hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম

১৯
১১. সময় ক্ষেপণ হচ্ছে
মানুষের জীবন হলো সময়ের সমষ্টি, তাই সময় বড়ই মূল্যবান। আল্লাহ তা‘আলা মানুষের সামনে সময়ের মূল্যায়ন তুলে ধরার জন্যই সূরা আসর নামে একটি সূরা নাযিল করেছেন। কিন্তু বনী আদম আজ ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ও টিভির সামনে পর্নোগ্রাফি, ছায়াছবি, নাটক উপভোগের মাধ্যমে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা অপচয় করছে। এমনকি বনী আদম ইবাদতের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেও ইবাদত না করে এগুলোর সাথে ব্যস্ত সময় কাটাচ্ছে। কিয়ামতের মাঠে যে তাকে সারাজীবনের প্রতিটি সময় সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, তা সে ভুলে গেছে। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত। রাসূল ﷺ বলেন,

لَا تَزُوْلُ قَدَمُ عَبْدٍ يَوْمَ القِيَامَةِ حَتّٰى يُسْألَ عَنْ أرْبَعٍ : عَنْ عُمُرِهٖ فيْمَا أفْنَاهُ؟ وعَنْ شَبَابِهٖ فِيْمَا أَبْلَاهُ، وعَنْ عَمَلِهٖ مَا عَمِلَ بِهٖ؟ وعَنْ مَالِهٖ مِنْ أيْنَ اكْتَسَبَهٗ، وَفِيْمَا أَنْفَقَهٗ؟

কিয়ামতের দিন আদম সন্তান চারটি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার প্রভুর নিকট থেকে এক পা বাড়াতে পারবে না-

১. তার গোটা জীবনের সময় সম্পর্কে- কিসে তা শেষ করেছিল,

২. তার যৌবন সম্পর্কে- কোন পথে তা ব্যয় করেছিল,

৩. তার ইলম সম্পর্কে- সে তদনুযায়ী আমল করেছিল কি না,

৪. তার মাল সম্পর্কে- কোন পথে তা আয় করেছিল এবং কোন পথে তা ব্যয় করেছিল। [.তিরমিযি হা/২৪১৬, মিশকাত হা/৫১৯৭, রিক্বাক্ব অধ্যায়, ছহীহা হা/৯৪৬।]

আপনার যৌবনের অধিকাংশ সময় যদি ফেসবুক, ইউটিউবের পর্নোগ্রাফি দেখে কেটে যায়, তাহলে সেদিন আল্লাহর কাছে কী উত্তর দিবেন? অতএব অশ্লীলতা দেখে সময় অযথা নষ্ট করা থেকে সাবধান থাকুন এবং ইমাম শাফেয়ী (রহঃ) এর এ কথা স্মরণ রাখুন- ‘‘সময় তলোয়ারের ন্যায়। তুমি তাকে ভালো কাজে নিঃশেষ করবে; নতুবা সে তোমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করবে।’’

বর্তমান যুগে ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা প্রায় সকল শ্রেণির মানুষ তাদের ফ্রি টাইম অতিবাহিত করছে টিভির পর্দায়, কম্পিউটারে, স্মার্টফোনে ইন্টারনেটের নোংরামী দেখা নিয়ে। অথচ আল্লাহর রাসূল ﷺ বলেন,

نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ

দু’টি নেআমত রয়েছে, যে দু‘টিতে বহু মানুষ ধোঁকায় পতিত হয়েছে ১. শারীরিক সুস্থতা এবং ২. অবসরতা বা ফ্রি টাইম এর ব্যাপারে। [বুখারী হা/ ৬৮১২, মিশকাত হা/ ৫১৫৫।] অবসর বা ফ্রি টাইম যারা পর্নোগ্রাফি দেখে, চা স্টলে বসে গল্পগুজব করে কাটাচ্ছে নিঃসন্দেহে তারা ধোঁকায় পড়ে আছে। আল্লাহর রাসূল ﷺ জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন,

اِغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ : حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ وَفَرَاغَك قَبْلَ شَغْلِكَ وَغِنَاك قَبْلَ فَقْرِكَ وَشَبَابَك قَبْلَ هَرَمِكَ وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِك

তুমি পাঁচটি বস্ত্তর পূর্বে পাঁচটিকে গনিমত মনে করো, ১. মৃত্যুর পূর্বে তোমার জীবনকে, ২. ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, ৩. দারিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে, ৪. বার্ধক্য আসার পূর্বে যৌবনকে এবং ৫. পীড়িত হওয়ার পূর্বে সুস্থতাকে। [হাকিম হা/৭৮৪৬, ছহীহুল জামে হা/১০৭৭, সিলসিলা ছহীহ হা/১১৫৭, মিশকাত হা/৫১৭৪।]

আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগে আমাদের রাত্রি যাপন ও সালফে-সালেহীনের রাত্রি যাপনের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। তারা রাত জেগে জেগে কুরআন পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতেন। জান্নাত লাভের আশায় এবং জাহান্নামের ভয়ে শঙ্কিত হয়ে অশ্রম্ন ফেলতেন। মহান আল্লাহ বলেন,

﴿تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا وَّمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُوْنَ﴾

তারা তাদের (দেহের) পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করে (জাহান্নামের) ভীতি ও (জান্নাতের) আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে, আর আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করে। (সূরা সাজদাহ ৩২:১৬)

সালফে সালেহীনের অনেকেই স্ত্রী ঘুমিয়ে গেলে বিছানা থেকে উঠে সলাতে দাঁড়াতেন। তারা রাত্রিকে ভাগ করে নিতেন নিজের আত্মার জন্য এবং পরিবারের জন্য। আর আমরা রাত্রি জাগরণ করছি টিভি, কম্পিউটার ও মোবাইলের পর্দায় পর্নো মুভি দেখে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন