hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

তাকওয়া

লেখকঃ আমির জামান, নাজমা জামান

৩৫
কিভাবে বুঝবো আমার ঈমান দুর্বল না সতেজ?
আল্লাহ তা'আলার প্রতি সত্যিকার ঈমান থাকলে আল্লাহর সাথে যে সব সম্পর্ক গড়ে উঠে এ সম্পর্কের দাবি পূরণ করাই মুমিনের জন্য স্বাভাবিক। কিন্তু ঈমানের দাবিদার হওয়া সত্ত্বেও ঈমানের দাবি পূরণে সে-ই ব্যর্থ হয় যার ঈমান। দুর্বল। তাই প্রত্যেক মুমিনেরই এ-বিষয়ে সঠিক ধারণা থাকা প্রয়োজন যে, কোন পথে ঈমানে দুর্বলতা আসে। যখনই ঈমানে দুর্বলতা দেখা দেবে তখনই আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে । (হে রসূল! আপনি তাদেরকে) বলুন, তোমাদের পিতা, সন্তানাদি, ভাই-বোন, স্ত্রীগণ, আত্মীয়-স্বজন, ঐ সম্পদ যা তোমরা অর্জন করেছ, তোমাদের ঐ ব্যবসা-বাণিজ্য তোমরা যার মন্দার ভয় কর এবং তোমাদের ঐ সম্পদ (বাড়ি) যা তোমরা পছন্দ কর – (এ সব) যদি তোমাদের নিকট আল্লাহ, তাঁর রসূল ও তাঁর পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফায়সালা না আসা পর্যন্ত অপেক্ষা কর। আল্লাহ ফাসিকদেরকে হিদায়াত করেন না । (সূরা তাওব : ২৪)

এ আয়াতে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা স্পষ্ট ভাষায় দুনিয়ার ভালোবাসার জিনিসগুলোকে যেমন :

১. পিতা

২. সন্তানাদি

৩. ভাই-বোন

৪. স্ত্রীগণ

৫. আত্মীয়-স্বজন

৬. জমানো সম্পদ

৭. ব্যবসা-বাণিজ্য

৮. বাড়ি এই আটটিকে কী পরিমাণ ভালোবাসা যাবে তা নির্ধারণ করে দিয়েছেন।

সুতরাং বক্তব্য স্পষ্ট :

১. আল্লাহ

২. রসূল ও

৩. আল্লাহর পথে জিহাদের চেয়ে সম্পদ ও স্বজনকে বেশি ভালোবাসলেই ঈমান দুর্বল বলে প্রমাণিত হবে ।

যখন ঐ ৮টির ভালোবাসা এ তিনটির চেয়ে বেশি হবে তখনি ঈমানের বিপদ। একটি উদাহরণ আমরা জানি যে যেকোন খাবারে লবন প্রয়োজন। কিন্তু এই লবন যদি খাবারে অতিরিক্ত হয়ে যায় তাহলেই সেই খাবার আর মুখে দেয়া যায় না। এই লবন ছাড়া কোন খাবারই খাওয়া যায় না আবার এই লবনই যদি পরিমানের চেয়ে বেশী হয়ে যায় তাহলেই সমস্যা। আল্লাহ, রসূল ও দ্বীন প্রতিষ্ঠার প্রতি দায়িত্ব পালনের পথে যখন ঐ আটটি ভালোবাসার বস্তু প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তখন ঐ দায়িত্ব পালনে বাধার সৃষ্টি হয়। এ বাধা দূর করতে পারলে, অর্থাৎ তিনটির ভালোবাসার খাতিরে যদি আটটির ভালোবাসা কুরবানী দেয়া যায়, তাহলে প্রমাণিত হবে যে ঈমান দুর্বল নয় । ঈমান দুর্বল হলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কারণ তখন আর ঈমানের দাবি পূরণ করার শক্তি থাকে না। সম্পদ ও সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা শোভাও বলেছেন, ফিতনাও বলেছেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহর বক্তব্য পরিষ্কার।

المال والبنون زينة الحياة الثيا

“সম্পদ ও সন্তানাদি দুনিয়ার জীবনের শোভা।” (সূরা আল কাহাফ, ১৮ : ৪৬)

إنما أموالكم وأولاده فتنة

“নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান তোমাদের জন্য ফিতনাহ”। (সূরা আত তাগাবুন, ৬৪ : ১৫)

ঐ আটটি ও তিনটির ভালোবাসায় যদি ভারসাম্য রক্ষা করা হয় তাহলে সম্পদ ও সন্তান জীবনের শোভা। আর যদি আটটির ভালোবাসা বেশি হয় তাহলে সম্পদ ও সন্তান ফিতনাহ। ইসলামী পরিভাষায় আল্লাহর হুকুম পালনে বাধাকেই ফিতনা বলা হয়। এর শাব্দিক অর্থ-পরীক্ষা, বিপদ, গোলযোগ, আকর্ষণ, বিশৃঙ্খলা ইত্যাদি।

يا أيها الذين آمنوا لا تلهة أموالكم ولا أولاده عن ذكر الله ومن يفعلذلك ، ولئك هة الایژون

“হে ঐ সব লোক যারা ঈমান এনেছ, শুন! তোমাদের মাল ও আওলাদ (সম্পদ ও সন্তান) যেন তোমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে না দেয়।”(সূরা মুনাফিকূন ৬৩: ৯)।

আর একটি বাস্তব উদাহরণ মহিলাদের মাসিক ইসলামিক প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে নিয়মিত ৩০-৪০ জন। মহিলা অংশগ্রহণ করেন এবং আল-কুরআন ও সহীহ হাদীস থেকে শিক্ষামূলক আলোচনা করেন। এই নিয়মিত অংশগ্রহণকারীদের মধ্যে দুজনের নতুন বাচ্চা হয়েছে (আলহামদুলিল্লাহ), দু’জন খুবই ধার্মিক। কিন্তু দেখা গেল বাচ্চা হওয়ার পর থেকে তারা আর মাসিক ইসলামিক প্রোগ্রামে আসেন না। অযুহাত হচ্ছে নতুন বাচ্চা। বাস্তবে দেখা যাচ্ছে নতুন বাচ্চা হওয়ার কারণে শুধু ইসলামিক প্রোগ্রামে আসা হচ্ছে না ঠিকই কিন্তু দূর-দূরান্তের সপিং মলে যাওয়া হচ্ছে, বিভিন্ন বাসায় দাওয়াত খাওয়া হচ্ছে অর্থাৎ আর সব কাজই হচ্ছে ঠিকমতো শুধু ইসলামের কথা বলা হলে বাচ্চা নিয়ে ব্যস্ততা দেখানো হচ্ছে। এক্ষেত্রে উপরোক্ত আয়াত অনুযায়ী সন্তান হচ্ছে ফিতনা। তাই কোন কিছুর ভালোবাসায় এমন মগ্ন হওয়া যাবে না যার কারণে ঈমানের দাবি পূরণে অবহেলা হয়ে যায় । মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক ঈমানের বুঝ দিন এবং প্রতিমুহূর্তে এই ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। আমীন।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন