hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

৫৯
আয়াত : ১০০ – ১০১ আহলে কিতাবের অনুসরণ করার পরিণাম
يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتَابَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كَافِرِيْنَ (১০০) وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيَاتُ اللهِ وَفِيْكُمْ رَسُوْلُه ؕ وَمَنْ يَّعْتَصِمْ بِاللهِ فَقَدْ هُدِيَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (১০১)

শাব্দিক অনুবাদ

১০০. يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ ওহে যারা ঈমান আনয়ন করেছো! اِنْ যদি تُطِيْعُوْا তোমরা অনুসরণ কর فَرِيْقًا একটি দলের مِنَ (ঐ দলসমূহ) হতে اَلَّذِيْنَ যাদেরকে اُوْتُوا দেয়া হয়েছে اَلْكِتَابَ কিতাব, يَرُدُّوْكُمْ তবে তারা তোমাদেরকে ফিরিয়ে নেবে بَعْدَ পর اِيْمَانِكُمْ তোমাদের ঈমান আনার كَافِرِيْنَ কাফির অবস্থায়।

১০১. وَكَيْفَ আর কীভাবে تَكْفُرُوْنَ তোমরা কুফরী করছ? وَاَنْتُمْ অথচ তোমরা تُتْلٰى পঠিত হয় عَلَيْكُمْ তোমাদের সামনে اٰيَاتُ আয়াতসমূহ اَللهِ আল্লাহর وَفِيْكُمْ এবং তোমাদের মধ্যে রয়েছে رَسُوْلُه  তাঁর রাসূল। وَمَنْ আর যে ব্যক্তি يَعْتَصِمْ দৃঢ়ভাবে ধারণ করবে بِاللهِ আল্লাহকে فَقَدْ সে অবশ্যই هُدِيَ পরিচালিত হবে اِلٰى صِرَاطٍ পথের দিকে مُسْتَقِيْمٍ সরল-সঠিক।

সরল অনুবাদ

১০০. হে ঈমানদারগণ! যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের একটি দলের অনুসরণ কর, তবে তারা তোমাদেরকে তোমাদের ঈমান আনার পর (ধীরে ধীরে) কাফির অবস্থায় ফিরিয়ে নেবে। [এটি হচ্ছে কাফিরদের ব্যাপারে মুসলিমদের জন্য সাবধানবাণী। কেননা কাফিররা কখনো কোন মুসলমানের কল্যাণ সহ্য করতে পারে না। বরং তারা সর্বদা মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। অতঃপর যখনই কোন মুসলিম কোন কারণে তাদের সাথে বন্ধুত্বে জড়াতে চায়, তখনই তারা এমন কিছু কর্ম সংঘটিত করতে বাধ্য করে, যার মাধ্যমে সে কুফরীতে পতিত হয়।]

১০১. আর কীভাবে তোমরা কুফরী করছ? অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে সে অবশ্যই সরল-সঠিক পথে পরিচালিত হবে।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. ইহুদি-খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না।

২. ইহুদি-খ্রিস্টানদের অনুসরণ করলে ব্যক্তি ধীরে ধীরে কাফিরে পরিণত হয়।

৩. আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করলে সঠিক পথ পাওয়া যাবে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন