰتِيَنَّهُم مِّنْ ۢبَيْنِ أَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَآئِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِيْن﴾

যাদের কারণে তুমি আমাকে ভ্রষ্ট করলে, আমিও তাদের জন্য তোমার সরল পথে (গোমরাহ করার জন্য) নিশ্চয় ওঁৎ পেতে থাকব, অতঃপর আমি তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক হতে তাদের নিকট আসব এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞশীল পাবে না। (সূরা আরাফ ৭:১৬-১৭)

শয়তান আজ আদমের সন্তানদেরকে নোংরামী, অশ্লীলতার চার দেয়ালে আবদ্ধ করে ফেলেছে। যার ফলে বনী আদম ডানে-বামে, পশ্চাতে-সামনে যে দিকেই লক্ষ্য করুক না কেন, শয়তানের জালে ফেঁসে যাচ্ছে। আল্লাহ জাহান্নামী মানুষের কথা তুলে ধরে বলেন,

﴿بَلْ هُمْ أَضَلُّ أُولٰٓئِكَ هُمُ الْغَافِلُوْنَ﴾

বরং তারা পথভ্রষ্ট, তারাই হলো উদাসীন। (সূরা আরাফ ৭:১৭৯)

প্রত্যেক গোমরাহী-পথভ্রষ্টতা হলো শয়তানের পথ, জাহান্নামের পথ। তাই মহান আল্লাহ বলেন,

﴿وَلَا تَتَّبِعُوْا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ﴾

তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা বাক্বারাহ ২:১৬৮, ২০৮, আন’আম ৬:১৪২)

মহান আল্লাহ শয়তানের পথ অর্থাৎ গোমরাহী-ভ্রষ্টপথে চলতে নিষেধ করেছেন এবং তার দেয়া সরল পথে চলতে বলেছেন। তিনি বলেন,

﴿وَأَنَّ هٰذَا صِرَاطِيْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ ذٰلِكُمْ وَصَّاكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ﴾

নিশ্চয় এটিই আমার সরল পথ। সুতরাং এরই অনুসরণ করো ও ভিন্ন পথের অনুসরণ করো না। করলে তা তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন যেন তোমরা সাবধান হও। (সূরা আন’আম ৬:১৫৩)

এত স্পষ্ট বর্ণনা থাকার পরও যদি মানুষ শয়তানের অনুসারী হয় তাহলে মানুষ কি আপন কল্যাণ বুঝবে না? মহান আল্লাহ বলেন,

﴿أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِيْۤ اٰدَمَ أَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ وَأَنِ اعْبُدُوْنِيْ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ وَلَقَدْ أَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيْرًا أَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ﴾

হে বনী আদম! আমি কি তোমাদেরকে বলিনি যে, শয়তানের ইবাদত করো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই ইবাদত করো। এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝবে না? (সূরা ইয়াসিন ৩৬:৬০-৬২)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন